পোল্যান্ডে সাধারণত দুইটি সেমিস্টার হয়ে থাকে। উন্টার সেমিস্টার হয়ে থাকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি আর সামার সেমিস্টার হয়ে থাকে ফেব্রুয়ারি থেকে জুন। পোল্যান্ডের যেকোন বিশ্ববিদ্যালয় ভর্তি বা ওই দেশে ভিসা পেতে হলে প্রথমে প্রয়োজন যতেষ্ট কাগজপত্র। পোল্যান্ডের সেরা ১৫টি বিশ্ববিদ্যালয়ের তালিকা ও ভর্তির নিয়ম কানুন ভালো করে জেনে নিতে হবে আপনার।
যার মধ্যে অন্যতম হচ্ছে ভিসা ও এডমিশনের জন্য অবশ্যই আপনাকে IELTS এ ৬.৫ (Reading and Writing এ ন্যূনতম ৬.০) পেতে হবে। কারন এই দেশে প্রায় সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজী ভাষার কোর্স রয়েছে। আপনি পোল্যান্ডে যাবার জন্য প্রস্তুত নিতে চাইলে প্রথম থেকেই আপনি IELTS এ ৬.৫ (Reading and Writing সম্পর্কে জেনে নিতে পারেন।
ভর্তির আবেদন প্রক্রিয়া ও সেমিস্টার
পোল্যান্ডে ভর্তি আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রথমেই আপনাকে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে আবেদনের শেষ তারিখ ও ক্লাশ শুরু হবার তারিখ দেখে নেওয়া ভালো। এই দেশে ব্যাচেলর, মাস্টার্স কিম্বা পিএইহডি সবকিছু পড়ার সুযোগ রয়েছে।
- আরো পড়ুন: পোল্যান্ডে উচ্চশিক্ষাঃনিজের আবেদন নিজেই করুন
- আরো পড়ুন: পোল্যান্ডে উচ্চশিক্ষাঃ IELTS কি! কোথায় পরীক্ষা দিবেন
- আরো পড়ুন: গণিতে ভালো করার সহজতর কৌশল
ব্যাচেলর পড়তে কমপক্ষে এইচ, এস, সি, মাস্টার্স পড়তে কমপক্ষে ব্যাচেলর আর পিএইচডি কোর্সে আবেদনের জন্য আপনার মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। আবেদন করার কাগজপত্রের তালিকার পাশাপাশী বিশ্ববিদ্যালয়ের তালিকা নিচে দেওয়া হল।
এই দেশে পড়াশুনা করার জন্য কিছু জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের নাম নিচে দেওয়া হল
- ১। Academy of Business in Dąbrowa Górnicza
- ২। Adam Mickiewicz University in Poznań
- ৩। AGH University of Science and Technology
- ৪। Cardinal Stefan Wyszyński University in Warsaw
- ৫। Collegium Civitas
- ৬। Cracow University of Economics
- ৭। Cracow University of Technology
- ৮। Czestochowa University of Technology
- ৯। Gdansk University of Technology
- ১০। Graduate School for Social Research (GSSR)
- ১১। Jagiellonian University in Kraków
- ১২। Kielce University of Technology
- ১৩। Koszalin University of Technology
- ১৪। Kozminski University
- ১৫। Lazarski University Study in Poland
আবেদন করার কাগজপত্র ও যোগ্যতা
- সকল সার্টিফিকেট ও মার্কশীট
- এপ্লিকেশন ফি
- আইইএলটিএস স্কোর কপি (কমপক্ষে ৬.৫)
- আই ডি প্রুফ (এন,আই,ডি / জন্ম সনদ)
- এপ্লিকেশন ফর্ম ও ফটোগ্রাফ
- মাস্টার্সে আবেদনের জন্য, ব্যাচেলরের থিসিস
কখনো কখনো বিশ্ববিদ্যালয় থেকে নোটারীকৃত ডকুমেন্ট চাওয়া হয় অথবা প্রাক্তন শিক্ষা প্রতষ্ঠান থেকে অফিসিয়ালি জারীকৃত সার্টিফিকেট প্রয়োজন পরে।
- আরো পড়ুন: ই-কমার্স ব্যবসায়ী হতে যায় করবেন
- আরো পড়ুন: প্লাষ্টিকের বোতল থেকে বছরে আয় ৪০ কোটি টাকা!
- আরো পড়ুন: নতুন ব্যবসা শুরু করার প্রশিক্ষণ!
তাই, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট পড়ে জেনে নেওয়া উচিত হবে। আবার কখনো কখনো বিশ্ববিদ্যালয় থেকে Aptitude Test নেওয়া হয় কিছু কিছু সাবজেক্টের জন্য। যেমন, মাস্টার্স অব আর্টস, ফিজিক্যাল এডুকেশন, মেডিকাল ইত্যাদি।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।