সাংবাদিক বহিষ্কার করে নিন্দার মুখে এপি

আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনকে সমর্থন জানানো সাংবাদিককে বহিষ্কার করে নিন্দার মুখে পড়েছেন বার্তা সংস্থা এপি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ইসরায়েলের বর্বরতার বিপক্ষে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর কারণে নারী সাংবাদিক এমিলি উইল্ডার কে চাকরি থেকে বহিষ্কার করে বার্তা সংস্থা এপি। বহিষ্কারের পর সারা বিশ্বের সাংবাদিকদের সমালোচনার মুখে পড়েছেন মার্কিন বার্তা সংস্থাটি।

ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম তাকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে। তিনি নিউইয়র্ক শহরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। ইসরায়েলের গণমাধ্যমগুলো অভিযোগ করে কলেজ জীবনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে উইল্ডার বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গার্ডিয়ানকে দেয়া এক স্বাক্ষাৎকারে এমিলি জানায় এপি কর্তৃপক্ষ টুইটারে পোস্ট কে কেন্দ্র করে তাকে বরখাস্ত করেছে কিন্তু কোন পোস্টটির জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি জানায়নি।

বিষয়টি নেতিবাচক বলছে বিশ্বের অনেক সাংবাদিক। এমিলি উইল্ডার ও বিষয়টি নিয়ে বলে এটি উদ্দেশ্যপ্রণোদিত।

 

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর

জেনে নিন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর সম্পর্কে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায়। একবিংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *