(PDF) অষ্টম শ্রেণি:মার্চেন্ট অব শেক্সপিয়ার‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মার্চেন্ট অব শেক্সপিয়ার‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের ‘মার্চেন্ট অব ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার‘ বহুনির্বাচনি প্রশ্নোত্তর’ ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচে লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।

  • মার্চেন্ট অব ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. ‘মার্চেন্ট অব ভেনিস’-এর অর্থ

ক ভেনিসের রাজপুত্র খ ভেনিসের সওদাগর
গ ভেনিসের প্রেমিক ঘ ভেনিসের নাবিক

২. শাইলক ছিল
ক ধর্মবিদ্বেষী খ বর্ণবিদ্বেষী গ মানববিদ্বেষী ঘ জাতিবিদ্বেষী

৩. অ্যান্টনিও-এর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষেÑ
ক পোর্শিয়া খ লরেঞ্জো গ ম্যালারিও ঘ নেরিসা

নিচের অংশটুকু পড় এবং ৪ থেকে ৬ নং প্রশ্নের উত্তর দাও :
অ্যান্টনিওর প্রতি প্রতিশোধ নেওয়ার এ সুবর্ণ সুযোগ শাইলক উপেক্ষা করতে চাইল না। একবাক্যে সে বাসানিওকে টাকা ধার দিতে রাজি হয়ে গেল।

মধুর কণ্ঠে বলল, অ্যান্টনিও যখন নিজেই জামিন থাকছেন তখন সুদের প্রশ্ন উঠে না। তবে কিনা একান্ত পরিহাসছলে একটা শর্ত লিখে দিতে হবে। নির্দিষ্ট সময়ে ধার পরিশোধে ব্যর্থ হলে জামিনদারের শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে দিতে হবে।

৪. বাসানিও-এর ঋণের জামিনদার কে?
ক লরেঞ্জো খ পোর্শিয়া গ নেরিসা ঘ অ্যান্টনিও

৫. শাইলক-এর চুক্তির শর্তে প্রকাশ পেয়েছে শাইলকের
র. প্রতিহিংসাপরায়ণতা রর. বিদ্বেষপূর্ণ মনোভাব
ররর. কুচক্রী দৃষ্টিভঙ্গি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ ররর ঘ র, রর ও ররর

৬. বাসানিওকে টাকা ধার দেওয়ার পেছনে শাইলকের মূল উদ্দেশ্যÑ
র. অ্যান্টনিওকে হেয় প্রতিপন্ন করা

রর. অ্যান্টনিও এবং বাসানিওর সম্পর্কে ফাটল ধরানো
ররর. তার জিঘাংসা চরিতার্থ করা

নিচের কোনটি সঠিক?
ক র খ রর ও ররর গ রর ঘ র ও ররর

৭. শাইলক কোন ধর্মাবলম্বী লোক ছিল?
ক ইসলাম খ হিন্দু গ খ্রিষ্টান ঘ ইহুদি

৮. বাসানিওকে টাকার ব্যবস্থা করে দেয়ায় প্রকাশিত হয়Ñ
র. অ্যান্টনিওর পরশ্রীকাতরতা রর. অ্যান্টনিওর উদারতা
ররর. অ্যান্টনিওর বন্ধুবাৎসল্য

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের শিক্ষণীয় বিষয়
র. হিংসার পরাজয় রর. মানবিকতার জয়
ররর. রক্ষণশীলতার পরাজয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১০. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প থেকে যে বিষয়টি অর্জন করতে পারি
র. হিংসার পরাজয় রর. মানবিকতার জয়
ররর. রক্ষণশীলতার পরাজয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

১১. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কোনটি?
ক ব্যবসায়িক প্রতিযোগিতা খ সাম্প্রদায়িক দ্বন্দ্ব
গ প্রেমের পরিণতি ঘ মানবিকতার জয়

১২. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পে একটা উচ্চ হাসির রোল পড়ে গেল কেন?
ক তরুণ উকিলের দক্ষতায় খ অ্যাংটির রহস্য উদ্ঘাটন হওয়ায়
গ অ্যান্টিনিওর মুক্তি পাওয়ায় ঘ শাইলক অপদস্ত হওয়ায়

১৩. ‘মোক্ষম’ শব্দের অর্থ কী?
ক বৃহৎ খ প্রবল গ আসল ঘ পূর্ণ

১৪. সুদখোর বুড়ো শাইলকের কথায় বাসানিও চমকে উঠল কেন?
ক বিনাসুদে টাকা দিতে রাজি হলো বলে
খ শাইলকের ব্যবহারের কথা ভেবে

গ অমানবিক শর্তের কথা শুনে
ঘ শাইলকের মধ্যে পরিবর্তন দেখে

১৫. ‘ধর্মাবতার, এখানে ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না’এর মধ্য দিয়ে শাইলকের কোন মনোভাব প্রকাশিত হয়েছে?
ক আত্মকেন্দ্রিকতা খ প্রতিশোধপরায়ণতা
গ মমত্বহীনতা ঘ স্বার্থপরতা

১৬. শাইলকের দাঁত দেখতে কেমন?
ক তামাটে খ লালচে গ চকচকে ঘ কালচে

১৭. দ্বিতীয় পেটিকা কে নির্বাচন করেছিল?
ক মরক্কোর রাজপুত্র খ গ্রাসিয়ানো
গ বাসানিও ঘ আরাগনের যুবরাজ

১৮. অ্যান্টনিওর ঘনিষ্ঠ বন্ধুর নাম কী?
ক বাসানিও খ শাইলক গ টম ঘ পোর্শিয়া

১৯. তরুণ উকিল পারিশ্রমিকস্বরূপ কী চেয়েছিল?
ক বাসানিওর আংটি খ স্বর্ণালংকার
গ তিন হাজার ড্যাকাট ঘ হিরার অলংকার

২০. ‘আপনে ঠিকই বলেছেন, উকিল সাহেব’Ñ এই ‘উকিল সাহেব’ প্রকৃতপক্ষে কে?
ক পোর্শিয়া খ নেরিসা গ বাসানিও ঘ লরেঞ্জো

২১. ‘মার্চেন্ট অব ভেনিস’ থেকে যে বিষয়টি অর্জন করতে পারিÑ
র. হিংসার পরাজয় রর. মানবিকতার পরাজয়
ররর. রক্ষণশীলতার পরাজয়

নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

২২. ভেনিস কোন দেশের শহর? (জ্ঞান)
ক ইতালি খ জার্মানি গ ইরান ঘ ইংল্যান্ড

২৩. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পটির লেখক কে? (জ্ঞান)
ক উইলিয়াম পিটার খ উইলিয়াম শেক্সপিয়ার
গ উইলিয়াম হান্টার ঘ জন কিটস

২৪. মার্চেন্ট কথাটির অর্থ কী? (জ্ঞান)
ক বণিক খ খরিদ্দার গ ভ্রমণকারী ঘ অবসর গ্রহণকারী

২৫. সিমন পারভেজ সবসময় অভাবগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়ান। ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের কোন চরিত্রটির সাথে তার মিল রয়েছে? (প্রয়োগ)
ক অ্যান্টনিও খ শাইলক গ পোর্শিয়া ঘ ডিউক

২৬. শাইলক জাতিতে কী ছিল? (জ্ঞান)
ক হিন্দু খ খ্রিষ্টান গ বৌদ্ধ ঘ ইহুদি

২৭. শাইলককে অ্যান্টনিও ঘৃণার চোখে দেখত কেন? (অনুধাবন)
ক বিধর্মী বলে খ বিত্তবান ছিল বলে
গ সুদের ব্যবসা করত বলে ঘ অ্যান্টনিওর সমালোচনা করত বলে

২৮. অ্যান্টনিও তরুণ উকিলকে পারিশ্রমিক হিসেবে কী দিলেন? (জ্ঞান)
ক তিন হাজার ড্যাকাট খ প্রচুর পরিমাণ স্বর্ণ
গ স্বর্ণের হার ঘ বাসানিওর হাতের আংটি

২৯. বিয়ের জন্য পোর্শিয়া মাত্র তিন জন প্রতিদ্বন্দ্বীকে বেছে নিয়েছিল কেন?(অনুধাবন)
ক বাবার নির্দেশ ছিল তাই খ তিন জনই তার যোগ্য ছিল তাই
গ অন্যরা গরিব ছিল বলে ঘ অন্যরা দেখতে অসুন্দর ছিল তাই

৩০. প্রথম কে সুসজ্জিত ঘরে প্রবেশ করেছিল? (জ্ঞান)
ক মরক্কোর রাজপুত্র খ বাসানিও
গ অ্যান্টনিও ঘ আরাগনের যুবরাজ

৩১. পোর্শিয়ার কার সাথে বিয়ে হয়েছিল? (জ্ঞান)
ক বাসানিও খ অ্যান্টনিও
গ মরক্কোর রাজপুত্র ঘ আরাগনের যুবরাজ

৩২. এত সুখের মধ্যেও একটি মর্মন্তুদ খবর রয়েছে। এ খবরটি কী? (উচ্চতর দক্ষতা)
ক অ্যান্টনিও মারা গেছে
খ অ্যান্টনিওর জাহাজগুলো ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে

গ শাইলক অ্যান্টনিওর হাত কেটে ফেলেছে
ঘ শাইলকের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে

৩৩. মাংস কাটার জন্য শাইলক কোথায় ছুরি শান দিতে লাগল? (জ্ঞান)
ক পাথরে খ হাতের তালুতে
গ জুতার তলায় ঘ বঁটিতে

৩৪. তরুণ উকিলের সাহায্যে অ্যান্টনিওর বিচারকার্য সমাধা হওয়ার মধ্যে উকিলের কোন গুণটি ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
ক বিচক্ষণতা খ সততা গ দয়াপ্রবণতা ঘ দানশীলতা

৩৫. ‘বীতশ্রদ্ধ’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক ভয়হীনতা খ আস্থাহীনতা
গ উদাসীনতা ঘ শ্রদ্ধাশীলতা

৩৬. পোর্শিয়া তার স্বামীকে কয় গুণ অর্থ দিয়ে ভেনিসে পাঠাল?
ক তিন গুণ খ ছয় গুণ গ নয় গুণ ঘ দশ গুণ

৩৭. শাইলকের মেয়ের নাম কী ছিল? [
ক জেসিকা খ পোর্শিয়া
গ নেরিসা ঘ গ্রাসিয়ানো

৩৮. লরেঞ্জো কে ছিলেন? [ভি. জে. সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা] ক শাইলকের ছেলে খ অ্যান্টনিওর পুত্র
গ অ্যান্টনিওর বন্ধুপুত্র ঘ বাসানিওর ছেলে

৩৯. ‘ড্যাকাট’ কী? [জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, সিলেট] ক ইতালীয় মুদ্রা খ জার্মানির মুদ্রা
গ ফ্রান্সের মুদ্রা ঘ সুইডেনের মুদ্রা

৪০. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের বিখ্যাত সওদাগরটি কে?
ক বাসানিও খ শাইলক গ অ্যান্টনিও ঘ গ্রাসিয়ানো

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৪১. অ্যান্টনিও ছিলেন (অনুধাবন)
র. হাসিখুশি রর. বন্ধুবৎসল ররর. অভাবী

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪২. শাইলক বাসানিওকে টাকা ধার দিতে রাজি হয়েছিল (উচ্চতর দক্ষতা)
র. সমস্যার গুরুত্ব উপলব্ধি করে রর. অ্যান্টনিওকে ফাঁদে ফেলার জন্য
ররর. কুৎসা রটানোর জন্য

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৩. পোর্শিয়ার বাছাইকৃত যুবকদের যে সুসজ্জিত ঘরে পাঠানো হয়েছিল সেখানে ছিল (অনুধাবন)
র. সোনার পেটিকা রর. রুপার পেটিকা ররর. সিসার পেটিকা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৪. বাসানিও অনেক চিন্তা করে জৌলুসহীন পেটিকাটি নির্বাচন করলেন। এর মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে (উচ্চতর দক্ষতা)
র. লোভহীনতা রর. ঝুঁকি নেয়ার মানসিকতা ররর. সততা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৫. ইহুদি শাইলক ছিল (অনুধাবন)
র. সুচতুর রর. কূটবুদ্ধিসম্পন্ন ররর. সুদখোর

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৬. পোর্শিয়া বিয়ের জন্য প্রাথমিকভাবে বাছাই করেছিলÑ
র. মরক্কোর যুবরাজকে রর. মিসরের ডিউককে
ররর. বাসানিওকে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪৭. পোর্শিয়া যেভাবে অ্যান্টনিওর জীবন রক্ষা করল এর মাধ্যমে প্রমাণিত হয় পোর্শিয়ার
র. আনুগত্য রর. বিচক্ষণতা ররর. বুদ্ধিমত্তা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও :
বন্ধুর বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে গিয়ে চরম পরীক্ষার সম্মুখীন হন হেমায়েত মল্লিক। কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শর্ত অনুযায়ী শত্রুপক্ষের সব শর্ত মেনে নেন।

৪৮. হেমায়েত মল্লিক ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেন? (প্রয়োগ)
ক শাইলক খ অ্যান্টনিও গ পোর্শিয়া ঘ বাসানিও

৪৯. উক্ত চরিত্রটির বৈশিষ্ট্য ছিল (উচ্চতর দক্ষতা)
র. বন্ধুবৎসল রর. দয়াপ্রবণতা ররর. উদাসীনতা

নিচের কোনটি সঠিক
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর

Download Free PDF

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

(PDF) অষ্টম শ্রেণি:মাইকেল মধুসূদন দত্ত‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মাইকেল মধুসূদন দত্ত‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মাইকেল মধুসূদন দত্ত‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর> অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের ‘মাইকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *