দুর্বা ডেস্ক :: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরেও সেমিফাইনালের টিকেট পেয়েছে ফেঞ্চ ক্লাব পিএসজি। মূলত অ্যাওয়ে গোল সুবিধা পেয়েই সেরা চারে নিজেরা জায়গা করে নিয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
আরো দেখুণ: তবু মনে রেখো – মুহাম্মদ আলমামুন আব্দুল্লাহ
আরো দেখুণ: করোনা VS পতিতা
আরো পড়ুণ: ইরানে সর্বোচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধি শুরু!
কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগের ম্যাচে বায়ার্নের মাঠে দাপুটে জয় তুলে ছিলো পিএসজি। টানটান উত্তেজনাপূর্ণ ঐ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে জিতে নেইমাররা। ফলে সেমিফাইনালে উঠতে ড্র কিংবা এক গোলে হারলেও সমস্যা হয়নি তাদের। আর দ্বিতীয় লেগে ১-০ গোলেই হেরেছে পিএসজি। আর তাই অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় শেষ হাসি হেসেছে তারা। এর আগের গত আসরের ফাইনালিস্ট ক্লাবটি।
পিএসজির ফেঞ্চ তারকা এমবাপ্পের নৈপুণ্যে ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগটি পায় পিএসজি। ডান দিক দিয়ে ফরাসি ফরোয়ার্ডের ডি-বক্সে ঢুকে নেওয়া শট দূরের পোস্টের পাশ দিয়ে বাইরে যায়।
৬ মিনিট পর তার গোলমুখে বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে ব্যর্থ হয়ে হতাশায় মুখ ঘুরিয়ে ফেলেন নেইমার। বল ক্লিয়ার করতে পারেনি ডিফেন্ডাররাও। মুহূর্ত বাদে ফাঁকায় বল দেখে ব্রাজিলিয়ান তারকা শট নেন ঠিকই, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঠেকিয়ে দেন গোলরক্ষক।
২৭তম মিনিটে আবারো হতাশ করেন নেইমার। ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ডান দিকে ফাঁকায় বল বাড়ান এমবাপে। সামনে একমাত্র বাধা গোলরক্ষক, কিন্তু মোক্ষম সুযোগ কাজে লাগাতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
অবশেষে ৪০তম মিনিটে গোলের দেখা পায়নি সফররত বায়ার্ন। ডেভিড আলাবার শট কেইলর নাভাস ঝাঁপিয়ে ঠেকালেও বল তার হাতে লেগে উপরে উঠে যায়। গোলমুখে ছুটে গিয়ে হেডে গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড।
এরপর পুরো ম্যাচেই বেশ কয়েকটি আক্রমণ করে দুই দলই। কিন্তু কোনো দলই কারো জালে বল পাঠাতে সক্ষম হয়নি। ফলে ১-০ গোল ব্যবধানেই শেষ হয়েছে দ্বিতীয় লেগের ম্যাচটি।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলেও এখানে ক্লিক করুণ।