(PDF) অষ্টম শ্রেণি: শেক্সপিয়ার জ্ঞানমূলক-অনুধাবনমূলক প্রশ্নোত্তর
অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের ‘মার্চেন্ট অব ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার‘ জ্ঞানমূলক-অনুধাবনমূলক প্রশ্নোত্তর’ ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচে লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
- মার্চেন্ট অব ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার
- অনুশীলনের জন্য দক্ষতাস্তরের প্রশ্ন ও উত্তর
- জ্ঞানমূলক ও অনুধাবনমূলক
প্রশ্ন ॥ ১ ॥ ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পটির রচয়িতা কে?
উত্তর : ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের রচয়িতা উইলিয়াম শেক্সপিয়ার।
প্রশ্ন ॥ ২ ॥ ভেনিসের মানুষ কাকে বরদাস্ত করতে পারত না?
উত্তর : ভেনিসের মানুষ সুদ ব্যবসায়ী শাইলককে বরদাস্ত করতে পারত না।
প্রশ্ন ॥ ৩ ॥ বাসানিও শাইলকের কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল?
উত্তর : বাসানিও শাইলকের কাছ থেকে তিন হাজার ড্যাকাট ধার নিয়েছিল।
প্রশ্ন ॥ ৪ ॥ মরক্কোর রাজপুত্র যে পেটিকাটি পছন্দ করেছিল তার ভিতর কী ছিল?
উত্তর : মরক্কোর রাজপুত্র স্বর্ণের পেটিকা পছন্দ করেছিল আর তার ভিতর ছিল মড়ার মাথার খুলি এবং উপদেশ বাণী লেখা একটি চিরকুট।
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মার্চেন্ট অব শেক্সপিয়ার‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মার্চেন্ট অব শেক্সপিয়ার‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:রোস্তম‘র অনুধাবনমূলক-দক্ষতাস্তরের প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:সোহরাব রোস্তম এর সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:সোহরাব রোস্তম এর ৬১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:মাইকেল মধুসূদন দত্ত‘বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) Class8:articles questions with answers(Part1)
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:অনুধাবনমূলক ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:রবিনসন ক্রুসো ডিফো‘র সৃজনশীল প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:রবিনসন ক্রুসো ড্যানিয়েল ডিফো‘র প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি: সৃজনশীল প্রশ্নব্যাংক ও উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:রাজকুমার ও ভিখারির ছেলে সৃজনশীল প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:রাজকুমার ও ভিখারির ছেলে বহুনির্বাচনি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:সৃজনশীল জ্ঞানমূলক ও প্রশ্নব্যাংক’র উত্তর (PDF)
প্রশ্ন ॥ ৫ ॥ জেসিকা কাকে বিয়ে করার জন্য পালিয়ে ছিল?
উত্তর : শাইলকের একমাত্র মেয়ে জেসিকা অ্যান্টনিওর বন্ধুপুত্র লরেঞ্জোকে বিয়ে করার জন্য তার সাথে পালিয়েছিল।
প্রশ্ন ॥ ৬ ॥ অ্যান্টনিও কোন ধর্মাবলম্বী?
উত্তর : অ্যান্টনিও খ্রিষ্টান ধর্মাবলম্বী।
প্রশ্ন ॥ ৭ ॥ বাসানিওকে টাকা ধার দিতে শাইলক কাকে জামিন রাখতে চাইল?
উত্তর : বাসানিওকে টাকা ধার দিতে শাইলক অ্যান্টনিওকে জামিন রাখতে চাইল।
প্রশ্ন ॥ ৮ ॥ বাসানিও শাইলকের কাছে কত ড্যাকাট ধার চেয়েছিল?
উত্তর : বাসানিও শাইলকের কাছে তিন হাজার ড্যাকাট ধার চেয়েছিল।
প্রশ্ন ॥ ৯ ॥ পোর্শিয়ার পরিচারিকার নাম কী?
উত্তর : পোর্শিয়ার পরিচারিকার নাম নেরিসা।
প্রশ্ন ॥ ১০ ॥ পোর্শিয়ার ছবি কোন পেটিকায় ছিল?
উত্তর : সিসার পেটিকায় পোর্শিয়ার ছবি ছিল।
অনুধাবনমূলক
প্রশ্ন ॥ ১ ॥ ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পে শাইলকের নীতি কেমন ছিল?
উত্তর : শাইলক সুচতুর ও অত্যন্ত কূটবুদ্ধিসম্পন্ন। সে ছিল সুদ ব্যবসায়ী।
সে মানুষকে বেকায়দায় ফেলে চড়া সুদে টাকা ধার দেয়। তার মধ্যে মানবিক করুণার সামান্যতম ছিটেফোঁটা নেই। সে অর্থের জন্য ঘৃণ্য সবকিছুই করতে পারে। মূলত তার নীতি ছিল অসৎ ও অমানবিক।
প্রশ্ন ॥ ২ ॥ চারদিকে অ্যান্টনিওর নামের প্রশংসা কেন?
উত্তর : অ্যান্টনিও পরোপকারী, বন্ধুবৎসল এবং সৎ চরিত্রের অধিকারী হওয়ায় চারদিকে অ্যান্টনিওর নামের প্রশংসা।
অ্যান্টনিও ইতালির ভেনিস শহরের একজন বিখ্যাত সওদাগর। মানুষ হিসেবেও সে যথেষ্ট ভালো। সে বিপদে আপদে সকলকে
সাহায্য করে, অভাবগ্রস্তদের অর্থ দিয়ে সাহায্য করে। বন্ধুদের সকল রকম বিপদে সে এগিয়ে আসে। সে খুবই মুক্তহস্তের লোক। তার কাছে কেউ সাহায্যের জন্য গেলে সে শূন্য হাতে ফেরায় না। এসব কারণেই অ্যান্টনিওর নামের প্রশংসা চারদিকে।
প্রশ্ন ॥ ৩ ॥ শাইলক অ্যান্টনিওকে পছন্দ করত না কেন?
উত্তর : সুদের ব্যবসায়ের ক্ষতি হওয়ার জন্য শাইলক অ্যান্টনিওকে পছন্দ করত না।
শাইলক ও অ্যান্টনিও একই শহরে বসবাস করত। শাইলক ইহুদি ধর্মের লোক ছিল। সে তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী অ্যান্টনিওকে পছন্দ করত না। কারণ, অ্যান্টনিরও উদারতা ও দানশীলতার কারণে তার সুদের ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়েছে।
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সাধারণ প্রশ্নোত্তর Download Free PDF
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:সৃজনশীল জ্ঞানমূলক ও প্রশ্নব্যাংক’র উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সাধারণ প্রশ্নোত্তর Download Free PDF
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:কিশোর কাজি প্রশ্নোত্তর Download Free PDF
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:“ভাব-সম্প্রসারণ“(PDF DOWNLOAD)
- উত্তর ডাউনলোড করুন> (PDF)অষ্টম শ্রেণি:সারাংশ ও সারমর্ম`লেখার নিয়ম বা কৌশল
- উত্তর ডাউনলোড করুন> (PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম‘ প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (51-84)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:প্রবন্ধের কীসের মতো (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:‘মানবধর্ম’সৃজনশীল প্রশ্নোত্তর
প্রশ্ন ॥ ৪ ॥ বুড়ো শাইলকের কথায় বাসানিও চমকে উঠল কেন?
উত্তর : টাকা ধার নিতে গিয়ে বুড়ো শাইলকের শর্ত শুনে বাসানিও চমকে উঠল।
বাসানিও বিপদে পড়লে অন্তরঙ্গ বন্ধু অ্যান্টনিওর কাছে সাহায্য নিতে আসে। অ্যান্টনিও উপায়ান্তর না পেয়ে কারও কাছে ধার
নেওয়ার কথা বললে বাসানিও শাইলকের কাছে অ্যান্টনিওর জামিনে টাকা ধার নিতে যায়। অ্যান্টনিওর জামিনের কথা শুনে শাইলক মুচকি হাসে এবং শর্ত দেয় যে, নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অ্যান্টনিওর শরীর থেকে শাইলককে এক পাউন্ড মাংস কেটে দিতে হবে। আর তা শুনে বাসানিও চমকে ওঠে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।