বাংলা ব্যাকরণবাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচনা করেন ইউরোপীয় পণ্ডিতরা। শুধু বাংলা ভাষার ব্যাকরণই নয়, নব্যভারতীয় প্রাদেশিক ভাষাগুলির অধিকাংশেরই ব্যাকরণ রচনার সূত্রপাত তাদের হাতে। বিদেশীরা নানা প্রয়োজনে ভারতবর্ষের আঞ্চলিক ভাষাসমূহ শিখতে ও সহগামীদের শেখাতে বাধ্য হয়েছিল।
ফলে তাদের প্রয়োজনই বাংলাসহ অন্যান্য প্রাদেশিক ভাষার ব্যাকরণ রচনায় তাদেরকে উৎসাহিত করেছিল। আর এরকম প্রয়োজনের তাগিদেই পর্তুগিজ ধর্মযাজক মানোএল দা আস্সুম্পসাঁউ (Manoel da Assumpcam) পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। বাংলা ভাষা ও সাহিত্যবাংলা ব্যাকরণবহু নির্বাচনী প্রশ্ন যার কিছু প্রশ্ন সহ উত্তর নিম্ম দেয়া হলো।
বাংলা ব্যাকরণ
- আরো পড়ুন: বাংলা ব্যাকরণ সকল শ্রেণীর জন্য
- আরো পড়ুন:বাংলা ভাষা ও উপভাষা
- আরো পড়ুন:এইচএসসি ২০২২: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
(তোমারে) কইব কথা।
ক)কর্মে ৭মী
খ)কর্তায় ১মা
গ)কর্মে ২য়া (সঠিক উত্তর)
ঘ)করণে ২য়া
বাংলা ব্যাকরণ
০১। (বাঁশি) বাজে কোন ধরনের কর্তা?
- ক)কর্মবাচ্যের
- খ)ভাববাচ্যের
- গ)কর্ম -কর্তৃবাচ্যের (সঠিক উত্তর)
- ঘ)উদ্দেশ্যের
০২। (শিক্ষক) ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন-‘শিক্ষক’ শব্দটি কোন কর্তা?
- ক)মুখ্য কর্তা
- খ)প্রযোজক কর্তা (সঠিক উত্তর)
- গ)প্রযোজ্য কর্তা ’
- ঘ)ব্যতিহার কর্তা
বাংলা ব্যাকরণ
০৩। (সুখের চেয়ে) স্বস্তি ভালো
- ক)অপাদানে ৫মী (সঠিক উত্তর)
- খ)কর্মে ৫মী
- গ)করণে ৫মী
- ঘ)অধিকরণে ৫মী
০৪। Excise duty-র পরিভাষা কোনটি?
- ক)অতিরিক্ত কর
- খ)আবগারি শুল্ক (সঠিক উত্তর)
- গ)অর্পিত দায়িত্ব
- ঘ)অতিরিক্ত কর্তব্য
০৫। Intellectual শব্দের অর্থ কোনটি?
- ক)বুদ্ধিজীবী (সঠিক উত্তর)
- খ)বুদ্ধিমান
- গ)মেধাবী
- ঘ)মননশীল
০৬। Wisdom শব্দের বাংলা অর্থ
- ক)জ্ঞান
- খ)বুদ্ধি
- গ)মেধা
- ঘ)প্রজ্ঞা (সঠিক উত্তর)
০৭। অ -কার কিংবা আ -কারের পর ই- কার কিংবা ঈ -কার থাকলে উভয় মিলে কি?
- ক)ঈ -কার
- খ)উ -কার
- গ)ও -কার
- ঘ)এ -কার (সঠিক উত্তর)
বাংলা ব্যাকরণ
০৮। অ-বর্ণের পরে এ থাকলে উভয় মিলে কি হয়?
- ক)ও-কার
- খ)এ -কার (সঠিক উত্তর)
- গ)ঔ -কার
- ঘ)ঊ -কার
০৯। অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?
- ক)সব্যসাচী
- খ)প্রত্যুদগমণ
- গ)অকালবোধন (সঠিক উত্তর)
- ঘ)অবিমৃষ্যকারী
১০। অক্ষির সম্মুখে বর্তমান–এর সংক্ষেপণ হল
- ক)সম্মুখে
- খ)প্রত্যক্ষ (সঠিক উত্তর)
- গ)পরোক্ষ
- ঘ)চাক্ষুষ
১১। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে
- ক)অদ্যন্ত
- খ)মুর্খ্য
- গ)অনভিজ্ঞ
- ঘ)অবিমৃষ্যকারী (সঠিক উত্তর)
১২। অগ্রজ শব্দটির বিপরীত শব্দ
- ক)ভক্ত
- খ)অনুজ (সঠিক উত্তর)
- গ)অনুরক্ত
- ঘ)আরক্ত
১৩। অগ্রে জন্মগ্রহণ করেছে যে
- ক)অনুজ
- খ)বয়োজ্যেষ্ঠ
- গ)অগ্রজ (সঠিক উত্তর)
- ঘ)অগ্রগামী
- আরো পড়ুন: ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুদের প্রস্তুতি 2022
- আরো পড়ুন: বয়স কত আপনার?
- আরো পড়ুন: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
১৪। অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
- ক)তৎ+রূপ=তদ্রুপ
- খ)সম+তাপ=সন্তান
- গ)রাজ+নী=রাজ্ঞী (সঠিক উত্তর)
- ঘ)তদ+কাল=তৎকাল
১৫। অধমর্ণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক)অধম+র্ণ
- খ)অধম+ঋণ (সঠিক উত্তর)
- গ)অধ+মর্ণ
- ঘ)অধম+ইর্ণ
১৬। অধিকরণ কাকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
- ক)ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
- খ)কাজের পরিচয় ফলে বোঝা যায়
- গ)ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
- ঘ)আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস (সঠিক উত্তর)
১৭। অধিকরণ কারক কয় প্রকার?
- ক)৩ প্রকার (সঠিক উত্তর)
- খ)৪ প্রকার
- গ)৫ প্রকার
- ঘ)৬ প্রকার
১৮। অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ
- ক)বাড়ি থেকে নদী দেখা যায় (সঠিক উত্তর)
- খ)তিনি ঢাকা থেকে এসেছেন
- গ)সোমবার থেকে পরীক্ষা শুরু
- ঘ)জমি থেকে ফসল পাই
১৯। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
- ক)ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
- খ)কাজের পরিচয় ফলে বোঝা যায়
- গ)ফুলের গন্ধে ঘুম আসে না এলা জেগে বই
- ঘ)আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস (সঠিক উত্তর)
- যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।