বিনোদন ডেস্ক :: প্রায় ১ মাস আগে ফেসবুকে পোস্ট দিয়ে মাহমুদ পারভেজ অপুর সাথে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছিল চিত্রনায়িকা মাহিয়া মাহি।
কিন্তু সংসার ভাঙার ঘোষণা দেয়ার পর গতকাল (রোববার ২০ জুন) থেকে নায়িকার নতুন করে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে মাহি বিয়ে করেছেন বলে সিনেমাপাড়ায়ও চলছে নানা আলোচনা। মাহির বিয়ের গুঞ্জন পৌঁছে গেছে মাহির সাবেক স্বামী অপুর কানেও।
সাবেক স্ত্রীর বিয়ের খবর শুনে তিনি সাংবাদিকদের বলেন, গতকাল (রোববার ২০ জুন) থেকে প্রচুর মানুষ আমাকে ফোন দিচ্ছে। সবাই এই কথাটাই বলছে। আমার আসলে বিষয়টি জানারও দরকার নাই।
‘তবে সত্যি সত্যি যদি মাহি বিয়ে করে থাকে আমার তরফ থেকে বড় করে একটা কনগ্র্যাচুলেশন জানিয়ে দেবেন। বলবেন, নব দম্পতিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা!’
তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেন মাহি। তিনি বলেন, ‘আমি বিয়ে করিনি, বিয়ের খবরটি একেবারে ভুয়া। তবে সে (রাকিব সরকার) আমার অনেক অনেক ভালো বন্ধু।’
আরো পড়ুন: ফ্রিল্যান্সিং কি ও কিভাবে করা যাবে?
এদিকে গতকাল (রোববার ২০ জুন) দুপুরে সাবেক স্বামী অপুর সাথে একটি ছবি পোস্ট করেন মাহি। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমি তো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না। সাথে জুড়ে দেন একটি দুঃখসূচক ইমোজি।
প্রসঙ্গত সিলেটের মাহমুদ পারভেজ অপুর সাখে বিগত ২০১৬ সালের ২৫ মে বিয়ে হয় মাহিয়া মাহির। ৫ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর কিছুদিন আগে একা থাকার সিদ্ধান্ত নেন ঢালিউডের জনপ্রিয় এ নায়িকা।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।