সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের গাইড লাইন 2021-22 পিডিএফ

সঞ্চয়পত্রে প্রাষ্ঠানিক বিনিয়োগ গাইড লাইন সম্পর্কে অনেকেরই অজানা। যার ফলে ইচ্ছে থাকার পরে অনেকে প্রাতিষ্ঠানিক ভাবে সঞ্চয়পত্রে করতে পারেন না, বিভিন্ন লোকজনদের সাথে আলাপ করার পরেও এ বিষয় সঠিক উত্তর দিতে পারেননি। তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন। যাতে করে মানুষ সহজে জেনে যেতে পারেন সঞ্চয়পত্র করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হয়।

সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের গাইড লাইন ২০২১
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-২০২১-২২ এর কর্মসম্পাদন সূচক ১.৪.১ এর আওতায় সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের বিষয়ে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।

এনএসসি টাওয়ার (১৮ তলা)

পুরানা পল্টন, ঢাকা-১০০০।

www.nationalsavings.gov.bd

নং-০৮.০৪.০০০.০১২.২২.০১৩(অংশ-১).২১-২১৮৭ তারিখ:০৮ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ

বিষয়ঃ সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের পাইডলাইন প্রেরণ প্রসংগে।

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-২০২১-২২ এর কর্মসম্পাদন সূচক ১.৪.১ এর আওতায় সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের বিষয়ে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে।

০২। এমতাবস্থায়, সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়ােগের বিষয়ে প্রস্তুতকৃত গাইড লাইন অনুসরণে বিনিয়ােগ নিশ্চিত করার জন্য গাইডলাইনটি এতদ্‌সংগে নির্দেশক্রমে প্রেরণ করা হলাে।

সংযুক্তিঃ বর্ণনামতে ০২ পাতা।

(মােঃ আমান উল্লা)

সহকারী পরিচালক (নীতি)

ফোনঃ ০২-২২৩৩৫৭৮০৪

ই-মেইলঃ adpolicy67@gmail.com

এখানে থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড করুন

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

কোম্পানী ও সমিতির আইন

কোম্পানী ও সমিতির আইন

কোম্পানী ও সমিতির আইন> কোম্পানী খোলতে চাচ্ছেন! কেমন হবে আপনার কোম্পানী, বীমা,নাকি, এনজিও,নাকি সমবায় সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *