অষ্টম শ্রেণি:রাজকুমার ও ভিখারির ছেলে বহুনির্বাচনি প্রশ্নোত্তর(PDF)>
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
রাজকুমার ও ভিখারির ছেলে বহুনির্বাচনি প্রশ্নোত্তর
অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের ‘রাজকুমার ও ভিখারির ছেলে বহুনির্বাচনি প্রশ্নোত্তর’ ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচের লি:ক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
রাজকুমার ও ভিখারির ছেলে
মার্ক টোয়েন
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
অষ্টম শ্রেণি:রাজকুমার ও ভিখারির ছেলে বহুনির্বাচনি প্রশ্নোত্তর(PDF)>
১. টম কী রকম ছেলে?
ক ভ্রমণবিলাসী খ কল্পনাবিলাসী
গ দায়িত্বজ্ঞানহীন ঘ বিদ্যানুরাগী
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
রবির বাবা হতদরিদ্র মানুষ। পুত্রের প্রতি তার দয়া নেই। রবিকে দিয়ে কত বেশি কাজ করানো যায়, পয়সা রোজগার করা যায়, এই তার লক্ষ্য তাই সামান্য অবাধ্য হলেই সে রবিকে শাস্তি দেয়।
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:সৃজনশীল জ্ঞানমূলক ও প্রশ্নব্যাংক’র উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সাধারণ প্রশ্নোত্তর Download Free PDF
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:সৃজনশীল জ্ঞানমূলক ও প্রশ্নব্যাংক’র উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সাধারণ প্রশ্নোত্তর Download Free PDF
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:কিশোর কাজি প্রশ্নোত্তর Download Free PDF
- উত্তর ডাউনলোড করুন>(PDF) Class8:ইংরেজি ১ম পত্র, Unit–1, Lesson–05 প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) Class8:ইংরেজি ১ম পত্র, Unit–1, Lesson–04 প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) Class8:ইংরেজি ১ম পত্র, Unit–1, Lesson–03 প্রশ্নোত্তর
২. রবির পিতার সঙ্গে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কোন চরিত্রটির কোনো মিল নেই?
ক দারোয়ানের খ জন ক্যান্টির
গ ফাদার এন্ডুর ঘ সৈনিকের
৩. রবির বাবার সঙ্গে ক্যান্টির বাবার যে মিল লক্ষ করা যায় তাহলোÑ
ক উভয়েই শিক্ষিত খ উভয়েই বেকার
গ উভয়েই নিষ্ঠুর ঘ উভয়েই বেহিসেবি
৪. নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’ Ñউদ্ধৃতাংশের সাথে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কোন চরিত্রের মনোভাবের মিল রয়েছে?
ক এডওয়ার্ড খ হাটফোর্ড গ এন্ড্রু ঘ দারোয়ান
৫. রাজপ্রাসাদে ঢুকে টম রাজকুমারের কথা বিশ্বাস করতে পারছিল না কেন?
র. রাজকুমারের ঔদার্যতা দেখে
রর. তার প্রতি রাজকুমারের যতেœর কারণে
ররর. দারোয়ানের সাথে টমের অভিজ্ঞতার কারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬. চোরের দলের মাতবর রাজকুমারকে কী নাম দিয়েছিল?
ক টম ক্যান্টি খ হিউগ্স গ ফুফু দি ফাস্ট ঘ এডওয়ার্ড
৭. টম ক্যাটি রাজা হওয়ার পর নরফোকের রাজার মৃত্যুদ- তুলে নেওয়ায় তার চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলোÑ
ক দূরদর্শিতা খ মহত্ত্ব গ রাজকীয়তা ঘ ভালোবাসা
৮. রাজা এডওয়ার্ডের রাজত্ব কেমন ছিল?
ক নিষ্ঠুরতার খ সহজ ও সরল গ ন্যায় ও শান্তির ঘ আভিজাত্যসম্পন্ন
৯. ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’ এর মূলভাবের সঙ্গে কোন গল্পটি সাদৃশ্যপূর্ণ?
ক কিশোর কাজী খ সোহরাব রুস্তম
গ রবিনসন ক্রুশো ঘ রাজকুমার ও ভিখারির ছেলে
১০. রাজকুমার দরিদ্র টমের পোশাক পরেছিল কেন?
ক কৌতূহল মেটাতে খ সৌজন্যতা দেখাতে
গ বন্ধুত্ব গড়তে ঘ দরদ বোঝাতে
১১. রাজপ্রাসাদের সৈনিকের দেহ তল্লাশি করে কী পাওয়া গেল?
ক সিল খ পত্র গ মুদ্রা ঘ পিস্তল
১২. সৈনিক মিল্স হেনডেনের পুরোনো চাকরের নাম কী?
ক হিউগ খ এন্ড্রু গ এডিথ ঘ হাটফোর্ড
১৩. ‘সরাইখানা’ অর্থ কী?
ক ঘর খ পান্থশালা গ শিক্ষালয় ঘ রান্নাঘর
১৪. রাজকুমার ও টম কী বদল করেন?
ক বাঁশি খ আংটি গ পোশাক ঘ জুতা
১৫. আসল রাজকুমার প্রমাণের জন্য কী পরীক্ষা ছিল?
ক লোহার পেরেক পরীক্ষা খ ছোট সিলটির সন্ধান
ঘ বড় সিলটার সন্ধান ঘ গুপ্ত আলমারির সন্ধান
১৬. রাজকুমার ও টম কী বদল করেছিল?
ক পোশাক খ আংটি গ জুতা ঘ তরবারি
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ নং প্রশ্নের উত্তর দাও :
সিডরে এক বন কর্মকর্তার ছেলে হারিয়ে এক গরিব কাঠুরিয়ার ঘরে আশ্রয় পেয়ে পুত্রবৎ লালিত-পালিত হয়। বহুদিন পর কাঠুরিয়ার সাথে বনে কাঠ কাটতে গেলে ঐ বন কর্মকর্তার সাথে পুত্রের পরিচয় হয় এবং সে পিতার সাথে বাড়ি ফিরে যায়।
১৭. উদ্দীপকে বন কর্মকর্তার ছেলের সাথে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের রাজার ছেলের সাদৃশ্য রয়েছেÑ
র. দুজনই প্রকৃত পরিচয় থেকে বিচ্ছিন্ন
রর. দুজনই অবহেলিত
ররর. দুজনই শেষে অভিভাবকদের চিনতে পারে
নিচের কেনটি সঠিক?
ক র খ রর গ ররর ঘ র ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও
বাবা-মায়ের আদরের ছেলেটিকে ঘরের বাইরে যেতে দেয়া হয় না। তার সমবয়সিরা যখন দৌড়ে এসে নদীতে ঝাঁপ দেয় তখন তারও ঝাঁপ দিতে ইচ্ছে করে। ছেলেটির সঙ্গে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে কার মিল পাওয়া যায়?
১৮. ছেলেটির সংগে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে কার মিল পাওয়া যায়?
ক টম খ সৈনিক গ হিউগ ঘ রাজকুমার
১৯. ছেলেটির ইচ্ছা ও রাজকুমারের ইচ্ছা কোন দিক থেকে এক?
ক স্বাধীন সজীবনের প্রতি আকর্ষণ খ অপরের জীবনের প্রতি আকর্ষণ
গ নদীকে ভালো লাগা ঘ দৌড়ানোর আনন্দ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটির লেখক কে? (জ্ঞান)
ক মার্ক টোয়েন খ ওয়াশিংটন আরভিং
গ লেভ টলস্টয় ঘ উইলিয়াম শেক্সপিয়ার
২১. টম ক্যান্টি কত শতাব্দীতে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক পঞ্চদশ খ ষোড়শ গ সপ্তদশ ঘ অষ্টাদশ
২২. টম ক্যান্টির জন্ম কোথায়? (জ্ঞান)
ক লন্ডনে খ ডান্ডিতে গ ইরাকে ঘ ইরানে
২৩. টম ক্যান্টি জন্মগ্রহণ করায় তার বাবা-মায়ের মুখে হাসি ফুটল না কেন? (অনুধাবন)
ক ছেলে জন্ম নেয়ায়
খ দরিদ্র হওয়ার কারণে
গ সন্তান জন্ম দেয়া অপরাধ ছিল বলে
ঘ অনেক সন্তান থাকার কারণে
২৪. টম ক্যান্টি লন্ডনের কোথায় জন্ম নিয়েছিল? (জ্ঞান)
ক রাজপ্রাসাদে খ বস্তিতে গ পাহাড়ে ঘ গ্রামে
২৫. টম ক্যান্টি বস্তির লোকের কাছে কী শিখেছিল? (জ্ঞান)
ক ভিক্ষা করা খ পড়াশোনা করা
গ চুরি করা ঘ নেশা করা
২৬. গরিব ছেলে মিল্টন ছোটবেলা থেকেই রাজকুমার হওয়ার স্বপ্ন দেখতে থাকে। ‘রাজকুমার ও ভিখারির’ ছেলে গল্পের কোন চরিত্রের সাথে তার সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
ক টম খ জন গ এন্ড্রু ঘ হাটফোর্ড
২৭. টম ক্যান্টি কী হওয়ার স্বপ্নে বিভোর থাকত? (জ্ঞান)
ক রাজা খ রাজকুমার গ সন্ন্যাসী ঘ বিজ্ঞানী
২৮. টম কীভাবে ঘুমাত? (জ্ঞান)
ক মাথার ওপর হাত রেখে খ বামদিকে কাত হয়ে
গ ডানদিকে কাত হয়ে ঘ নাকের মধ্যে প্রচণ্ড শব্দ করে
২৯. টমের বস্তিজীবনের কথা কে শুনেছিল? (জ্ঞান)
ক রাজকুমার খ হেনরি গ ফাদার এন্ড্রু ঘ জন
৩০. রাজকুমারের নাম কী ছিল? (জ্ঞান)
ক এডওয়ার্ড খ জন গ অ্যাডাম ঘ টম
৩১. ‘দূর হ ভিখারি এখান থেকে’ দারোয়ান এ কথা কাকে বলেছিল? (জ্ঞান)
ক টমকে খ রাজকুমারকে
গ জনকে ঘ এন্ড্রুকে
৩২. রাজকুমারকে ছেলেমেয়েরা পুকুরে ফেলে দিয়েছিল কেন? (অনুধাবন)
ক নিজেকে রাজকুমার পরিচয় দেয়ায় খ উচ্চস্বরে গান গাওয়ায়
গ উচ্চস্বরে কথা বলায় ঘ নিজেকে ভিখারি পরিচয় দেয়ায়
৩৩. ‘থামো, ছেলেটিকে মেরো না, সে অসুস্থ’ এ কথা কে বলেছিলেন? (জ্ঞান)
ক জন ক্যান্টি খ টমের মা খ ফাদার এন্ড্রু ঘ রাজকুমার
৩৪. ‘আমি আপনাকে দুঃখ দেয়ার জন্য দুঃখিত’ এ কথা কে বলেছিলেন? (জ্ঞান)
ক রাজকুমার খ টম গ ফাদার এন্ড্রু ঘ হেনরি
৩৫. ‘ক’ নামক একটি ছেলে নিজের পরিচয় দিতে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলল আমি জীবনে আপনাকে কখনো দেখিনি। ‘ক’ চরিত্রটির সাথে মিল রয়েছে গল্পের কোন চরিত্রটির? (প্রয়োগ)
ক টম ক্যান্টির খ রাজকুমারের গ জন ক্যান্টির ঘ ফাদার এন্ড্রুর
৩৬. ‘আমি আপনাকে দুঃখ দিতে চাইনি’ বাক্যটিতে প্রকাশ পেয়েছে (উচ্চতর দক্ষতা)
ক বিনয় খ একাগ্রতা গ অসহায়ত্ব ঘ দয়া
৩৭. টমের মাকে জন কী নির্দেশ দিয়েছিলেন? (জ্ঞান)
ক লন্ডন ব্রিজে উপস্থিত হতে খ রাজকুমারকে ছেড়ে দিতে
গ মন্দিরে গিয়ে প্রার্থনা করতে ঘ ঘরে বসে থাকতে
৩৮. রাজপ্রাসাদে কার করুণ অবস্থা হয়েছিল? (জ্ঞান)
ক টমের খ রাজকুমারের গ ফাদারের ঘ জনের
৩৯. লর্ড হাটফোর্ড কে ছিলেন? (জ্ঞান)
ক টমের চাচা খ রাজকুমারের চাচা
গ রাজকুমারের বাবা ঘ গির্জার ফাদার
৪০. রাজা কার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলেন? (জ্ঞান)
ক নরফোকের ডিউক খ এডওয়ার্ডের
গ টমের ঘ ফাদার এন্ড্রুর
৪১. রাজকুমারের কাছে রাজা কী রেখেছিলেন? (জ্ঞান)
ক সিল খ মোহর গ চাবি ঘ সিন্দুক
৪২. ‘আমি আপনার অধীনে একজন গরিব প্রজা’ এ কথা কে বলেছিল? (জ্ঞান)
ক টম খ জন গ সৈনিক ঘ এন্ড্রু
৪৩. ‘আমি আপনার অধীনে একজন গরিব প্রজা’ এ উক্তির মাধ্যমে টমের কোন গুণটির বহিঃপ্রকাশ ঘটেছে? (উচ্চতর দক্ষতা)
ক সাহসিকতা খ নম্রতা গ দৃঢ়তা ঘ একাগ্রতা
৪৪. টমকে পরীক্ষা করার জন্য কোন ভাষায় প্রশ্ন করা হয়েছিল? (জ্ঞান)
ক আরবি খ ইংরেজি গ ল্যাটিন ঘ ফারসি
৪৫. ‘আমার রাজত্ব হবে দয়ার, ক্ষমার’ একথা কে বলেছিল? (জ্ঞান)
ক টম খ রাজকুমার গ হেনরি ঘ লর্ড হাটফোর্ড
৪৬. টম কার মৃত্যুদণ্ডের আদেশ তুলে নিয়েছিল? (জ্ঞান)
ক ফাদার এন্ড্রুর খ নেরফোকের
গ লর্ড হাটফোর্ডের ঘ সৈনিকের
৪৭. রাজকুমারকে সৈনিক কোথায় নিয়ে গিয়েছিল? (জ্ঞান)
ক সরাইখানায় খ রাজপ্রাসাদে গ বস্তিতে ঘ মেলায়
৪৮. সৈনিক বলল, আমি তোমাকে বিশ্বাস করি। সৈনিকের এ বিশ্বাস কার প্রতি? (জ্ঞান)
ক টমের খ ফাদার এন্ড্রুর
গ রাজকুমারের ঘ জন ক্যান্টির
৪৯. ‘বদমাইশ’ লোক বলতে ‘রাজকুমার ও ভিখারির ছেলে গল্পে কাকে বোঝানো হয়েছে? (জ্ঞান)
ক জন ক্যান্টি খ সৈনিক
গ ফাদার এন্ড্রু ঘ হেনরি
৫০. হিউগস পেশায় কী ছিল? (জ্ঞান)
ক ভিক্ষুক খ কৃষিজীবী গ সৈনিক ঘ জেলে
৫১. রাজকুমার চোরদের কাছ থেকে পালিয়ে কার কাছে গিয়েছিল? (জ্ঞান)
ক হিউগসের খ ঋষিতুল্য সন্ন্যাসীর
গ সৈনিকের ঘ হেনরির
৫২. পিতার অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে মি. যোসেফ পুত্রকে আটকে রেখে শাস্তি দিতে চাইল। ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে কোন চরিত্রের সাথে যোসেফের সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
ক সৈনিক খ হাটফোর্ড খ সন্ন্যাসী ঘ জন ক্যান্টি
৫৩. হেনডন হলটি কার বাড়ি ছিল? (জ্ঞান)
ক টমের খ রাজকুমারের গ সৈনিকের ঘ সন্ন্যাসীর
৫৪. রাজকুমারকে প্রতি পদে পদে সাহায্য করেছিল কে? (জ্ঞান)
ক সৈনিক খ ভিক্ষুক গ সন্ন্যাসী ঘ ফাদার
৫৫. যুদ্ধে ভাইয়ের মারা যাওয়ার মিথ্যা সংবাদ প্রচার করে ভাইয়ের বাগদত্তা স্ত্রীকে বিয়ে করে জিউস। জিউসের চরিত্রের সাথে মিল রয়েছে কার? (প্রয়োগ)
ক হিউগের খ হিউজের গ সৈনিকের ঘ জন ক্যান্টির
৫৬. বেচারার রাজকীয় দুঃস্বপ্ন এখনও যায়নি? এ কথাটি কার সম্পর্কে বলা হয়েছে? (জ্ঞান)
ক টম ক্যান্টি খ জন ক্যান্টি গ রাজকুমার ঘ সৈনিক
৫৭. সৈনিকের বাগদত্তা স্ত্রীর নাম কী ছিল? (জ্ঞান)
ক এলিজা খ লেডি এডিথ
গ সাউদান ঘ অ্যাডা
৫৮. ‘আমি আপনার জন্য সমবেদনা অনুভব করছি’
লেডি এডিথের এই সমবেদনা কার জন্য? (জ্ঞান)
ক সৈনিকের খ মিলসের গ টমের ঘ রাজকুমারের
৫৯. রাজকুমার সৈনিককে কী উপাধিতে ভূষিত করেছিল? (জ্ঞান)
ক আরল খ গ্যারল গ জেব্রো ঘ আরণস্থ
৬০. ‘আরল’ কথাটির অর্থ কী? (জ্ঞান)
ক মহান খ বিশ্বাস গ ভীরু ঘ ন্যায়বান
৬১. পথে চলতে চলতে রাজকুমারের চোখে ধরা পড়েছিল? (অনুধাবন)
ক রাজ্যের যত অনাচার খ টম ক্যান্টির ধূর্ততা
গ বাবার কৃতকর্মের ফলাফল ঘ জন ক্যান্টির কাজের চিত্র
৬২. টম ভিড়ের মধ্যে কাকে দেখতে পেয়েছিল? (জ্ঞান)
ক রাজকুমারকে খ মাকে
গ বাবাকে ঘ ফাদার এন্ড্রুকে
৬৩. কীসের মাধ্যমে আসল রাজকুমারকে খুঁজে বের করা হয়েছিল? (জ্ঞান)
ক সিল কোথায় আছে তা জানার মাধ্যমে
খ ছোটবেলার গানের মাধ্যমে
গ বাবাকে চেনার মাধ্যমে
ঘ গুরুত্বপূর্ণ দলিল খুঁজে বের করার মাধ্যমে
৬৪. রাজপ্রাসাদের সিলটা কোন রঙের ছিল? (জ্ঞান)
ক লাল খ সোনালি গ গোলাপি ঘ হলুদ
৬৫. ‘আপনাকে সন্দেহ করার জন্য আমাকে ক্ষমা করুন হুজুর’কাকে সন্দেহ করা হয়েছিল? (জ্ঞান)
ক টমকে খ রাজাকে খ রাজকুমারকে ঘ ফাদার এন্ড্রুকে
৬৬. সৈনিকের নাম কী ছিল? (জ্ঞান)
ক হিউগ খ হিউজ গ মিলস ঘ হেলেন
৬৭. ‘এই ভিখারির বাচ্চা, সরে পড়’ উক্তিটি কার? (জ্ঞান)
ক লর্ড চ্যান্সেলরের খ হেনরির
গ দারোয়ানের ঘ হাটফোর্ডের
৬৮. নরফোস ডিউকের মৃত্যুদ- তুলে নিয়ে কে তাকে মুক্ত করল? (জ্ঞান)
ক রাজা এডওয়ার্ডকে খ টম ক্যান্টিকে
গ জন ক্যান্টিকে ঘ রাজকুমার এডওয়ার্ডকে
৬৯. রাজকুমার ও ভিখারির ছেলের পোশাক পরিবর্তন কী প্রকাশ করে?
ক অন্যের জীবনে আসক্তি খ সুন্দর পোশাকের কারণে
গ পরিবর্তনের বিশ্বাস ঘ জীবনে পরিবর্তন
৭০. রাজকুমার কেন সৈনিককে আরল উপাধিতে ভূষিত করে? (অনুধাবন)
ক মহানুভবতার পরিচয় পেয়ে
খ রাজকুমারকে প্রাসাদে পৌঁছে দেয় বলে
গ রাজকুমারকে অনেক টাকা দিয়েছে বলে
ঘ রাজকুমারের কথা বিশ্বাস করেছে বলে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭১. রাজা এডওয়ার্ডের রাজত্ব ছিল (অনুধাবন)
র. ন্যায়ের রর. শান্তির
ররর. ক্ষমার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭২. রাজ্য পরিচালনার দিক দিয়ে টম আর রাজকুমারের সাদৃশ্য পরিলক্ষিত হয় (প্রয়োগ)
র. কঠোরতা প্রদর্শনের দিক দিয়ে
রর. ক্ষমা করার মানসিকতার দিক দিয়ে
ররর. ন্যায় প্রতিষ্ঠার দিক দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৩. টম ক্যান্টির কর্মকা- এবং চরিত্রে পরিচয় পাওয়া যায় (উচ্চতর দক্ষতা)
র. ক্ষমার রর. একাগ্রতার ররর. সততার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৪. সৈনিকরূপী মিলসের কর্মকা-ে বহিঃপ্রকাশ ঘটে (উচ্চতর দক্ষতা)
র. মহানুভবতার রর. উদারতার
ররর. ক্ষমার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৫. মি. যোসেফ রাজ্যের ক্ষমতার ভার বহন করে দুঃখী মানুষের দুঃখ দূর করার পাশাপাশি অন্যায়কারীদের শাস্তি প্রদান করেন। রাজকুমারের যেসব চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে প্রতিফলিত হয়েছে (প্রয়োগ)
র. উদারতা রর. কঠোরতা ররর. ন্যায়পরায়ণতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৬. রাজকুমারকে যারা সাহায্য করেছিল
র. জন ক্যান্টি রর. সৈনিক
ররর. ফাদার এন্ড্রু
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
মৃত্যুদ-প্রাপ্ত আসামি মি. ‘ঢ’। কিন্তু মৃত্যুদ- দেয়ার আগেই রাজার মৃত্যু হলে ক্ষমতাপ্রাপ্ত ‘ণ’ তার মৃত্যুদ- মওকুফ করে দেন।
৭৭. ‘ণ’ চরিত্রটির সাথে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কোন চরিত্রটির মিল রয়েছে? (প্রয়োগ)
ক রাজকুমার খ টম ক্যান্টি
গ লর্ড হাটফোর্ড ঘ নরফোক
৭৮. উক্ত চরিত্রের কর্মকা-ে ফুটে উঠেছে (উচ্চতর দক্ষতা)
র. সততা
রর. উদারতা
ররর. সাহসিকতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
-
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:“ভাব-সম্প্রসারণ“(PDF DOWNLOAD)
- উত্তর ডাউনলোড করুন> (PDF)অষ্টম শ্রেণি:সারাংশ ও সারমর্ম`লেখার নিয়ম বা কৌশল
- উত্তর ডাউনলোড করুন> (PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম‘ প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (51-84)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:প্রবন্ধের কীসের মতো (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:‘মানবধর্ম’সৃজনশীল প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:‘মানবধর্ম’অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:মানবধর্ম‘‘ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর