ববি প্রতিনিধি
করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার আটকে থাকা মিডটার্ম পরীক্ষাগুলো অনলাইনে নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।
আজ মঙ্গলবার (১৫ই জুন) সকাল সাড়ে ৮ ঘটিকা থেকে শুরু হয়ে স্ব স্ব বিভাগের নির্ধারিত সময় অনুযায়ী অনলাইন প্লাটফর্ম জুমে পরীক্ষাগুলো নেয়া হয়। পরীক্ষা শেষে উত্তরপত্র পিডিএফ আকারে জমাদানের জন্য বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ১৫ মিনিট থেকে সর্বনিম্ন ৩ মিনিট সময় পেয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস বলেন, ” আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আজ ১২ টা থেকে অনলাইনে পরীক্ষা শুরু হয়েছে। শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তবে পরীক্ষা চলাকালীন সময়ে ৪ জন শিক্ষার্থী কারিগরি ত্রুটির মুখে পড়েছিলো বলে জানিয়েছে। “
এ বিষয়ে কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফাহমিদা আক্তার প্রিয়া বলেন, ” সকালে পরীক্ষা হয়েছে। সকলের উপস্থিতিতে পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি।”
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সৃষ্ট সেশনজট দীর্ঘায়িত না করতে গত ৬ই মে অনলাইনে পরীক্ষা নেয়ার ব্যাপারে নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।দেশে বর্তমানে ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। দীর্ঘ বন্ধে এসব বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।
আরো পড়ুন:নগরীতে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহয় আইনজীবি বাবা
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।