দুর্বা ডেস্ক :: কোভিড-১৯ তে মারা গেছে ভারতীয় ক্রিকেটার পিযুশ চাওলার বাবা। গতকাল (সোমবার ১০ মে) ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানান চাওলা নিজেই।
তিনি লিখেছেন, গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমার প্রিয় বাবা প্রমোদ কুমার চাওলা গতকাল (সোমবার ১০ মে) পরলোক গমন করেছেন। তিনি কোভিড ও কোভিড-পরবর্তী জটিলতায় ভুগছিলো। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
উল্লেখ্য, সদ্য স্থগিত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন চাওলা। তার আগে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন।
চাওলার বাবার মৃত্যুতে সমবেদনা জানান ক্রিকেটার ইরফান পাঠান। সাবেক পেসার টুইটারে লিখেছেন, ‘আমার ভাল বন্ধু পিযুশ চাওলার বাবা প্রমোদ কুমার আর নেই।
তোমার এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। আশা করি ধৈর্যের সাথে তুমি এই কঠিন সময় কাটিয়ে উঠবে। প্রমোদ চাচা খুবই ভাল মানুষ ছিলেন। কোভিড আরেকটা জীবন কেড়ে নিল।’
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।