ব্যবসায় টাকা বিনিয়োগের আগে নিজেকে যেসব প্রশ্ন করবেন

আমরা অনেকেই জানি না ব্যবসায় কিভাবে এবং কোথায় বিনিয়োগ করলে সেটা লাভজনক  হয়। এই কারণেই অনেকে ব্যবসায়ে বিনিয়োগ করে আগাতে পারে না। তাহলে চলুন ব্যবসায় টাকা বিনিয়োগের আগে নিজেকে যেসব প্রশ্ন করবেন । এ সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানি।

ব্যবসা যদি করে থাকেন, তাহলে তো এ কথা অবশ্যই শুনেছেন যে টাকা আসতে টাকা লাগে। অথবা টাকা ছাড়া টাকা হয় না। তো বিষয় একই যদি আয় করতে হয়, আগে বিনিয়োগ করতে হয়। তবে বিনিয়োগের সিদ্ধান্তটা খুব সহজ নয়। বিনিয়োগ করার আগে অবশ্যই ভাবতে হবে এই অর্থ ফেরত আসবে কি না। উদ্যোক্তাদের সহায়তাকারী ওয়েবসাইট অন্থ্রোপ্রনার জানিয়েছেন, নিজ ব্যবসায় বিনিয়োগের আগে কোন ৩ প্রশ্ন করবেন নিজেকে।


আরো পড়ুন: পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের গল্প
আরো পড়ুন: আলাদা আলাদা ৫ ধরণের সঞ্চয়পত্র কিনতে চাইলে যা করবেন
আরো পড়ুন: দেশে আস্থার অপর নাম সঞ্চয়পত্র


ব্যবসায় টাকা বিনিয়োগের আগে নিজেকে যেসব প্রশ্ন করবেন

লক্ষ্য নির্ধারণ

বিনিয়োগ করার আগে লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। টাকা ঢেলে আসলে কি পেতে চাচ্ছেন? সেটা অর্জন করতে কি কি দরকার হবে? টাকাগুলো কোন কোন খাতে খরচ করলে লক্ষ্যে পৌঁছানো যাবে? ছোট ছোট পথগুলো কোনটা কোন দিকে বাঁক নেবে? কোনও একটা বিফল হলে পরবর্তী পরিকল্পনা কি? সবকিছু যদি আগে থেকে পরিষ্কার না হয়, তবে সেখানে বিনিয়োগ করা যাবে না। বিনিয়োগের আগে লক্ষ্য নির্ধারণ করে সে পর্যন্ত প্রতিটা পথ খুব ভালো করে যাচাই করতে নিতে হবে।

নিজের সীমা যাচাই করা

পথ জানার পর পরের ধাপ হচ্ছে কিভাবে সেই পথ পাড়ি দেয়া যায়। ধরা যাক, একটা পথ পাড়ি দিতে হলে সপ্তাহে ৫০ ঘণ্টা কাজ করতে হবে। অথচ ব্যবসার সক্ষমতা রয়েছে মাত্র ১০ ঘণ্টা কাজ করার। এসব ক্ষেত্রে বিনিয়োগ না করাই ভালো। শুধু কাজের সীমা নয়, চিন্তার সীমাকেও বাড়িয়ে নিতে হবে।

নতুন উদ্যোগ বা ব্যবসায় নতুন এলে নিজের মধ্যেই অনেক দ্বিধা থাকে। এসব দ্বিধা দূর করে কিছু সাহসী পদক্ষেপ নিতে হবে। যেমন মূল্য ছাড় দিলে হয়তো লাভ কম থাকে। তবে এটা পরীক্ষিত যে মূল্যছাড়ে আয় কম হলেও ব্যবসার সফলতায় এটি প্রয়োজন। যদি লক্ষ্যের সাথে সীমার কোনও দ্বন্দ্ব না হয়, তবেই কেবল সামনে আগানো উচিত।


আরো পড়ুন: মুখের ব্রণ-দাগ দূর করবে পুদিনা পাতা
আরো পড়ুন: ব্রণের দাগ দূর করে ফলের খোসা
আরো পড়ুন: মানসিক চাপ থেকে হতে পারে ত্বকের সমস্যা


সহায়তার মাত্রা নির্ধারণ

যদি ব্যবসা একটা যাত্রা হয়, বিনিয়োগ একটা বাহন। এই বাহন দিয়ে আমরা এক অবস্থান থেকে আরেক অবস্থানে পৌঁছাই। এখন সেই পর্যন্ত পৌঁছাতে আমরা কতটা সহযোগিতা পেতে পারি, তাও নির্ধারণ করতে হবে বিনিয়োগের আগে। ধরুন আপনি একটি পণ্য কারওয়ান বাজার থেকে মিরপুরে নেবেন। এখন সেই পণ্যটা ভ্যানেও নিতে পারেন অথবা ট্রাকেও। জানতে হবে কতটা খরচ এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আছে। অথবা বেশি খরচ করে দ্রুত কাজ করলে কোনো সুবিধা পাওয়া যায় কি না। মোট কথা, বিনিয়োগ যদি সঠিক ফল দেয়, তবে সেই বিনিয়োগ করতে হবে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

উদ্যোক্তা মন যেভাবে গড়ে তুলবেন

উদ্যোক্তা হতে হলে যা যা প্রয়োজন

উদ্যোক্তা হতে হলে যা যা প্রয়োজন আসুন এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা যাক। উদ্যোক্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *