ববির প্রথম মেধা ভর্তি পরীক্ষার ফল প্রকাশ,লিংকসহ

ববির প্রথম মেধা ভর্তি পরীক্ষার ফল প্রকাশ,লিংকসহ  বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভূক্ত ভর্তির আবেদনের ফলপ্রকাশ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় ববি উপাচার্যের কক্ষে এ ফল প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। ববির প্রথম মেধা ভর্তি পরীক্ষার ফল প্রকাশ,লিংকসহ নিচে দেয়া হয়েছে। লিংকে গিয়ে যাচাই বাছাই করে নিন আপনার ফলাফল।

এ সময় উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন বিভাগে সর্বমোট ৩৫ হাজার ৭৯২ জন আবেদন করেছেন। আবেদনে ক (বিজ্ঞান) ইউনিটে ২০ হাজার ৫৬৮ টি, খ (মানবিক) ইউনিটে ৯ হাজার ৩২২টি এবং গ (বাণিজ্য) ইউনিটে ৫ হাজার ৯০২টি আবেদন করেন শিক্ষার্থীরা।

এর মধ্যে ছেলে প্রার্থী ২১ হাজার ৬০৩ জন ও মেয়ে প্রার্থী আবেদন করেছিলেন ১৪ হাজার ১৮৯ জন। প্রতি আসনের বিপরীতে ২৪ দশমিক ৮৬ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে ঢাকা বোর্ডের সর্বোচ্চ আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

উপাচার্য জানান, ক ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছে ঢাকা বোর্ডের ইত্তাসুম মাহমুদ আদিব, খ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছে রাজশাহী বোর্ডের মো. সজিব ইসলাম, গ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছে বরিশাল বোর্ডের ফারহানা খানম।

তিনি জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত প্রথম তালিকা থেকে ভর্তি চলবে আগামী ৮ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২৩ জানুয়ারি ক্লাস শুরু হবে। ভর্তি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bu.ac.bd এবং http://admission.bu.ac.bd তে পাওয়া যাবে।

ফলাফল প্রকাশের সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্টার (অ.দা.) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, ভর্তি সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির আহবায়ক নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দপ্তরের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, সদস্য-সচিব সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. ইরফান, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. সামসুদ্দোহা, সদস্য সিএসই বিভাগের প্রভাষক মো. রাশিদ আল আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত! এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *