জন্মনিয়ন্ত্রণে ক’নডম কেন জনপ্রিয়?

জেনে নিন জন্মনিয়ন্ত্রণে ক’নডম কেন জনপ্রিয়? আসুন এ বিষয়ে আজবে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। জন্মনিয়ন্ত্রণের জন্য ক’নডম পদ্ধতি সবার কাছে পরিচিত। নানা কারণে এটির মাধ্যমে জন্মনিয়ন্ত্রণের সফলতার হার তুলনামূলক কম হলেও এটি জনপ্রিয় পদ্ধতি।



জন্মনিয়ন্ত্রণে কন’ডম কেন জনপ্রিয়?

এ ব্যাপারে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোসা.আফরোজা সরকার জলি বলেন, ১০০ দম্পতির মধ্যে ক’নডম ব্যবহারে জন্মনিয়ন্ত্রণে সফলতার হার ৮০ শতাংশের কাছাকাছি। বাকি ৫ থেকে ২০ শতাংশ সফল হন না। এরপরও এদেশে ক’নডম জনপ্রিয় হওয়ার অনেক কারণ আছে।

ক’নডম খুব সহজে পাওয়া যায়। তুলনামূলক দাম কম। এটি নষ্ট করা বা ডিসপজেবল সুবিধাজনক। এটি ব্যবহারে তেমন কোনও বিধির দরকার নেই। সামান্য কিছু কৌশল শিখলেই অনায়াসে ব্যবহার করা যায়।

বেরিয়ার পদ্ধতি হিসেবে ক’নডম ব্যবহারে জন্মনিয়ন্ত্রণে সফলতার হার অন্যান্য পদ্ধতিরে চেয়ে কম হলেও এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। এটিতে জন্মনিয়ন্ত্রণ ছাড়াও অনেকগুলো যৌ’ন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।



যৌ’নবাহিত রোগ সে’ক্সুয়ালি ট্রান্সমিটিভ ডিজিজের মধ্যে পেলভিক ইনফ্লামাটরি অন্যতম। পুরুষ থেকে এ রোগ নারী দেহে ছড়িয়ে তাদের ইন্টারনাল সংক্রমণ হয়। অথচ পুরুষ স’ঙ্গী ক’নডম ব্যবহার করলে নারীরা অনায়াসে রোগটি থেকে সুরক্ষিত থাকতে পারেন।

আবার সালভাইক্যাল বা জ’রায়ু ক্যান্সারে আমাদের দেশে অনেক নারীর মৃ’ত্যু হয়। নারীদের জ’রায়ু ক্যান্সারে আক্রান্তের হার অনেক বেশি। পুরুষ স’ঙ্গী ক’নডমে অভ্যস্ত হলে এ ধরনের দম্পতি সংক্রমণ থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

পেটে গ্যাসের সমস্যায় করণীয় কি? পেটের গ্যাস দূর করার উপায়!

পেটে গ্যাসের সমস্যায় করণীয় কি? পেটের গ্যাস দূর করার উপায়!

আসসালামুয়ালাইকুম অনেক রোগীই আমাদের কাছে আসেন পেটের সমস্যা নিয়ে পেট ফেঁপে থাকে ফুলে থাকে পেটে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *