চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত

বিনোদন প্রতিনিধি :: ঢাকাই সিনেমার চিত্রতারকা রিয়াজ করোনায় আক্রান্ত হয়েছে। মুম্বাইতে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেখানে যাওয়ার আগে করোনা পরীক্ষা করান তিনি। পরীক্ষার ফল আসতেই জানতে পারেন, তার করোনা পজেটিভ। আপাতত শুটিংয়ে যাওয়া হচ্ছে না তার।

রিয়াজ জানিয়েছেন, সে এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক কিছু জটিলতা রয়েছে। তাই বেশ সাবধানে চিকিৎসা নিতে হচ্ছে তার।

তিনি বলেন, ‘এখন যেহেতু অনেকে করোনায় আক্রান্ত। তাই হাসপাতালে পর্যাপ্ত সিটও নেই। সবকিছু ভেবে আমি বাসায় চিকিৎসা নিচ্ছি। আপাতত আইসোলেশনে আছি। হাসপাতালে থাকছি না বটে, কিন্তু সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছি।’

রিয়াজ আরো জানিয়েছেন, ‘ উপসর্গ নেই কোনো। তবে আমার সমস্যা হচ্ছে। শরীরে প্রচণ্ড ব্যথা। দুর্বলতাও আছে। ফুসফুস সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। তবে খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবেকরতেই পারছি।’

এগুলো দেখুন

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান

ধর্মের টানে অভিনয় ছেড়ে এখন সফল ব্যবসায়ী অ্যানী খান বিনোদন ডেস্ক :: মডেলিং, উপস্থাপনা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *