অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)

অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF) 

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থী: আজ বাংলা ১ম পত্রের ‘কিশোর কাজি’ (আরব্য উপন্যাস অবলম্বনে) গল্প থেকে সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচের লি:ক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন -১ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
আলী কোজাই নামে বাগদাদে এক লোক বাস করত। সে হজব্রত পালনের জন্য মক্কায় যাবার সময় জীবনের সঞ্চয় কলসিতে লুকিয়ে তার উপরে জলপাই ভরে বন্ধু নাজিমের কাছে রেখে গেল।

আলী কোজাই ফিরে এসে বন্ধু নাজিমের কাছ থেকে কলসি নিয়ে গিয়ে দেখল তাতে মোহর নেই, শুধু জলপাই আছে। আলী তখন কাজির দরবারে নালিস করলে কাজি নাজিমকে ডেকে জিজ্ঞাসা করলে নাজিম তার কলসি যথা নিয়মে ফেরত দিয়েছে বলল। আসলে আলীর সেই সঞ্চিত ধন অর্থাৎ মোহরগুলো পেয়ে নাজিম সিন্দুকে ভরে রেখে দিল।

ক. গল্পাংশ কোন দেশের পটভূমিতে রচিত?
খ. আলী মূল্যবান মোহরের উপর জলপাই রাখল কেন?
গ. উদ্ধৃতিতে বন্ধুর প্রতি নাজিমের আচরণের যৌক্তিকতা তুলে ধর।
ঘ.উদ্ধৃতির আলোকে আলী ও নাজিম চরিত্রের তুলনামূলক মূল্যায়ন কর।

১নং প্রশ্নের উত্তর>

Download Free PDF

প্রশ্ন -২ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও-
স্কুল থেকে ফেরার সময় আনিকা তার বান্ধবী মরিয়মের কাছ থেকে একটি বই ধার চেয়ে নেয়। বাসায় এসে বইটি খুললে সে এর ভেতর একটি পাঁচশত টাকার নোট পায়। কয়েক দিন পর বইটি ফেরত দিলেও লোভ সামলাতে না পেরে সে টাকাটা নিজের কাছে রেখে দেয়। মাস খানেকের মধ্যেই আনিকার মনে তীব্র অনুশোচনা জাগে। একদিন সে মরিয়মকে টাকাটি ফেরত দেয়।

ক. ‘কিশোর কাজি’ গল্পটি কোন উপন্যাস অবলম্বনে রচিত?
খ. খলিফা কেন বালকদের দিয়ে আলী ও নাজিমের বিচারটি করাতে চেয়েছিলেন?
গ. আনিকার টাকা ফেরত না দেওয়ার বিষয়টি ‘কিশোর কাজি’ গল্পের যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
ঘ.উদ্দীপকের আনিকা ‘কিশোর কাজি’ গল্পের নাজিমের চেয়ে উন্নত মানসিকতার অধিকারীÑ মন্তব্যটি সঠিক কিনা বিচার কর।

২নং প্রশ্নের উত্তর>

Download Free PDF

প্রশ্ন -৩ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
চোরের ভয়ে নিজের যৎসামান্য অলংকার শহরে বড় ভাইয়ের স্ত্রীর কাছে রেখে আসে আমেনা বেগম। প্রতিবেশীর বিয়েতে যাওয়া উপলক্ষে অলংকারগুলো চাইতে গেলে বড় ভাবী অনুরূপ ডিজাইনের ইমিটেশনের নকল গহনা আমেনার হাতে তুলে দেয়।

ক. খলিফা হারুন-অর-রশীদ কোথাকার শাসক ছিলেন?
খ. আলীর রেখে যাওয়া কলস থেকে নাজিমের স্ত্রী জলপাই খেতে চায়নি কেন?
গ. উদ্দীপকের বড় ভাবী ‘কিশোর কাজি’ গল্পের কোন দিকটিকে তুলে ধরেছে? ব্যাখ্যা কর।
ঘ.উদ্দীপকের আমেনা বেগম কি ‘কিশোর কাজি’ গল্পের আলী কোজাইয়ের প্রতিনিধিত্ব করে? যুক্তিপূর্ণ জবাব দাও।

৩নং প্রশ্নের উত্তর>

Download Free PDF

প্রশ্ন -৪ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও
একদা দুই জন মহিলা একই শিশুর মাতৃত্ব দাবি করে। হযরত সুলায়মান (আ.) সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, একটি শিশু অথচ দাবিদার দুই জন, ছুরি আনো শিশুটিকে কেটে দুই ভাগ করে দুই জনকে দিয়ে দিই। এ বলে তিনি ছুরি হাতে নিয়ে শিশুটিকে মাটিতে শুইয়ে দিয়ে দুই ভাগ করতে যখনই উদ্যত হলেন তখন একজন নারী কেঁদে বললেন,

আমার দাবি আমি ত্যাগ করলাম। শিশুটি অন্যজনকে দিয়ে দিন। তিনি বুঝতে পারলেন, ইনিই শিশুটির প্রকৃত মা। অতঃপর সুলায়মান (আ) শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দিলেন এবং অন্যজনকে শাস্তি দিলেন।

ক. হারুন অর-রশীদ কোথাকার শাসক ছিলেন?
খ. খলিফা ও উজির বিস্মিত হলেন কেন?
গ. উদ্দীপকটি ‘কিশোর কাজি’ গল্পের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ.উদ্দীপকটি ‘কিশোর কাজি’ গল্পের সমগ্র ভাবকে প্রকাশ করে কী? যুক্তিসহ উপস্থাপন কর।

৪নং প্রশ্নের উত্তর>

Download Free PDF

প্রশ্ন -৫ নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও
ফজলু শেখ তার গ্রামের বাড়ি থেকে একটি দুঃসংবাদ পেয়ে প্রতিবেশী ওসমানকে তার দোকানের সমস্ত দায়িত্ব দিয়ে চলে যান। দু’দিন পরে চলে আসবেন বলে গেলেও ফজলু শেখ আর ফিরে আসেননি।

প্রায় এক যুগ পর ফিরে এসে ফজলু শেখ তার দোকানের খোঁজ নিতে গিয়ে ওসমানের ব্যবহারে মুগ্ধ হন। ওসমান পরম যতেœ তার দোকানের দেখাশোনা করে ব্যবসা বহুগুণ বাড়িয়েছেন। এখন ওসমান ফজলু শেখকে তার দোকান ফিরিয়ে দিয়ে মুক্ত হতে চায়।

ক. নাজিম সোনার মোহর কোথায় লুকিয়ে রেখেছিল?
খ. আলী কলসের মোহরের ওপর জলপাই দিয়েছিল কেন?
গ. উদ্দীপকের কোন চরিত্রটি নাজিম চরিত্রের বিপরীত? বর্ণনা কর।
ঘ.“উদ্দীপকটি ‘কিশোর কাজি’ গল্পের খ-চিত্র মাত্র।” মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

Download Free PDF

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(PDF) অষ্টম শ্রেণি:মধুসূদন দত্ত‘সৃজনশীল প্রশ্ন ও উত্তর.. অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *