শিক্ষা ডেস্ক ।। উচ্চ শিক্ষা অর্জনের জন্য আমরা বিশ্বের নামী-দামী দেশগুলোর নানা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে থাকি। উচ্চ শিক্ষায় পাড়ি জমাতে আমাদের সামনে আসে অনেক উদাহণ ও বিশ্বে অনেক দেশেই যাবার সুযোগ। পোল্যান্ডে উচ্চশিক্ষাঃনিজের আবেদন নিজেই করুন দেশী- বিদেশী ভিবিন্ন প্রতিষ্ঠানের সাথে। এছাড়া আপনি নিজেই পোল্যান্ডের ভিবিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন।
আমদের অধিকাংশের চিন্তা ঘোরে আমেরিকা কিংবা আরও বেশ কিছু নামী-দামি কয়েকটি দেশ ঘিরে। আজ আপনাদের সামনে নিয়ে আসছি ইউরোপের একটি সুন্দর দেশের বর্ণনা নিয়ে এবং সে দেশে আবেদন থেকে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে। আজ তুলে ধরবো পোল্যান্ডের কথা। পোল্যান্ড ইউরোপের অন্যান্য দেশের মধ্যে একটি সুন্দর দেশ।
- আরো পড়ুন: গণিতে ভালো করার সহজতর কৌশল
- আরো পড়ুর: শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কারণীয়
- আরো পড়ুন: যেসব উপায় সন্তান কথা শোনতে বাধ্য হবে
তাহলে আর কি? দেরি না করে আসুন বিস্তারিত জেনে নেই পোল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ করতে কি কি কাগজপত্র ও আপনার যোগ্যতা প্রয়োজন এবং পোল্যান্ড‘র পরিচিতি সম্পর্কে। এবং পোল্যান্ডে উচ্চশিক্ষাঃনিজের আবেদন নিজেই করতে কোন কোন কাগজপত্র প্রয়োজন ।
পোল্যান্ড পরিচিতি
পোল্যান্ডের রাজধানী ওয়ার্শ, ভাষা পোলিস আর মুদ্রা পোলিশ জোল্টি। মধ্য ইউরোপের ৩, ১২, ৬৯৬ বর্গ কিলোমিটারের এই দেশে বসবাস করে ৩ কোটি ৮৫ লক্ষ লোক। অর্থনৈতিক বিচারের নিক্তিতে দেখলে এই দেশের জিডিপি হল ৬০৭ বিলিয়ন মার্কিন ডলার এর বেশি। পোল্যান্ডের তাপমাত্রা গ্রীষ্মকালে ২৫ থেকে ৩৫ ডিগ্রী থাকে আর শীতে শূন্য ডিগ্রীর নীচে নেমে যায়।
কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন
বর্তমান পোল্যান্ড সরকার International Student-দের জন্য খুলে দিয়েছে উচ্চশিক্ষা সহ নিজেকে বিকশিত করার এক অপার সুযোগ। এই দেশে রয়েছে শত বছর পুরনো বিশ্বমানের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়- আর এই সকল বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিভিন্ন ফিল্ডে পড়াশুনা করার বহু কোর্স। উন্নত দেশের বেশীব ভাগ দেশে যেতে হলে মধ্যে IELTS এ অংশ নিতে হবে। যেমনটা পোল্যান্ডে যেতে হলেও আপনাকে IELTS এ ৬.৫ (Reading and Writing এ ন্যূনতম ৬.০) পেতে হবে।
আরো পড়ুন: ই-কমার্স ব্যবসায়ী হতে যায় করবেন
আরো পড়ুন: প্লাষ্টিকের বোতল থেকে বছরে আয় ৪০ কোটি টাকা!
আরো পড়ুন: নতুন ব্যবসা শুরু করার প্রশিক্ষণ!
হ্যাঁ, অবশ্যই এই সকল বিশ্ববিদ্যালয়ে পোলিশ সহ ইংরেজী মিডিয়ামের কোর্স অফার করা হয়ে থাকে। এই দেশে ইঞ্জিনিয়ারিং,অর্থনীতি,মিউজিক, এগ্রিকালচার, ফরেস্ট্রি, থিওলোজী, ব্যবসায় শিক্ষা, আর্ট ও এডুকেশন, আরকিওলোজী, ফিল্ম ইত্যাদিসহ একাধিক সহ নানা বিষয় পোল্যান্ডের বহু বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট গুলো ঘেটে তা দেখে নিবেন এবং আপনার পছন্দের বিষয় বেছে নেবেন। এই পোল্যান্ডে নার্সিং কোর্সের বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং নার্সিং পড়াশুনা খুবই জনপ্রিয় আর চাকুরীর বাজারে সুযোগ বেশী থাকায় বহু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখন এই দেশে নার্সিং নিয়ে পড়াশুনা করে থাকেন। আপনার জন্য IELTS খুব গুরুত্বপূর্ন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।