(PDF) অষ্টম শ্রেণি:সোহরাব রোস্তম এর সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:সোহরাব রোস্তম এর সৃজনশীল প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের ‘সোহরাব রোস্তম এর  সৃজনশীল প্রশ্ন ও উত্তর’ ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচে লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।

সোহরাব রোস্তম
মূল : মহাকবি আবুল কাসেম ফেরদৌসী
রূপান্তর : মমতাজউদদীন আহমেদ

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন -১ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
সোহরাব যন্ত্রণায় এবং ক্ষোভে ক্রন্দন করে বলল, শোনো ইরানি কাপুরুষ। তুমি অন্যায় যুদ্ধে প্রথম পরাজয়ে আমাকে প্রাণে বধ করলে।

কিন্তু এ সংবাদ যখন আমার বাবা জানতে পারবেন তখন তুমি সাগরের অতলেই থাকো, কিংবা আকাশে নক্ষত্রের মধ্যে পলায়ন করো, তিনি তোমাকে ক্ষমা করবেন না।

ক. রোস্তম যুদ্ধনীতির কোন বৈশিষ্ট্য ভঙ্গ করেছেন?
খ. সোহরাব যুদ্ধটিকে অন্যায় যুদ্ধ বলেছে কেন?

গ. উদ্ধৃতাংশে সোহরাবের সংলাপে রোস্তমের প্রতি যে বিশ্বাসের প্রতিফলন ঘটেছে, গল্পে রোস্তম চরিত্রে তার কতটুকু প্রকাশ ঘটেছে? বর্ণনা কর।
ঘ.উদ্ধৃতাংশের আলোকে রোস্তমের চরিত্র বিশ্লেষণ কর

১নং প্রশ্নের উত্তর

Download Free PDF

প্রশ্ন -২ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও
মহাবীর জুলভান বিভিন্ন যুদ্ধে বীরত্বের সাথে জয়লাভ করেছেন। পুত্রসন্তান না থাকায় তার মনে শান্তি ছিল না। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন একটি পুত্রসন্তানের জন্য।

অবশেষে তার ঘরে একটি ফুটফুটে পুত্রসন্তান জন্ম নেয়। জোতিষীরা ছেলের ভবিষ্যৎ গণনা করে বলেন, ছেলের আয়ু মাত্র পাঁচ বছর।

ক. ইতালির মুদ্রার নাম কী?
খ. তহমিনা রোস্তমকে কন্যা হওয়ার মিথ্যা সংবাদ দিল কেন?

গ. উদ্দীপকের ঘটনার সাথে ‘সোহরাব রোস্তম’ গল্পের যে ঘটনার মিল আছে তা তুলে ধর।
ঘ.‘মহাবীর জুলভান ও সোহরাব রোস্তম গল্পের পরিণতি এক নয়। Ñউক্তিটির সত্যতা নিরূপণ কর।

২নং প্রশ্নের উত্তর

Download Free PDF

প্রশ্ন -৩ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও
ছোটবেলা থেকেই মুশফিকের মধ্যে একটু ভিন্নতা চোখে পড়ে। অন্য শিশুদের মতো সে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। সারাদিন ছুটে বেড়ায় এদিক ওদিক।

নানাভাবে গায়ের শক্তি পরীক্ষা করে। একাই সে কয়েকজনের খাবার খায়। অল্প বয়সেই তাদের বাড়ির বড় ষাঁড়টিকে পোষ মানিয়ে ফেলে।

ক. সোহরাবের মায়ের নাম কী?
খ. শাম তার শিশুপুত্রকে আলবুরুজ পর্বতে ফেলে আসেন কেন?

গ. উদ্দীপকের মুশফিকের মাঝে ‘সোহরাব রোস্তম’ গল্পের রোস্তমের যে দিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ.উক্ত দিকটি রোস্তম চরিত্রের পূর্ণাঙ্গ পরিচয় নয়Ñ ‘সোহরাব রোস্তম’ গল্পের আলোকে বক্তব্যটি বিশ্লেষণ কর।

৩নং প্রশ্নের উত্তর

Download Free PDF

প্রশ্ন -৪ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও
নিজের স্বার্থরক্ষায় হীন কাজ করতে মানুষ পিছপা হয় না। মনির তাদেরই একজন। সে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তরুণ প্রতিদ্বন্দ্বী রিফাতকে হত্যা করে।

ক. রোস্তমের ঘোড়ার নাম কী?
খ. সোহরাব যুদ্ধটিকে অন্যায় যুদ্ধ বলেছিল কেন?

গ. উদ্দীপকের মনির ‘সোহরাব রোস্তম’ গল্পের কোন চরিত্রের পরিচয় বহন করে? ব্যাখ্যা কর।
ঘ.আত্মমর্যাদার অহমবোধই মানুষকে অন্যায় কাজ করতে উৎসাহিত করেÑ উদ্দীপক এবং গল্পের আলোকে বিশ্লেষণ কর।

৪নং প্রশ্নের উত্তর

Download Free PDF

প্রশ্ন -৫ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও
শারমিনের বিয়ের বছর দুয়েক পর স্বামী রহমান চলে যান বিদেশে। স্বামী বিদেশ যাবার কয়েক মাসের মাথায় শারমিন একটি কন্যা সন্তান জন্ম দেন।

স্বামীকে কন্যা সন্তান জন্মের কথা জানালে বিমর্ষ হন রহমান। তার আশা ছিল পুত্র সন্তানের। বেশ কয়েক বছর বিদেশ থাকার পর দেশে ফিরে আসেন রহমান। স্বচক্ষে নিজ কন্যা সন্তান দেখার পর সব দুঃখ বেদনা ভুলে যান।

ক. কে পাখির বাসায় বড় হতে লাগল?
খ. সোহরাব রোস্তমকে ‘কাপুরুষ’ বলল কেন?

গ. উদ্দীপকটি ‘সোহরাব রোস্তম’ গল্পের কোন দিকটিকে নির্দেশ করে, তা ব্যাখ্যা কর।
ঘ.“উদ্দীপকের রহমানের মতো রোস্তমকে সন্তান জন্মের সত্য ঘটনা জানানো হলে ‘সোহরাব রোস্তম’ গল্পের পরিণতি ভিন্ন হতো।” বিশ্লেষণ কর।

৫নং প্রশ্নের উত্তর

Download Free PDF

প্রশ্ন-৬ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও
শকুন্তলার বসবাস ছিল গভীর বনে। শিকার করতে এসে শকুন্তলার রূপলাবণ্যে মুগ্ধ হয়ে রাজা দুষ্মন্ত তাকে বিয়ে করেন। রাজা দুষ্মন্ত একদিন রাজকর্মের জরুরি প্রয়োজনে শকুন্তলাকে ফেলে চলে এলেন নিজ রাজ্যে।

কাজের চাপে ভুলে গেলেন স্ত্রী ও সন্তানকে। কিছু কাল পরে শকুন্তলা রাজার মুখোমুখি হলে রাজা দুষ্মন্ত তাকে স্ত্রী পরিচয় দিতে অস্বীকার করেন।

ক. রোস্তমের মায়ের নাম কী?
খ. শাম কেন শিশুপুত্র জালকে আলবুরুজ পর্বতে রেখে এলেন?
গ. উদ্দীপকের রাজা দুষ্মন্তের সাথে ‘সোহরাব রোস্তম’ গল্পের যে চরিত্রের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা কর।
ঘ.‘তহমিনা যেন শকুন্তলার যথার্থ প্রতিনিধি’ তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৬নং প্রশ্নের উত্তর

Download Free PDF

প্রশ্ন-৭ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও
ইমনের পিতা হাজের আলী ইমনের জন্মের আগেই তার মাকে ফেলে নিরুদ্দেশ হয়েছে। এদিকে ইমন বড় হয়েছে। মোড়লের পক্ষের লোক হয়ে সে চর দখল করে।

এমনি এক লড়াইয়ে ইমনের লাঠির আঘাতে প্রতিপক্ষের হাজের আলী ধরাশয়ী হয়। হাজের আলী বিস্ময়ে জিজ্ঞাসা করে তুমি কে? কে তোমার পিতা? হাজের আলী সন্তানের পরিচয় পেয়ে তাকে বুকে জড়িয়ে ধরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ক. বীর রোস্তমের পিতামহের নাম কী?
খ. রোস্তম দ্বন্দ্বযুদ্ধে আপন পরিচয় গোপন করলেন কেন?

গ. উদ্দীপকের সাথে ‘সোহরাব রোস্তম’ গল্পের সাদৃশ্য-বৈসাদৃশ্য নির্ণয় কর।
ঘ.উদ্দীপকে পিতা-পুত্রের পরিচয় ও আর্তনাদের মধ্যে ‘সোহরাব-রোস্তম’ গল্পের বিষয়বস্তু ফুটে উঠেছেÑ বিশ্লেষণ কর।

৭নং প্রশ্নের উত্তর

Download Free PDF

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

(PDF) অষ্টম শ্রেণি:মাইকেল মধুসূদন দত্ত‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মাইকেল মধুসূদন দত্ত‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মাইকেল মধুসূদন দত্ত‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর> অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের ‘মাইকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *