যৌতুকের সর্বোচ্চ শাস্তি কি?

আসুন জেনে নেওয়া যাক যৌতুকের সর্বোচ্চ শাস্তি কি? চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। যৌতুক এক ধরনের সামাজিক ব্যাধি। যৌতুক নেওয়া দেশের আইন ও ইসলামে নিষিদ্ধ হলেও এখনো এই প্রথা রয়ে গেছে। ফলে প্রতিদিনই ঘটছে বিবাহবিচ্ছেদ ও নারী নির্যাতনের মতো ঘটনা। এখানেই শেষ নয়, হত্যার শিকার হচ্ছেন অনেক নারী।

যৌতুকের সর্বোচ্চ শাস্তি কি?

যৌতুকের সংজ্ঞা

বিয়ের সময় মেয়েপক্ষের কাছ থেকে ছেলেপক্ষের আর্থিক বা অন্য কোনো সুবিধা নেওয়াকে সাধারণত যৌতুক বলা হয়ে থাকে। তবে আইনে বিয়ের শর্ত হিসেবে বর বা কনেপক্ষের দাবিদাওয়াকে যৌতুক বলে।



১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিয়ের আগে ও পরে বা বিয়ে চলাকালে যে কোনো সময় যেকোনো সম্পদ বা মূল্যবান জামানত হস্তান্তর করে বা করতে সম্মত হওয়া। যৌতুক গ্রহণ ও যৌতুক প্রদান অপরাধ হিসেবে গণ্য হবে।

যৌতুকের শাস্তি

যৌতুক নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ বছর এবং সর্বনিম্ন এক বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। 

এগুলো দেখুন

কোম্পানী ও সমিতির আইন

কোম্পানী ও সমিতির আইন

কোম্পানী ও সমিতির আইন> কোম্পানী খোলতে চাচ্ছেন! কেমন হবে আপনার কোম্পানী, বীমা,নাকি, এনজিও,নাকি সমবায় সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *