জেনে নিন ভারত ভ্রমণের সেরা স্থান সম্পর্কে। আসুন এ বিষয়ে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভ্রমণপিপাসুরা এখন সোলো ট্রিপ বা একা ভ্রমণে যেতেই বেশি আগ্রহী। অনেকেই বলেন, একক ভ্রমণে নিজেকে সময় দেওয়া যায়। এর ফলে উৎসাহবোধ ও নিজের প্রতি ভালোবাসাও বাড়ে। তবে একক ভ্রমণে গেলে আবার সুরক্ষা, খরচ ও যাতায়াতের সুবিধার কথাও মাথায় রাখা জরুরি।
- আরো পড়ুন: প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন ‘বাংলার দার্জিলিং’
- আরো পড়ুন: বিশ্বের ভয়ংকর ৭ রেস্টুরেন্ট
- আরো পড়ুন: অপরাধী ও জেলখানা নেই যে দেশে!
তাহলে চলুন জেনে নেওয়া ভারত ভ্রমণের সেরা স্থান সম্পর্কে:
কসোল
হিমাচল প্রদেশের পার্বতী নদীর উপত্যকায় অবস্থিত ছোট্ট একটি জনপদ কসোল। ট্রেকিংয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য সেরা এই স্থান। একদিকে সুউচ্চ হিমালয়ের সৌন্দর্য ও অন্যদিকে পার্বতী নদীতে অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
জিরো
ভারতের অরুণাচল প্রদেশের সুবানসিঁড়ি জেলায় অবস্থিত এই জিরো উপত্যকা। অর্কিড ও সবুজ পাইনের পাশাপাশি উপত্যকাজুড়ে আছে ধানক্ষেত। নিভৃতে কয়েকদিন সময় কাটাতে চাইলে জিরো হতে পারে আদর্শ এক স্থান। সেখান থেকেও যেতে পারবেন ট্রেকিংয়ে।
গোয়া
জনপ্রিয় এক স্থান হলো গোয়া। অনেকেই বিভিন্ন সিনেমায় গোয়ার দৃশ্য উপভোগ করেছেন নিশ্চয়ই! একা ভ্রমণে আপনি গোয়াতেও যেতে পারেন। সেখান থেকেও কিন্তু নতুন বন্ধু খুঁজে পেতে পারে।
জিভি
সিমলা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত জিভি খুব একটা পরিচিত নাম নয়। শহুরে কোলাহল থেকে দূরে অবস্থিত জিভির মূল আকর্ষণ হলো গহীন অরণ্য ও জলপ্রপাত। মাত্র ৬ কিলোমিটার ট্রেক করলেই পৌঁছে যাওয়া যায় সেরলসার লেকে। যা আপনার নয়ন জুড়াবে।
হাম্পি
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত একটি পর্যটনস্থল হলো হাম্পি। এটি তুঙ্গভদ্রার তীরে অবস্থিত। যারা শিল্প ও ইতিহাস ভালবাসেন, হাম্পি ভ্রমণে তারা শিহরিত হবেন। সেখানে ৫০০ এরও বেশি ঐতিহাসিক স্থাপত্য আছে।
লাদাখ
যদিও একক ভ্রমণের জন্য লাদাখ সবচেয়ে কঠিন গন্তব্য। তবে যারা মোটরসাইকেলে লং ড্রাইভে যেতে পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে আদর্শ এক স্থান। সেখানে অনেকেই কারাকোরাম ও হিমালয়ের কোলে অবস্থিত সুউচ্চ গিরিপথগুলো ভ্রমণের স্বপ্ন দেখেন।
লাদাখে আরও আছে খারদুং লা, চাং লা, শিংখু লা, শিকপি লার মতো গিরিপথ। তবে অধিকাংশ স্থান এতোটাই দুর্গম যে একা লাদাখ ভ্রমণ বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সাথে আরো একজনকে নিনতেই পারেন!
দার্জিলিং
দার্জিলিংয়ের বিভিন্ন স্থানেও আপনি একা ভ্রমণ করতে পারেন। একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা আর অন্যদিকে টয় ট্রেনে বসে যাত্রা করা দুটোই উপভোগ করতে পারেন।
পুদুচেরি
১৯৫৪ সাল পর্যন্ত এই অঞ্চল ছিল ফরাসি উপনিবেশ। সেখানে গেলে ঐতিহাসিক ফরাসির ঐতিহ্যের ছাপ পাবেন। একক ভ্রমণে আগ্রহীরা এখানে স্কুটার ভাড়া করে নিজের মতো ঘুরে দেখতে পারেন অপূর্ব সমুদ্র সৈকত, চার্চ ও অসাধারণ সব রেস্তরাঁ।
- রো পড়ুন: সরকারি কর্মচারীরা রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের আইন (PDF)
- আরো পড়ুন: পর্নোগ্রাফি আইন সম্পর্কে আলোচনা ও বিচার
- আরো পড়ুন: দলিল ও খতিয়ান বিষয়ক আলোচনা
শান্তিনিকেতন
শান্তিনিকেত মানেই যেন এক শান্তির জায়গা। যাদের হাতে সময় কম অথচ নিভৃতে কয়েকটি দিন একা সময় কাটাতে চান, তাদের কাছে কোপাই, খোয়াই আর লাল মাটির উপরে শাল-পলাশের বন হয়ে উঠতে পারে সেরা এক স্থান। তাহলে আর দেরি কেন, পাশের দেশে গেলে এই কয়েকটি স্থান ঘুরে আসতে ভুলবেন না যেন!
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।