জেনে নিন স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্টের সমস্যার সমাধান সম্পর্কে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। স্মার্টফোনের ফিচারের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট বেশ জনপ্রিয় একটি। দ্রুত স্ক্রিনের লক খুলতে ফিঙ্গারপ্রিন্ট সবচেয়ে কার্যকরী। এক টাচেই খুলে যাবে স্মার্টফোনের লক।
- আরো পড়ুন: গুগল ড্রাইভে তথ্য সংরক্ষন করবেন যেভাবে
- আরো পড়ুন: জিমেইল সুরক্ষিত রাখবেন যেভাবে
- আরো পড়ুন: অ্যাকাউন্ট হ্যাক হলে গুগলের সাহায্যে খুঁজে বের করার উপায়
সেই সাথে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্টই সবচেয়ে নিরাপদ। তবে মাঝে মাঝেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ঝামেলায় পড়তে হয়। কাজ করার সময় যদি হাত অপরিষ্কার, ভেজা বা ধুলাবালি থাকে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দেয়া কষ্টকর।
এছাড়া বিভিন্নভাবে যাদের আঙুলে ক্ষয় হয়েছে অর্থাৎ ছাপ অস্পষ্ট; তারাও সমাধানের কৌশল খুঁজছেন। আরো অনেক রকমের সমস্যা তো রয়েছেই। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সমস্যার সমাধান রয়েছে ২ টি। যা আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবতীয় সমস্যার সমাধান দেবে।
স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্টের সমস্যার সমাধান
> ফিঙ্গারপ্রিন্ট সেট করার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহারকারী বৃদ্ধাঙুলি ও তর্জনী ব্যবহার করেন। এই ২ আঙুল কাজে-কর্মে বেশি ব্যবহার হওয়ায় ক্ষয় হওয়ার পাশাপাশি অনেক সময় অপরিচ্ছন্নও থাকে। বিশেষকরে যারা টেকনিশিয়ান বা এ ধরনের কাজ করেন, তাদের ক্ষেত্রে এমনটি বেশি হয়। তাই তাদের ক্ষেত্রে বৃদ্ধাঙুলি ও তর্জনীর তুলনায় মধ্যমার ছাপ ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করাই সবচেয়ে ভালো উপায়।
- আরো পড়ুন: শরীর ঠিক রাখতে যে ৭ খাবার খাবেন
- আরো পড়ুন: শিশুদের মানসিক স্বাস্থ্যকে অবহেলা নয়
- আরো পড়ুন: পুদিনার ৮ অসাধারণ গুণ
> বেশিরভাগ ব্যবহারকারী ডিভাইসে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট সেট করার সময় পুরো আঙুলের ছাপ দেন। পরে প্রতিবার লক খোলার সময় স্বভাবসুলভভাবে আঙুলের ছাপের অংশের মাঝখানটা ব্যবহার করেন। এতেই বাধে বিপত্তি। তাই আঙুলের ছাপের যে কোনো পাশ ব্যবহারের অভ্যাস করতে পারেন। এর ফলে আঙুলের মূল অংশ ক্ষত থাকলেও ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে। এতে বারবার মূল অংশ ব্যবহার না করায় নতুন করে ক্ষয়ও হবে না।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।