স্বাস্থ্য প্রতিনিধি :: ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত কোভিড-১৯ এর টিকা কেন্দ্রে বসে ছিলেন ড. আশফাকুস সালেহীন। তিনি শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। সঙ্গে ছিলেন তার সহধর্মিনী রশিদা খাতুন সেলি। ততক্ষণে তারা দুজনেই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে। পঞ্চাশ ঊর্ধ্ব বয়সী এই যুগল সাংবাদিকদের জানান, ‘ প্রথমবারে টিকা নিয়ে কিছুটা খারাপ লাগলেও দ্বিতীয় ডোজ নিয়ে ভালো লাগছে।’
ড. আশফাকুস সালেহীন বলেন, ‘প্রথমবারে যখন টিকা নিয়েছিলাম তখন দুই/তিন দিন জ্বর, মাথা ব্যথাসহ শরীর ব্যর্থার মতো প্রতিক্রিয়া ছিল। কিন্তু আজ দ্বিতীয় ডোজ নেয়ার পর ভালো লাগছে।’
তার সহধর্মিনী সেলিও জানান, একই রকম প্রতিক্রিয়া। বলেন, ‘কোনো রকম খারাপ লাগছে না। মনেই হচ্ছে না টিকা নিয়েছি। তবে প্রথম ডোজে কিছুটা প্রতিক্রিয়া অনুভূত হয়েছিল।’
একই কেন্দ্রে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিথিলাও কোভিড-১৯ এর টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে। তিনি বলেন, ‘প্রথমবার শারীরিক কিছু প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এমন অনেকেরই হয়েছিল জেনেছি। কিন্তু আজ দ্বিতীয় ডোজ নেয়ার পর এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া অনুভব করছি না ।’
ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ডা. তাসবীরুল হাসান জিহাদ বলেন, ‘আমিও কিছুক্ষণ আগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। একদম স্বাভাবিক লাগছে নিজেকে।’
ঢাকা মেডিকেল কলেজের টিকা কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা অব্দি ২’শও বেশি চিকিৎসকসহ ৪’শ জনকে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের সমন্বয়ক ডা. গোলাম রাব্বানী। আরেক সমন্বয়ক ডা. তাসনিনা জানান, এই কেন্দ্রে আজ (বৃহস্পতিবার) ৫’শ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
জানতে চাওয়া হলে কেন্দ্রের সমন্বয়করা বলেন, এখন অব্দি কেউ টিকা নেওয়ার পর তাদের কোনো প্রতিক্রিয়া হয়েছে বলে কেউ জানান নি। অনেকেই স্বাভাবিক লাগছে বলেও তাদের জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বরতরা।
টিকার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ‘টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া এমনই হওয়ার কথা।’
তিনি আরো বলেন, ‘কোভিড-১৯ এর এই টিকা নেওয়ার পর তেমন কোনো প্রতিক্রিয়া হওয়ার কথা না। এটা অনেক ভালো টিকা। প্রথমবার নেওয়ার পর কারো কারো জ্বর, শরীরে ব্যথা, বমিভাবের মতো সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তব এটা কোনো গুরুতর বিষয় নয়। প্রথমবার টিকা দেওয়ার পর যাদের গুরুত্বর প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাদের টিকা দেওয়া হবে না।
ঢাকা মেডিকেল কলেজসহ আজ (বৃহস্পতিবার) থেকে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে কোভিড-১৯ এর টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে প্রথম ডোজের কার্যাক্রমও চলমান।