আবারো সংবাদযোদ্ধা গ্রেফতার: অনলাইন প্রেস ইউনিটির নিঃশর্ত মুক্তি দাবি

আবারো সংবাদযোদ্ধা গ্রেফতার: অনলাইন প্রেস ইউনিটির নিঃশর্ত মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার :: আকতারুজ্জামান সাগর। তিনি বাণিজ্য প্রতিদিন-এর বগুড়া জেলা প্রতিনিধি। বগুড়ায় স্বাস্থ্য স্বেচ্ছাসেবীদের সম্মানী প্রদানে হরিলুট বিষয়ক একটি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে।

সেটা চোখে পড়ে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক শামিমা আকতারের।

এতেই তিনি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। এর ৬ ঘণ্টার মধ্যে এই সাংবাদিক ভাই গ্রেফতার করেছে পুলিশ।

দেশের যেকোনো প্রান্তে এই আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করার বিষয়টি ইদানিং বেশ চোখে পড়ছে। অথচ এর চেয়ে বহুগুণ অপরাধ করেও ধরা-ছোঁয়ার বাইরে থাকছে দেশের বহু দুর্নীতিবাজ বা অপরাধী।

এমতবস্থায় অপরাধী-দুর্নীতিবাজদেরকে ধরে তাদের বিরুদ্ধে আইনের অপব্যবহার করে উল্টো সংবাদযোদ্ধাদেরকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের একমাত্র সক্রিয় অনলাইন সংবাদযোদ্ধা-সংবাদমাধ্যমের অধিকার আদায়ের সংগঠন অনলাইন প্রেস ইউনিটি।


আরো পড়ুন: লকডাউনের মধ্যেই হবে উপনির্বাচন


সংগঠনের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব পলাশ ভোমিক প্রমুখ অনতিবিলম্বে সংবাদযোদ্ধা সাগরকে নিঃশর্ত মুক্তি দিয়ে কালো আইন বাতিল করার দাবি জানান।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান দিল র‌্যাব স্টাফ রিপোর্টার :: ইউরোপ-অষ্ট্রেলিয়ার পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *