বিনোদন ডেস্ক :: সময়টা দুর্দান্ত যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। ক’দিন আগেই অস্কারের চূড়ান্ত মনোয়ন ঘোষণার মঞ্চে ছিলেন। এবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাফটা অ্যাওয়ার্ডস এর অনুষ্ঠান মঞ্চে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
চলতি বছরে ৭৪তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা) এর মঞ্চে পুরস্কার প্রদানকারীদের নামের তালিকায় রয়েছে ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নাম। সদ্য ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা) কর্তৃপক্ষ অনুষ্ঠানের বিস্তারিত জানিয়েছে।
আগামী ১০ ও ১১ এপ্রিল লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। ঐ অনুষ্ঠানের মঞ্চে প্রিয়াঙ্কার সঙ্গে পুরস্কার প্রদানকারী হিসেবে যোগ দেবেন হিউ গ্র্যান্ট, টম হিডলস্টোন, জেমস ম্যাকাভয়দের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলিউড তারকারা।
এছাড়াও ফভ দিনেভর, সিন্থিয়া এরিভো, রিচার্ড ই গ্রান্ট, ডেভিড ওয়েলোও, পেড্রো পাস্কাল-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সব প্রখ্যাত ব্যক্তিত্ব।