দুধ-কলা একসাথে খেলে যে বিপদ হতে পারে!

জেনে নিন দুধ-কলা একসাথে খেলে যে বিপদ হতে পারে! আসুন এ সম্পর্কে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। স্মুদি ও মিল্কশেক তৈরিতে দুধ না হলে কী চলে? ঠিক যেমন, দুধ ও কলার মিল্কশেক প্রোটিনের দুর্দান্ত উৎস হিসেবে অনেকেই নিয়মিত খান। তবে আপনি জানেন কি, এমন কিছু খাবার আছে যেগুলো দুধের সাথে খাওয়া উচিত নয়। আপনি যদি দুধের সাথে কলা কিংবা অন্যান্য খাবার খাওয়ার পরপরই দুধ খান তাহলে শারীরিক সমস্যায় ভুগতে পারেন।



চলুন তবে জেনে নেওয়া যাক দুধ-কলা একসাথে খেলে যে বিপদ হতে পারে!

দুধ ও কলা

অবাক করা বিষয় হলেও সত্যিই যে, দুধ ও কলা শরীরের জন্য উপকারী হলেও একসাথে এই ২ টি খাবারের সংমিশ্রণে তা বিপজ্জনক হতে পারে। কারণ ২ টি উপাদানই প্রোটিনসমৃদ্ধ।

তাই দুধের সাথে কলার মিশ্রণ হজম হতে অনেক সময় লাগে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, গ্যাস্ট্রিক ও বদহজম এড়াতে এই ২ টি প্রোটিন সমৃদ্ধ খাবার একসাথে না খেয়ে বরং আলাদাভাবে গ্রহণ করা উচিত।

দুধ ও মাছ

২ ধরনের প্রোটিন একসাথে গ্রহণ করা উচিত নয়। ঠিক তেমনই মাছ খাওয়ার পরপরই দুধ গ্রহণ করবেন না। এতে পাচনতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়ে। মাছ প্রাণীজ প্রোটিন হলেও, দুধের প্রোটিনের সাথে মিলিত হলে এটি ভারসাম্যহীনতা তৈরি করে।

এ ছাড়াও মাছ খেলে শরীরের উত্তাপ বাড়ে, যা দুধের সাথে মিশে ও ভারসাম্যহীনতা তৈরি করে। এর ফলে পেটে অস্বস্তি, ফোলাভাব এমনকি ত্বকে অ্যালার্জির কারণও হতে পারে।

দুধ ও সাইট্রাস

টকজাতীয় খাবার খাওয়ার আগে বা পড়ে দুধ খাবেন না। টক খাবারে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিডের উপস্থিতি দুধকে জমাট বাঁধায়। এর ফলে অ্যাসিড রিফ্লাক্স, বুকজ্বালা ও পেট খারাপ হতে পারে। এমনকি অ্যালার্জি, বুকের কফ জমা ও সর্দি-কাশিও হতে পারে।

দুধ ও মুলা

মুলা খাওয়ার ঠিক পরেই দুধ পান করবেন না ভুলেও। এর কারণ হলো মুলা শরীরকে উষ্ণ করে দেয়। দুধের সাথে মুলা একত্রিত হলে গ্যাস্ট্রিক, অ্যাসিড রিফ্লাক্স ও পেটে ব্যথা হতে পারে। তাই এ দুটি খাবার গ্রহণের মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধান রাখা ভালো।

দুধ ও তরমুজ

তরমুজে প্রায় ৯৫ ভাগ পানি থাকে। যা মূত্রবর্ধক বৈশিষ্ট্য হিসেবে কাজ করে। তরমুজ খাওয়ার পরপরই যদি দুধ খান তাহলে শরীরে চর্বির সঙ্গে মিলিত হয়ে পাচনতন্ত্রে টক্সিন উৎপন্ন হতে পারে। এর ফলে অ্যালার্জি ও ডায়রিয়াও হতে পারে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

পেটে গ্যাসের সমস্যায় করণীয় কি? পেটের গ্যাস দূর করার উপায়!

পেটে গ্যাসের সমস্যায় করণীয় কি? পেটের গ্যাস দূর করার উপায়!

আসসালামুয়ালাইকুম অনেক রোগীই আমাদের কাছে আসেন পেটের সমস্যা নিয়ে পেট ফেঁপে থাকে ফুলে থাকে পেটে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *