টাঙ্গাইল প্রতিনিধি :: হেফাজত ইসলামের নেতা নুরুল ইসলাম নোমানিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল (সোমবার ২৬ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানান ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ‘নুরুল ইসলাম নোমানি বিগত ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনা ও সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে সহিংস বিক্ষোভের ঘটনার মতিঝিল থানার মামলার আসামি। তাঁকে এখন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।