প্রসেসর কাকে বলে – প্রসেসর সম্পর্কে A to Z জেনে নিন । আসুন আজকে এ বিষয়ে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রসেসর কাকে বলে – প্রসেসর এর নাম আশা করি সবাই শুনে থাকবেন। যেটি ডিভাইসের কোনও কাজ প্রসেস করার জন্য, ব্যবহৃত হয়। আজকের আর্টিকেল এ আমরা প্রসেসর কি, প্রসেসর এর কয়টি অংশ, প্রসেসর কিভাবে কাজ করে, কয়টি অংশ ও দাম কি এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত জানবো। তাই চলুন এক এক করে জেনে নেওয়া যাক।
- আরো পড়ুন: সফটওয়্যার কি – সফটওয়্যার কত প্রকার ও কি কি
- আরো পড়ুন: এন্টিভাইরাস কি – অ্যান্টিভাইরাসের সুবিধা ও কাজ
- আরো পড়ুন: ইন্টারনেট প্রটোকল কি ও ইন্টারনেট প্রটোকল’র কাজ
প্রসেসর কাকে বলে – প্রসেসর সম্পর্কে A to Z জেনে নিন
প্রসেসর কি?
আমরা জানি যে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট এই সমস্ত ডিভাইসগুলো সফটওয়্যার এবং হার্ডওয়ার মিলিত হয়ে তৈরি হয়। এই সমস্ত ডিভাইসে হার্ডওয়ার গুলিকে কাজ করানোর জন্য যে জিনিসটির প্রয়োজন হয় সেটি হল প্রসেসর।
যে সমস্ত Gadget গুলোকে নিয়ে, কোন ডিভাইস কাজ করে সেই ডিভাইসকে চালিত করার জন্য প্রসেসরের দরকার হয়। আমরা কম্পিউটার বা মোবাইলে সাহায্যের যে জিনিসটা করার চেষ্টা করি বা যে কমান্ড গুলো দিয়ে থাকি, সেই কমান্ড গুলোর সাহায্যে সফটওয়্যার, হার্ডওয়ার গুলোকে কাজ করায়। আর এই কাজের প্রসেস বা প্রক্রিয়াটি করে ডিভাইসের প্রসেসর।
প্রসেসর যত উন্নত হয় বা প্রসেসর যত ফার্স্ট হয়, কম্পিউটার বা মোবাইল ততো তাড়াতাড়ি কোন জিনিস, প্রসেস করতে পারে।
প্রসেসর কাকে বলে
সোজা কথায় বলতে গেলে, কম্পিউটার এবং মানুষের সাথে কানেকশন বা কমান্ড বোঝানোর জন্য যে জিনিসটি ব্যবহার করা হয় তাকে প্রসেসর বলে।
আমরা মাউস এবং কীবোর্ডের সাহায্যে কম্পিউটারে কোন কমান্ড দিই। এবং কম্পিউটার সফটওয়্যার এর সাহায্যে সেটিকে প্রসেসিং করে, হার্ডওয়ার কে কমান্ড অনুযায়ী কাজ করার পরামর্শ দেয়। সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর মধ্যে এই প্রসেসিং করার প্রক্রিয়াকে প্রসেসর বলা হয়।
মোবাইল প্রসেসর কাকে বলে
মোবাইলের অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার এর মধ্যে কানেকশন ঘটনার জন্য যে প্রসেসরের ব্যবহার করা হয় তাকে মোবাইল প্রসেসর বলে।
এখানে মোবাইলের সফটওয়্যার টি হল অ্যান্ড্রয়েড ও আইওএস। এই অ্যান্ড্রয়েড ও আইওএস এর মাধ্যমে মোবাইল টি হ্যান্ডেল করার কাজটি করে মোবাইল প্রসেসর।
কম্পিউটারের প্রসেসর কাকে বলে
কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়ার এর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য, যে প্রসেসরটি ব্যবহার করা হয়, তাকে কম্পিউটারের প্রসেসর বলে।
কম্পিউটারের মাউস, কীবোর্ড, টাচপ্যাড এর সাহায্যে সফটওয়্যারকে বার্তা পাঠানো হয়। এবং সফটওয়্যার হার্ডওয়্যারকে সেই কাজটি করায়।
প্রসেসর এর কয়টি অংশ
প্রসেসরের প্রধান অংশ ৫ টি। যেগুলো একই সময় আলাদা আলাদা কাজের হিসাবে ব্যবহৃত হয়।
সেগুলো হলো:
- Control Unit
- Cache Memory
- Arithmetic Logic Unit
- Registers
- Buses
- Clock
প্রসেসরের কাজ কি?
প্রসেসরের কাজ হলো ইউজারের কমান্ড গুলোকে কম্পিউটারকে দেওয়া এবং কম্পিউটারের রেজাল্ট ইউজারকে দেখানো। কম্পিউটারের পুরো প্রসেসিং এর কাজটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU দ্বারা করা হয়। সিপিইউ সফটওয়্যার এর সাহায্যে হার্ডওয়ার কে বিভিন্ন কাজ করার আদেশ দেয়।
আমরা কম্পিউটার কি মাউস কিবোর্ড এর সাহায্যে যে কমান্ডগুলো দিয়ে থাকি সেটিকে Input বলে। এবং কম্পিউটারে সেই কমেন্ট এর ভিত্তিতে যে রেজাল্ট আমাদের সামনে, মনিটর এবং প্রিন্টার এর সাহায্যে দেখায়, সেটি হলো Output।
ইনপুট এবং আউটপুট এর মধ্যে পুরো কাজটি সিপিইউ এর দ্বারা প্রসেসিং হয়।
প্রসেসর তৈরি করে এমন কিছু কোম্পানি
- Intel
- AMD
- Qualcomm
- Motorola
- Samsung
- IBM
কয়েকটি প্রসেসরের নাম
এখানে কয়েকটি প্রসেসরের নাম দেওয়া হলো। এইসমস্ত প্রসেসর যুক্ত ডিভাইস ব্যবহার করলে আপনার ডিভাইসের স্পিড এবং কার্যক্ষমতা বেশি হবে।
মোবাইলের জন্য ভালো প্রসেসর
- Apple A14 Bionic
- kirin 9000
- Snapdragon 888
- Snapdragon 865
- Dimensity 1000+
- Apple A13 Bionic
ল্যাপটপের জন্য ভালো প্রসেসর
- AMD Ryzen 9 5950X
- Intel Core i9-10900K Processor
- AMD Ryzen 9 5900X
- Intel Core i9-10850K Processor
- AMD Ryzen Threadripper 3960X
- Intel Core i7-10870H Processor
প্রসেসর এর দাম
আলাদা আলাদা ডিভাইসের জন্য, বিভিন্ন ধরনের প্রসেসর ব্যবহার করা হয়। সেই জন্য প্রসেসরের দাম আলাদা হয়। তবে যদি আপনি আলাদা করে ডিভাইসের স্পিড বাড়ানোর জন্য প্রসেসর কিনতে চান তাহলে, প্রসেসরের হিসাবে আপনাকে ৫ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে।
তবে বর্তমানে –
- AMD প্রসেসর এর মূল্য ৫ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।
- Intel Core i7 এর মূল্য ৩৬০০০ টাকা
- Intel Duel Core এর মূল্য ২৫০০ টাকা
- i9 এর দাম ১,৪৫,০০০ টাকা
প্রসেসর এর প্রকারভেদ
প্রসেসর সাধারণত ৪ টি ভাগে বিভক্ত। এবং এগুলোকে আলাদা আলাদা প্রসেসিং Core হিসাবে ভাগ করা হয়।
১. Single Core Processor – সিঙ্গেল কোর প্রসেসর কি
এই ধরনের প্রসেসর একই সময়ে, শুধুমাত্র একটি কাজ করতে পারতো। এই ধরনের প্রসেসর আজকের দিনে নেই বললেই চলে। এইগুলো ট্র্যাডিশনাল কম্পিউটারে ব্যবহার করা হত। যেখানে একটির বেশি কাজ একসঙ্গে করতে গেলে, কম্পিউটার হ্যাং হয়ে যেত।
২. Dual Core Processor – ডুয়েল কোর প্রসেসর কি
এই ধরনের প্রসেসর একই সময়ে, একসঙ্গে ২ টি কাজ করতে পারে। এই ধরনের প্রসেসরকে আলাদা আলাদা ২ টি core এ বিভক্ত করা থাকে। যাদের local cache এবং controller সিস্টেম আলাদা হয়। যার ফলে Dual Core Processor, একসঙ্গে ২ টি কাজ খুবই অল্প সময়ে সম্পন্ন করে।
৩. Quad Core Processor – কোয়ার্ড কোর প্রসেসর কি
এই প্রসেসর ৪ টি Core এ বিভক্ত থাকার কারণে, ৪ টি কাজ একই সময়ে করতে সক্ষম। যদি ৫ নম্বর কোন কাজের তথ্য আসে, তখন যে core টির কাজ সম্পন্ন হয়ে গেছে, সেটি অটোমেটিক্যালি কাজটি ধরে নেয়।
৪. Octa Core Processor – অক্টা কোর প্রসেসর কি
এই ধরনের প্রসেসর ৮ টির বেশি কাজ একসাথে করতে পারে। এই প্রসেসর multiprocessor architecture এর সাহায্যে design করা হয়েছে।
মোবাইলের মধ্যে একসঙ্গে অনেক কাজ করা হয়। তাই এটি প্রধানত মোবাইল ডিভাইসে ব্যাবহার করা হয়।
প্রসেসর কেনার আগে কি মাথায় রাখবেন
- প্রসেসর যেনো Quad Core এর ওপরে হয়।
- Intel বা Amd কোম্পানির প্রসেসর কেনার চেষ্টা করবেন।
- মোবাইল হলে Snapdragon প্রসেসর নেবেন।
- দাম সঠিক ভাবে যাচাই করবেন।
- গ্যারেন্টি এবং ওয়ারেন্টি দেখে নেবেন।
- প্রসেসর সম্পর্কে আরও কিছু প্রশ্নের উত্তর
১) প্রসেসর কোনটি ভালো?
বর্তমানে মোবাইলের জন্য ভালো প্রসেসর হলো – Qualcomm Snapdragon 888 এবং ল্যাপটপের জন্য intel Core i9।
২) প্রসেসর কোথায় যুক্ত থাকে?
প্রসেসর, সিপিইউ (Central Procesding Unit) এর মধ্যে থাকে।
৩) প্রসেসর কি নষ্ট হয়?
হ্যা প্রসেসর নষ্ট হয়। যেটি পরিবর্তন করে আপনার ডিভাইসের কার্যক্ষমতা বাড়াতে পারবেন।
৪) প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন?
কারণ এটির সাহায্যেই হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগাযোগ তৈরি হয়, এবং তারা সম্মিলিত ভাবে কাজ করে।
৫) কম্পিউটারের কোন প্রসেসর ভালো?
AMD বা Intel কোম্পানির যেকোনো প্রসেসর কম্পিউটার এর জন্য ভালো।
- আরো পড়ুন: মোবাইল হারিয়ে গেলে সহজে খুঁজে পাওয়ার উপায়
- আরো পড়ুন: সিসি ক্যামেরা কী? জেনে নিন ব্যবহার
- আরো পড়ুন: কম্পিউটারের গতি বাড়ানোর কৌশল
৬) ফোনের প্রসেসর কি জানার উপায়
Setting অপশন থেকে About অপশন এ গিয়ে, আপনার মোবাইলের প্রসেসর সম্পর্কে জানতে পারবেন।
৭) প্রসেসর এর কাজ কি?
ইউজার এর দেয়া কমান্ড গুলো, সুষ্ঠুভাবে প্রসেস করে, ইউজারকে Output দেওয়া।
শেষ কথা
আশা করি আজ আপনি প্রসেসর কি, প্রসেসর এর প্রকারভেদ, দাম, ভালো প্রসেসর কি, প্রসেসর এর গঠন ও কাজ এই সমস্ত কিছু সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি এই আর্টিকেলটি সম্পর্কে আরো কিছু জানার থাকে, তাহলে আমাদের কমেন্ট করতে পারেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।