প্রচন্ড গরমে পিপাসা মেটাতে আনারসের শরবত

প্রচন্ড গরমে পিপাসা মেটাতে আনারসের শরবত দুর্বা ডেস্ক :: এই প্রচন্ড গরমে পিপাসা মেটাতে আনারসের শরবত সবচেয়ে ভাল কাজ করে। তাহলে আর কথা না বাড়িয়ে, চলুন জেনে নেই কিভাবে আনারসের শরবত তৈরি করবো।

তৈরি করতে যা যা প্রয়োজন

আনারস ৫০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, পানি ৫০০ মিলি লিটার, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, লেবুর রস হাফ চা চামচ।


আরো পড়ুন: মুসল্লিদের হাতে লাঞ্চিত আ‘লীগ নেতা ও ভাইস চেয়ারম্যান মধু (ভিডিওসহ)


যেভাবে তৈরি করবেন

আনারস ভাল করে কেটে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিন। ব্লেন্ডারে আনারস, চিনি, গোলমরিচের গুঁড়ো একসঙ্গে দিয়ে মিহি করে ব্লেন্ড করে ছেকে নিন। এরপর লেবুর রস মিশিয়ে গ্লাসে বরফ দিয়ে পরিবেশন করুন।

আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

চায়ের কেজি লাখ টাকা

যে চায়ের কেজি লাখ টাকা

জেনে নিন যে চায়ের কেজি লাখ টাকা । আসুন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *