(PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা,বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর

(PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা,বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর বাঙালির বাংলা> কাজী নজরুল ইসলাম>লেখক-পরিচিতি>  নাম কাজী নজরুল ইসলাম।

জন্ম পরিচয় জন্ম তারিখ: ২৪শে মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ (১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ)।
জন্মস্থান: বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম।
পিতৃ ও মাতৃ পরিচয় পিতার নাম : কাজী ফকির আহমদ; মাতার নাম : জাহেদা খাতুন।

শিক্ষাজীবন প্রাথমিক শিক্ষা: গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষালাভ; মাধ্যমিক : প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল, পরে মাথরুন উচ্চ ইংরেজি স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন।

কর্মজীবন/পেশা প্রথম জীবনে জীবিকার তাগিদে তিনি লেটো গানের দলে, রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। পরবর্তীতে পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসা ও সাহিত্য সাধন করেন।

সাহিত্য সাধনা কাব্যগ্রন্থ : অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, জিঞ্জীর, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাঁপা, ছায়ানট, সিন্ধু-হিন্দোল, চক্রবাক।

উপন্যাস: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। গল্প : ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, জিনের বাদশা। নাটক : ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে।

প্রবন্ধগ্রন্থ: যুগ-বাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী, ধূমকেতু। জীবনীগ্রন্থ : মরুভাস্কর [হযরত মুহম্মদ (স)-এর জীবনীগ্রন্থ] অনুবাদ : রুবাইয়াত-ই-হাফিজ, রুবাইয়াত-ই-ওমর খৈয়াম। গানের সংকলন : বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুলগীতি, সুরলিপি, গানের মালা, চিত্তনামা।

সম্পাদিত পত্রিকা: ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ।
পুরস্কার ও সম্মাননা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘জগত্তারিণী স্বর্ণপদক’ এবং ভারত সরকার প্রদত্ত ‘পদ্মভূষণ’ উপাধি লাভ। রবীন্দ্রভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডি.লিট ডিগ্রি প্রদান করে। তাছাড়া ১৯৭৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে ‘একুশে পদক’ প্রদান এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করে।

জীবনাবসান মৃত্যু তারিখ: ২৯শে আগস্ট, ১৯৭৬ খ্রিষ্টাব্দ; সমাধিস্থান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ।

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
লেখক-পরিচিতি

৮৬. কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় (অনুধাবন)

র. তিনি বিদ্রোহী মেজাজের ছিলেন বলে
রর. তিনি অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করতেন বলে
ররর. তাঁর কবিতায় অন্যায় ও পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয় বলে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৮৭. কাজী নজরুল ইসলাম সাহিত্যের যে শাখায় প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন (অনুধাবন)

র. সংগীত

রর. কবিতা
ররর. মহাকাব্য

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৮৮. কাজী নজরুল ইসলাম বাংলায় যা লিখে প্রশংসা অর্জন করেন (অনুধাবন)

  • র. গান
  • রর. গজল
  • ররর. সমালোচনা গ্রন্থ

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৮৯. কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ (অনুধাবন)

  • র. সাম্যবাদী
  • রর. সর্বহারা
  • ররর. রিক্তের বেদন

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯০. কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ (অনুধাবন)

  • র. সিন্ধু-হিন্দোল
  • রর. চক্রবাক
  • ররর. মৃত্যুক্ষুধা

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

মূলপাঠ

৯১. বাঙালির দিব্যশক্তি অন্ধকারাচ্ছন্ন। কারণ

  • র. তাদের কর্মশক্তির স্বল্পতা
  • রর. তারা জড়তা ও মৃত্যুভয়ে আড়ষ্ট
  • ররর. তারা অতিমাত্রায় অতিথিপরায়ণ

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯২. মানুষ অমৃতের পানে আনন্দের পথে যেতে বাধাগ্রস্ত হয়Ñ (অনুধাবন)

  • র. জড়তার কারণে
  • রর. অবিদ্যার কারণে
  • ররর. দিব্যশক্তির কারণে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৩. ক্ষাত্রশক্তি প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কারণ (উচ্চতর দক্ষতা)

  • র. এটি মানুষের আলস্য ও কর্মবিমুখতা দূর করে
  • রর. এটি মানুষের দেহ ও মনকে কর্মসুন্দর করে
  • ররর. এটি মানুষের জীবনী শক্তিকে চির জাগ্রত রাখে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৪. বাংলাকে সর্ব ঐশীশক্তির পীঠস্থান বলা হয় যে কারণে (অনুধাবন)

  • র. এখানে লক্ষ লক্ষ যোগী, মুনি, ঋষি, তপস্বীর পীঠস্থান
  • রর. সহস্র ফকির দরবেশ, অলি, গাজীর পবিত্র দরগা
  • ররর. এখানে বিভিন্ন ধর্মের লোক বাস করে বলে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৫. বাঙালি আজ সকলের চেয়ে দীন জাতিতে পরিণত হয়েছেÑ (অনুধাবন)

  • র. আলস্যের কারণে
  • রর. পৌরুষের অভাবের কারণে
  • ররর. অশিক্ষিত হওয়ার কারণে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৬. পৃথিবীর শ্রেষ্ঠতম গিরি হিমালয় পর্বতকে পৃথিবীর শ্রেষ্ঠ মুনি-ঋষি দেবীরা যা বলেন (অনুধাবন)

  • র. সর্ব পাপ ও পুণ্যের বিচারালয়
  • রর. সর্ব দৈবশক্তির লীলা-নিকেতন
  • ররর. সর্ব ক্ষমতার উৎস

নিচের কোনটি সঠিক?

  • ক র
  • খ রর
  • গ র ও রর
  • ঘ রর ও ররর

৯৭. বাঙালিদের বিদেশি দাসত্বের বিষয়টি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের প্রাবন্ধিকের ওপর যে প্রভাব ফেলে (উচ্চতর দক্ষতা)

  • র. ক্রোধে হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে
  • রর. সারা দেহমনে প্রলয়ের কম্পন আসে
  • ররর. সারা বক্ষ মন্থন করে অশ্রু আসে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৮. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে প্রবন্ধকার বাঙালিদের সম্পর্কে যে সত্য তুলে ধরেছেন (অনুধাবন)

  • র. মায়াময় অরণ্য বাঙালিদের স্নিগ্ধ শান্তশ্রী দেয়
  • রর. মৃত্যুভয় বাঙালিদের দুর্বল করে দেয়
  • ররর. বজ্রের বিদ্যুৎ দেখে বাঙালিরা নেচে ওঠে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

৯৯. বাঙালি জাতির তামসিকতায় আচ্ছন্ন হওয়ার ফলাফল হলো (উচ্চতর দক্ষতা)

  • র. তারা চেতনা শক্তি হারিয়ে ফেলেছে
  • রর. তারা ব্রহ্মশক্তি হারিয়ে ফেলেছে
  • ররর. তারা জ্ঞানশক্তি হারিয়ে ফেলেছে

নিচের কোনটি সঠিক?

  • ক র
  • খ রর
  • গ র ও রর
  • ঘ রর ও ররর

১০০. প্রবল ক্ষাত্রশক্তি দ্বারা সত্ত্বগুণের প্রধান শত্রু তমোগুণকে দমন করার ফলাফল হলো- (উচ্চতর দক্ষতা)

  • র. দেহ ও মনকে কর্মসুন্দর করে
  • রর. আলস্য ও কর্মবিমুখতা হ্রাস পায়
  • ররর. জীবনীশক্তিকে চির জাগ্রত রাখে

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০১. বাঙালি জাতি ক্ষাত্রশক্তিকে অবহেলা করার ফল হলো (উচ্চতর দক্ষতা)

  • র. দুর্গতির জীবন ভোগ করা
  • রর. অভিশপ্তের জীবন ভোগ করা
  • ররর. কর্মবিমুখ হওয়া জীবন

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০২. প্রাবন্ধিক যে কারণে রামা-গামাদের এদেশ থেকে তাড়াতে চান (অনুধাবন)

  • র. স্বদেশকে রক্ষা করার জন্য
  • রর. স্বদেশের সম্পদ রক্ষার জন্য
  • ররর. স্বদেশের সার্বভৌমত্বের অস্তিত্ব রক্ষার জন্য

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০৩. ‘হেথায় গ্রামে হয় আজানের সাথে শঙ্খঘণ্টার ধ্বনি’ উক্তিটি যে তাৎপর্য বহন করেÑ (উচ্চতর দক্ষতা)

  • র. সাম্প্রদায়িক মনোবৃত্তি
  • রর. অসাম্প্রদায়িক মনোবৃত্তি
  • ররর. সামাজিক ঐক্য

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

শব্দার্থ ও টীকা

১০৪. ‘তামসিকতা’ বলতে বোঝায় (অনুধাবন)

  • র. তমোগুণ বিশিষ্ট
  • রর. অজ্ঞানজনিত ভাব
  • ররর. ঘন অন্ধকারাচ্ছন্ন

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০৫. ‘সাত্ত্বিক’ শব্দটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে যে অর্থে ব্যবহৃত হয়েছে (অনুধাবন)

  • র. সত্ত্বগুণ সম্পর্কিত
  • রর. ফলের আকাক্সক্ষাবিহীন
  • ররর. ব্র‏হ্মজ্ঞানজনিত

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০৬. ‘জরা’ বলতে বোঝায় (অনুধাবন)

  • র. স্থবিরতা
  • রর. হতাশা
  • ররর. দুর্বলতা

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

পাঠ-পরিচিতি

১০৭. কাজী নজরুল ইসলামের মতে বাংলা (জ্ঞান)

  • র. মুনি, ঋষিদের পীঠস্থান
  • রর. ফকির, দরবেশের পীঠস্থান
  • ররর. ফরাসি, ভারতীয়দের কর্মস্থল

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০৮. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধ অনুযায়ী বাঙালি জাতির করণীয় (উচ্চতর দক্ষতা)

  • র. আলস্য ও কর্মবিমুখতা উপেক্ষা করা
  • রর. বিদেশি শক্তি প্রতিহত করা
  • ররর. উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

১০৯. বিদেশি শক্তি প্রতিহত করার জন্য বাঙালির করণীয় (উচ্চতর দক্ষতা)

  • র. আলস্যকে উপেক্ষা করে জেগে ওঠা
  • রর. সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করা
  • ররর. কর্মবিমুখতা উপেক্ষা করে জেগে ওঠা

নিচের কোনটি সঠিক?

  • ক র ও রর
  • খ র ও ররর
  • গ রর ও ররর
  • ঘ র, রর ও ররর

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর.. অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *