স্পোর্টস ডেস্ক :: চলতি বছরের মৌসুমে কেকেআর প্রথম ম্যাচের টসে হারলো ৷ এই ম্যাচে প্রথমে ব্যাট করবে কলকাতা নাইট রাইডার্স। ফিল্ডিং করবে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে শুরু হবে এই ম্যাচ। এবারের আইপিএলে যেহেতু কোনো হোম ভেন্যু নেই তাই কলকাতা ও হায়দরাবাদের এই ম্যাচ হচ্ছে চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে। এই মৌসুমের প্রথম ম্যাচেই কলকাতার একাদশে আছে সাকিব আল হাসান।
এর মাধ্যমেই আবার কলকাতায় প্রত্যাবর্তন হয়েছেন সাকিবের। সাকিব এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলেছে আইপিএলে। এই ৬৩টি ম্যাচ খেলে তিনি করেছেন রান ৭৪৬। হাফসেঞ্চুরি করেছেন ২টি। আইপিএলে তার সর্বোচ্চ রান ৬৬। অন্যদিকে উইকেট নিয়েছে ৫৯টি। তার সেরা বোলিং ফিগার হলো ১৭ রানে ৩ উইকেট।
আইসিসির নিষেধাজ্ঞার কারণে আইপিএলের গেল আসরে খেলতে পারেননি সাকিব আল হাসান। এরপর তার পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ তাকে ছেড়ে দেয়। চলতি বছর হওয়া নিলামে সাকিবকেিআবার দলে ভেড়ায় কলকাতা। তাকে অবশ্য খুব সহজেই তারা পেয়ে যায়নি। সাকিবকে পেতে শাহরুখ খানের দলকে খরচ করতে হয় ৩ কোটি ২০ লাখ রুপি।