জেনে নিন পর্তুগালে নার্সারি থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কেমন? সে সম্পর্কে। আসুন এ বিষয়ে আজকে দুর্বা টিভির মাধ্যমে জেনে নিন। ইউরোপের অন্যতম মনোমুগ্ধকর সৌন্দর্য, আবহাওয়া এবং ইমিগ্রেশনবান্ধব দেশ হিসেবে পর্তুগাল বিশ্বের অভিবাসীদের কাছে সুপরিচিত নাম। অনেকেই পর্তুগালে অবস্থান করছেন অথবা পরিকল্পনা করেছেন পর্তুগালের পাড়ি জমানোর জন্য।
- আরো পড়ুন: বদলে যাচ্ছে খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র
- আরো পড়ুন: কাদের ঘুম বেশি প্রয়োজন?
- আরো পড়ুন: ডেবিট কার্ড কাকে বলে? ডেবিট কার্ড ব্যবহারের নিয়ম
তাই প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে সন্তানের পড়ালেখা এবং ভবিষ্যৎ নিয়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বেশি তথ্য আমরা অনলাইনে খুঁজে পেলেও নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তেমন কোনো সম্মিলিত তথ্য আমরা পাই না। সুতরাং পর্তুগাল নিয়ে যারা ভাবছেন বা এখানে অবস্থান করছেন চলুন জেনে নেই আপনার শিশু সন্তানের জন্য পর্তুগালের শিক্ষা ব্যবস্থা কেমন?
পর্তুগালে নার্সারি থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কেমন?
পর্তুগালে সকল শিশুদের অধিকার সমান
পর্তুগালে আগত অভিবাসী অথবা শরণার্থীদের সন্তান পর্তুগিজ শিশুদের মতই একই অধিকার, সুবিধা-অসুবিধা ভোগ করবেন। অর্থাৎ পর্তুগিজ শিশুদের জন্য যে শিক্ষা পর্তুগালে বসবাসরত বিদেশি নাগরিকদের সন্তানের জন্য একটি শিক্ষা।
পর্তুগালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা শুরু হয় সাধারণত ৬ বছর বয়স থেকে। অর্থাৎ আপনার সন্তান ৬ বছর বয়সে প্রথম শ্রেণীতে পড়বে। তবে আপনি চাইলে অর্থাৎ বাবা-মা কর্ম ক্ষেত্রে ব্যস্ত থাকলে ৬ মাস বয়স থেকে আপনার সন্তানকে ডে-কেয়ার দিতে পারবেন।
০ (শূন্য) থেকে ১৭ বছর পর্যন্ত শিক্ষা কার্যক্রমকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। (Creche / infantaria) নার্সারি ০ (শূন্য) থেকে ৩ বছর, (Jardim de infância) কিন্ডারগার্ডেন ৩ থেকে ৫ বছর পর্যন্ত, প্রাইমারি (বাধ্যতামূলক) Ensino Básico 1st Ciclo বেসিক প্রথম সার্কেল ৬ থেকে ৯ বছর পর্যন্ত, মাধ্যমিক (বাধ্যতামূলক) (Ensino Básico 2nd Ciclo) বেসিক দ্বিতীয় সার্কেল ১০ থেকে ১১ বছর। Ensino Básico 3rd Ciclo বেসিক তৃতীয় সার্কেল ১২ থেকে ১৪ বছর, উচ্চমাধ্যমিক Ensino Secundário ১৫ থেকে ১৭ বছর পর্যন্ত।
বাধ্যতামূলক বেসিক শিক্ষা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সার্কেলে হয়ে থাকে। বোঝার সুবিধার্থে প্রাইমারি এবং মাধ্যমিক ভাগ করা হলো। তাছাড়া দ্বিতীয় এবং তৃতীয় ভাগ মাধ্যমিক স্কুলের মাধ্যমে হয়ে থাকে। যে সকল বিষয় পড়ানো হয় তা মাধ্যমিকের অন্তর্গত।
নার্সারি (Cheche / infantaria) ০ (শূন্য) থেকে ৩ বছর
৬ মাস বয়স থেকেই আপনার সন্তানকে নার্সারি অর্থাৎ (Cheche / infantaria) তে দিতে পারেন। এখানে আপনি ৩ বছর বয়স পর্যন্ত রাখতে পারবেন। নার্সারি সাধারণত আপনাকে খরচ বহন করতে হবে।
কেমন খরচ?
মাসিক ২৫ থেকে ৩’শ ইউরো হতে পারে। তবে তা নির্ভর করবে আপনার আয়ের ওপর এবং প্রতিষ্ঠানের ধরনের ওপর। যদি বেসরকারি হয় তবে তা আপনার আয়ের ওপর নির্ভর করে নির্ধারণ করা হবে। অন্যদিকে যদি সান্তা কাজা বা অন্যান্য দাতব্য সংস্থার আওতাভুক্ত হয় তাহলে সম্পূর্ণ ফ্রি বা মাসিক ২০/ ২৫ ইউরো হতে পারে।
কিভাবে খুঁজে পাবেন?
আপনার নিকটস্থ ওয়ার্ড কাউন্সিল (জুন্তা) অফিসে গিয়ে জিজ্ঞেস করলে তারা আপনাকে বলে দিবে অথবা একটা লিস্ট দিবে আপনার আশেপাশের সকল নার্সারির। তাছাড়া আপনি নিকটস্থ সান্তা কাজার যেকোনো কার্যালয়ে গিয়ে কথা বলতে পারেন। তারা আপনাকে তথ্য দিবে।
আবেদনের সময়
বছরের যেকোনো সময়ই আবেদন করা যাবে। তবে সেশন শুরু হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে থেকে।
কিন্ডারগার্ডেন ৩ থেকে ৫ বছর (Jardim de infância)
৩ থেকে ৫ বছর পর্যন্ত এখানে স্বাবলম্বী জীবনযাপন অর্থাৎ তার প্রাত্যহিক রুটিন, কিভাবে খাবে, কিভাবে রাস্তা-ঘাটে চলাচল করবে, কিভাবে মানুষের সাথে ব্যবহার করবে, প্রকৃতির প্রতি দায়িত্ব, বাবা-মার প্রতি দায়িত্ব ও কর্তব্য সব মিলিয়ে একটা সুন্দর শিক্ষা তারা দিয়ে থাকে। শুধু জীবনযাপন শেখানো হয় তা নয়; এখানে অক্ষরজ্ঞানও দেয়া হয়।
এ কারণে প্রথম শ্রেণীতে উঠার সাথে সাথে শব্দ গঠন এবং অংক সহজে করতে পারে। এখানে পর্তুগিজ ভাষায় পড়ানো হয়। তাছাড়া কিছুটা ইংরেজি শিক্ষা দেয়া শুরু হয়েছে। যদিও বাধ্যতামূলক শিক্ষা ৬ বছর থেকে কিন্তু কিন্ডারগার্টেন খুবই গুরুত্বপূর্ণ। কেননা এতে সে ভাষা এবং বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে।
বাধ্যতামূলক প্রাইমারি এবং মাধ্যমিক (Ensino Básico)
প্রথম সার্কেল
প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এখানে শিশুদের ৪ টি মূল বিষয় পাঠদান করে থাকে (Português) পর্তুগিজ, (Mathematics) অংক, (Estudo do meio) (Envemental Study) পরিবেশগত শিক্ষা, (inglês) (English) ইংরেজি। তাছাড়া চিত্রাঙ্কন, শরীরচর্চা, সাঁতার, সাইকেল, খেলাধুলা এবং আরো বিভিন্ন অতিরিক্ত কারিকুলাম আছে।
দ্বিতীয় এবং তৃতীয় সার্কেল
পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি এবং সপ্তম থেকে নবম শ্রেণী পর্যন্ত ২ টি ভাগে বিভক্ত। পূর্বের ৪ টি বিষয় ইংরেজি, পর্তুগিজ, অংক, পরিবেশগত শিক্ষাসহ শারীরিক শিক্ষা, ইতিহাস, পদার্থবিদ্যা রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূগোল, তথ্য প্রযুক্তি শিক্ষা, ন্যাচারাল সাইন্স, ভিজুয়াল এডুকেশন, প্রযুক্তিগত শিক্ষা, শিল্পকলা এবং বিদেশী ভাষা হিসেবে স্প্যানিশ, ফ্রেঞ্চ বা জার্মান যেকোনো একটি ভাষা শিক্ষা এবং বিভিন্ন ধাপে বিভিন্ন রকম অতিরিক্ত কারিকুলাম আছে।
কিভাবে খুঁজে পাবেন?
কিন্ডারগার্টেন ৩ থেকে ৫ বছর এবং প্রাইমারি এবং মাধ্যমিক ৬ থেকে ১৪ বছর বয়সের বাচ্চাদের বাধ্যতামূলক শিক্ষার জন্য প্রত্যেকটি জোনে বা এলাকায় অনেকগুলো স্কুল মিলে একটি সেন্ট্রাল স্কুল আছে যাকে বলা হয় (agrupamento)। উক্ত সেন্ট্রাল স্কুলে আপনাকে আবেদন করতে হবে। নিকটস্থ ওয়ার্ড কাউন্সিল (জুন্তা) junta freguesia কার্যালয়ে গিয়ে সেন্ট্রাল(agrupamento) স্কুলের ঠিকানা পেতে পারেন।
যেমন ধরুন রাজধানী লিসবনের ওয়ার্ড আরোইশ Arroios, সাও ভিনসেন্ট sao Vincent, প্যানা দে ফ্রান্সা Pena de frança, শান্তা মারিয়া মাইওর Santa Maria maior এই এলাকাগুলোতে Agrupamento de escolas Nuno Gonçalves, Agrupamento de escolas Passos Manuel, Agrupamento de escolas Gil Vicente এ ৩ টি Agrupamento আছে। আবেদন করার পর আপনার বাসার ঠিকানা অনুযায়ী নিকটস্থ বিদ্যালয়ে পাঠদানের ব্যবস্থা করবে। তবে নির্ধারিত আসনের অতিরিক্ত আবেদন হলে দ্বিতীয় নিকটতম বিদ্যালয় প্রেরণ করবে।
আবেদনের সময়
সাধারণত এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হয় এবং জুলাইয়ের শেষ দিকে চিঠির মাধ্যমে জানানো হয় অথবা নির্ধারিত তারিখে কেন্দ্রীয় বিদ্যালয় যেখানে আবেদন করেছিলেন সেখানে ফল প্রকাশ করা হয়। ফলের সাথে জানানো হয় কোন বিদ্যালয়ে ভর্তি করা হবে।
কেমন খরচ
কিন্ডারগার্ডেন এবং বাধ্যতামূলক বেসিক শিক্ষা সম্পূর্ণ ফ্রি খাবারের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের নাস্তা বাবদ কিছু অর্থ প্রদান করতে হবে। তবে এক্ষেত্রে আপনার সোশ্যাল সিকিউরিটি escalão (আপনারাই অনুযায়ী আপনার সামাজিক অবস্থান নির্ধারণ করা হয় অর্থাৎ আপনার আয়ের কত সে অনুযায়ী একটা মানদণ্ড ব্যবহার করা হয় যাকে পর্তুগিজ ভাষায় ইসকালাও বলা হয়) অনুযায়ী অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়। তবে যাদের escalão ১ থাকে তাদের সম্পূর্ণ ফ্রি। তবে বই সম্পূর্ণ বিনামূল্যে। স্কুল ভেদে অন্যান্য শিক্ষা উপকরণ খাতা, কলম, পেন্সিল ইত্যাদিও বিনামূল্যে প্রদান করা হয়।
স্কুলকালীন সময়
প্রাত্যহিক ২ টি ভাগে শিক্ষা কার্যক্রম হয় সকাল ৯ টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। পাঠ্যপুস্তক অনুযায়ী ৩:৩০ থেকে ৫ টা পর্যন্ত এক্সট্রা অ্যাকটিভিটি যা প্রায় শিক্ষা কার্যক্রমের অংশ। সন্তানের বাবা-মা ২ জনই বা অভিভাবক কাজ বা ব্যবসায় ব্যস্ত থাকেন তবে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সন্তানকে বিদ্যালয় রাখতে পারবেন। তবে নির্ভর করবে আপনার কাজের সময় এবং নির্দিষ্ট বিদ্যালয়য়ের ওপর। শনি এবং রোববার দুই ২ ছুটি এবং সরকারি ছুটির দিন যথারীতি বন্ধ থাকবে।
উচ্চমাধ্যমিক (Ensino Secundário) ১৫ থেকে ১৭ বছর পর্যন্ত
দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিন বছর পাঠদান করা হয়; তবে এটি ভিন্ন। উচ্চমাধ্যমিকের ২ টি অংশ যেকোনো একটি সিলেক্ট করে নিতে হবে। একটি হচ্ছে উচ্চশিক্ষা অনুযায়ী বিষয় অপরটি হচ্ছে ওয়ার্ক ওরিয়েন্টেড বা কর্মজীবন মুখি অর্থাৎ যদি কেউ উচ্চশিক্ষা নিতে না চায় তবে সে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পরও যদি কেউ কর্মজীবনে প্রবেশ করতে চায় তাহলে কর্মজীবন সম্পর্কিত বিষয় নির্বাচন করে নিতে পারে। উচ্চমাধ্যমিক শিক্ষা বেসিকের মত ফ্রি না; এর জন্য বিদ্যালয় টিউশন ফি এবং বই পুস্তকের খরচ ছাত্র-ছাত্রীকে বহন করতে হয়।
পর্তুগালে নার্সারি থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কেমন?
বেসরকারি ইংরেজি মাধ্যম
আপনি যদি চান আপনার সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াবেন তাহলে পর্তুগালের বেশকিছু ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। যারা পর্তুগিজ কারিকুলামের পাশাপাশি সহযোগী হিসেবে ব্রিটিশ এবং আমেরিকান কারিকুলামে পাঠদান করে থাকে। ইংরেজি মাধ্যমে বাৎসরিক ৩ থেকে ৫ হাজার ইউরো লাগতে পারে। কপিরাইট সমস্যার জন্য বিদ্যালয়ের নাম শেয়ার করা গেল না। আপনি সহজে অনলাইনে (English médium School in Portugal) কী ওয়ার্ড লিখে সার্চ করে নিতে পারেন।
- আরো পড়ুন: যৌন মিলনের প্রথম সেরা ৭টি ট্রিপস গুলো এখানে
- আরো পড়ুন: নারী একাকী কি করে?
- আরো পড়ুন: ভুল অন্তর্বাস ব্যবহারে হতে পারে মারাত্মক ব্যাধি
ইসলাম ধর্মীয় পরিবেশে শিক্ষা
আপনি চাইলে ইসলাম ধর্মীয় অনুশাসন এবং ইংরেজি মাধ্যমে আপনার সন্তানকে পড়াতে পারেন। Internacional School of Palmela, এখানে ধর্মীয় অনুশাসন এবং পর্তুগিজ কারিকুলামের সাথে ব্রিটিশ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম আছে। খরচের বিষয় এবং স্কুলকালীন সময় আপনার সন্তানের বয়স অনুযায়ী হবে। সরাসরি বিদ্যালয়ের নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন। ৫ বছর বয়স থেকে ভর্তি করতে পারবেন।
ইউরোপের বিভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত হলেও বাস্তব ক্ষেত্রে দেখা গেছে পর্তুগাল শিশুবান্ধব একটি দেশ। শিশুদের অধিকার এবং সেবার ক্ষেত্রে অনন্য তা পর্তুগালে বসবাসরত কোনো নাগরিক অস্বীকার করতে পারবেন না। শিক্ষাক্ষেত্রে নার্সারি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত খুবই যত্ন সহকারে এবং শিশুদের মানসিক বিকাশের প্রতি যত্নশীল হয়ে পাঠদান করানো হয়; যা ইউরোপের অন্যান্য উন্নত দেশেও বিরল।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।