বিশ্বনবি ঘর থেকে বের হয়ে যেসব বিষয়ে আশ্রয় চাইতেন

জেনে নিন বিশ্বনবি ঘর থেকে বের হয়ে যেসব বিষয়ে আশ্রয় চাইতেন । প্রতিদিন কোনও না কোনও কাজে ঘর থেকে বাইরে বের হতে হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিভিন্ন কাজে ঘর থেকে বের হতেন। তিনি ঘর থেকে বের হওয়ার সময় সংক্ষেপে অনেকগুলো বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যা মুসলিম উম্মাহর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বিশ্বনবি ঘর থেকে বের হয়ে যেসব বিষয়ে আশ্রয় চাইতেন

হাদিসে ঘোষিত এসব আশ্রয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওঠে এসেছে। শুধু নিজের কল্যাণে নয় বরং নিজের দ্বারা যেন অন্যের ক্ষতিও না হয়; সে ব্যাপারেও আছে প্রার্থনা। হাদিসে পাকে এসেছে-



১. হজরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই আমার ঘর থেকে বের হতেন, তখন আকাশের দিকে মাথা তুলে বলতেন-

اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আউজুবিকা আন আদিল্লা আও আদাল্লা আও আযিল্লা আও আযাল্লা আও আজলিমা আও আজলামা আও আঝহালা আও ইউঝহালা আলাইয়্যা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে পথভ্রষ্ট করা বা পথভ্রষ্ট হওয়া থেকে আশ্রয় চাই। আরও আশ্রয় চাই গুনাহ করা বা গুনাহের দিকে ধাবিত হওয়া থেকে, অত্যাচার করা বা অত্যাচারিত হওয়া থেকে, অজ্ঞতা প্রকাশ করা বা মুর্খতার পাত্র হওয়া থেকে।’ (আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ)

এছাড়াও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য একটি দোয়া পড়তেন। যে দোয়া পড়ে ঘর থেকে বের হলে মানুষ ৩টি বিশেষ মর্যাদা পায়। তাহলো- হেদায়াত, নিরাপত্তা ও সুরক্ষা। হাদিসের বর্ণনাটি হলো-

২. হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলবে-

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’

অর্থ : আল্লাহর নামে ভরসা করছি; আল্লাহ ছাড়া কোনো অবস্থা বা কোনো শক্তি নেই।’

তখন তাকে বলা হয়-

  • তুমি হেদায়াত প্রাপ্ত হয়েছো;
  • তুমি রক্ষা পেয়েছো ও
  • তুমি নিরাপত্তা লাভ করেছো।


সুতরাং শয়তানরা তার থেকে দূর হয়ে যায় এবং অন্য এক শয়তান বলতে থাকে- ‘তুমি ওই ব্যক্তিকে কি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে!’ (আবু দাউদ, তিরমিজি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে ঘর থেকে বাইরে বের হওয়ার সময় উল্লেখিত দোয়া ২ টি পড়ার মাধ্যমে হেদায়াত, নিরাপত্তা ও সুরক্ষা পাওয়ার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত অন্যান্য সুবিধাগুলো পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

সালাতুত তাসবিহ পড়ার নিয়ম

ফজরের জামাত চলা অবস্থায় সুন্নত পড়া যাবে?

জেনে নিন ফজরের জামাত চলা অবস্থায় সুন্নত পড়া যাবে? আসুন এ বিষয়ে কোরআনে কি বলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *