রেমিট্যান্সের রেকর্ড মার্চে!

দুর্বা ডেস্ক :: মহামারি করোনা ভাইরাসের মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। সদ্য সমাপ্ত স্বাধীনতার মাস মার্চে প্রবাসীরা ১৯১ কোটি মার্কিন ডলারের (১.৯১ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছে। যা বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় ১৬ হাজার কোটি টাকা। যা ২০২০ সালের একই মাসের চেয়ে ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি।

অর্থাৎ ২০২০ সালের মার্চ মাসে ১২৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসে।

চলতি অর্থ বছরের আট মাসে (জুলাই-মার্চে) প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছে এক হাজার ৮৬০ কোটি ৩৮ লাখ ডলার বা এক লাখ ৫৮ হাজার কোটি টাকা। রেমিট্যান্স প্রবাহ চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে রিজার্ভ। সর্বশেষ ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ০৯ বিলিয়ন বা চার হাজার ৩০৯ কোটি ডলার।

সদ্য বিদায়ী মার্চ মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ১৩ লাখ ডলার আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪৩ কোটি ১৭ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি মার্কিন ডলার এবং একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে তিন কোটি ২৯ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এগুলো দেখুন

ফিন্যান্স কী জেনে নিন বিস্তারিত

ফিন্যান্স কী জেনে নিন বিস্তারিত

ফিন্যান্স কী জেনে নিন বিস্তারিত এ বিষয়। আসুন আজকে এ বিষয়ে আলোচনা করে বিস্তারিত জেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *