জেনে নিন কিভাবে তৈরি করবেন ওটস কাটলেট রেসিপি। স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে ওটস-এর বিভিন্ন রেসিপি আমরা খেয়ে থাকি। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে ওটস-এর নানা রেসিপি বানানোর চেষ্টায় থাকেন, স্বাদে চান ভিন্নতা, তাদের জন্য আজকের রেসিপি ওটস কাটলেট। এটি খেতেও দারুণ। আজই ইফতারে রাখতে পারেন রেসিপিটি। চলুন জেনে নিই এই মজার ও স্বাস্থ্যকর ওটস কাটলেট রেসিপিটি কিভাবে বানানো যায়।
- আরো পড়ুন: রেসিপি: হালিম
- আরো পড়ুন: ইফতারে তিন পানীয় প্রাণ জুড়াবে
- আরো পড়ুন: রান্নায় তেলের ব্যবহার কমাবেন যেভাবে
ওটস কাটলেট তৈরি করতে যা যা লাগবে
১. ওটস- ১ কাপ
২. আলু- মাঝারি সাইজের ২টি
৩. গাজর- মাঝারি সাইজের ১ টি
৪. কাঁচামরিচ- ২ টি
৫. আদা- ১/২ টেবিল চামচ
৬. ধনেপাতা- ২ টেবিল চামচ
৭. হলুদ গুড়া- ১ চা চামচ
৮. জিরা গুড়া- ১ চা চামচ
৯. গরম মশলা- ১ টেবিল চামচ
১০. লেবুর রস- ১ টেবিল চামচ
১১. লবণ- স্বাদমতো
১২. ময়দা- ২ টেবিল চামচ
১৩. তেল- পরিমাণমতো
১৪. পানি- ১/৪ কাপ।
এছাড়াও কোটিং এর জন্য মুড়ির গুড়া কিংবা ওটস এর গুড়া ব্যবহার করতে পারেন।
- আরো পড়ুন: রেসিপি: জাফরানি চিকেন কোরমা
- আরো পড়ুন: রেসিপি: চিকেন ফ্রাই
- আরো পড়ুন: সামুদ্রিক খাবার গ্রহণে সতর্কতা
যেভাবে বানাবেন
প্রথমেই আলু ও গাজর সেদ্ধ করে নিন। গাজর সেদ্ধ না করে গ্রেট করেও নিতে পারেন। ওটস হালকা আঁচে হালকা বাদামী রঙ হওয়া পর্যন্ত রোস্ট করে নিন। খেয়াল রাখুন যাতে না পুড়ে যায়। আলু, গাজর, কাঁচা মরিচ অন্যসব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিন। স্বাদ বাড়ানোর জন্য ইচ্ছামতো মাংসও দিতে পারেন।
হালকা কিংবা বেশি নরম হয়ে গেলে ময়দার পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে পারেন। মুড়ি কিংবা ওটস দিয়ে কোটিং করে তেলে ভেজে নিন। গরম গরম টমেটো সস, চিলি সস দিয়ে পরিবেশন করুন মজাদার ওটস কাটলেট
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।