স্পোর্টস ডেস্ক :: কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচেই খেলেছে বাংলাদেশের প্লেয়ার সাকিব আল হাসান। তার মতো বাংলাদেশের আরেক জন তারকা মোস্তাফিজুর রহমানও খেলছে আইপিএল। অভিযান শুরু হবে প্রথম দিনের ম্যাচ থেকেই। রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছে কাটার মাষ্টার। টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজস্থানের নতুন দলপতি স্যাঞ্জু স্যামসন।
বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস-১।
দুই আসর পর আবার আইপিএলে ফিরছে মোস্তাফিজ। হায়দরাবাদ ও মুম্বাইয়ের পর রাজস্থান তাকে ভিড়িয়েছেন ভিত্তিমূল্য ভারতীয় এক কোটি রুপিতে। বিগত ২০১৬ সালে অভিষেক আইপিএলেই হায়দরাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল মোস্তাফিজের।
হায়দরাবাদে ১৬ ম্যাচে নেন ১৭ উইকেট, হন সেরা ইমার্জিং খেলোয়াড়। পরের মৌসুমে ক্লাবটির হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি। মুম্বাইয়ে খেলেছেন ৭ ম্যাচ, নেন সাত উইকেট। সব মিলিয়ে ২৪ উইকেট শিকার করেছে আইপিএলে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলেও এখানে ক্লিক করুণ।