জেনে নিন প্লেনে উঠে যেসব কাজ করবেন না। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। জীবনে প্রথমবার প্লেনে ভ্রমণ করার সময় সবারই কিছু না কিছু ভুল হয়েই যায়। অনেকে আবার মানসিক চাপেও ভোগেন। কারও হয়তো শরীরে অস্বস্তিবোধও হয়ে থাকে। যেহেতু বিমানের পরিবেশ অন্যসব যানবাহন থেকে আলাদা, সেহেতু বিমানে ভ্রমণের সময় কিছু সাধারণ আদব-কেতা মেনে চলতে হয়।
আর কিছু আদব জানা না থাকলে অজান্তেই অন্য যাত্রীদের বিরক্তির কারণ হতে পারেন আপনি। বিশেষ করে আপনার যদি অতীতে বিমান ভ্রমণের অভিজ্ঞতা না থাকে, তাহলে কিছু নিয়ম আপনার জেনে রাখা জরুরি।
- আরো পড়ুন: সুন্দরবনে গিয়ে যা যা দেখবেন
- আরো পড়ুন: কুমিল্লায় ক্যাম্পিং করবেন যেখানে
- আরো পড়ুন: টাঙ্গাইল ভ্রমণে যা যা দেখলাম
প্লেনে উঠে যেসব কাজ করবেন না
বিমানে ভ্রমণের সময় কিছু প্রয়োজনীয় আচরণ নিয়ে একটি জরিপ চালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউগোভ’। ওই গবেষণার ফল প্রকাশ করা হয় ট্রাভেল অ্যান্ড লেজার ওয়েবসাইটে। যুক্তরাষ্ট্রের এক হাজার ২১৯ জন প্রপ্তবয়স্ক নাগরিকের ওপর এই গবেষণাটি চালানো হয় যারা প্রায় প্রতি বছরই উড়োজাহাজে ভ্রমণ করেন।
ওই গবেষণাপত্রে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন গবেষকরা। যেমন- সিটে পেছনের দিকে হেলে বসা, বাইরের খাবার নিয়ে বিমানে উঠা, পোষাপ্রাণী নিয়ে বিমানে ভ্রমণ, জোরে জোরে কথা বলা, মুখ না ঢেকেই কাশি দেওয়া, জুতা খুলে রেখে দেওয়া, সিটে পা তুলে বসা ইত্যাদি।
বিমানে বেশি কথা বলা কি ঠিক?
ইউগোভ জানিয়েছে, ৩৫ শতাংশ বিমানে ভ্রমণকারী এ প্রশ্নের উত্তরে জানান, বিমানে পাশের সিটে বসা যাত্রীর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলাই যায়, তবে এর চেয়ে বেশি না বলাই ভালো।
অন্যদিকে ৩২ শতাংশ যাত্রীর মতে, পাশে বসা যাত্রীর সঙ্গে খুব অল্প আলাপচারিতা করা ঠিক আছে। তবে মাত্র শুধু পাঁচ শতাংশ যাত্রী মনে করেন, বিমানে ভ্রমণের সময় অনেক কথা বলা দোষের কিছু নয়।
সিট বেশি হেলিয়ে বসা কি ঠিক?
এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ বিমানের যাত্রী এর পক্ষে মত দিয়েছেন। তারা জানান, বিমানে নিজের সুবিধামতো বেশি হেলে বসা অন্যায় কিছু না। তবে বিমানে প্রায় ৩৮ শতাংশ নারী ও ২৯ শতাংশ পুরুষ তাদের সিটে অতিমাত্রায় হেলান দিয়ে বসেন।
গবেষণায় দেখা যায়, এই আচরণের সঙ্গে যাত্রীদের বাৎসরিক আয়ের একটি প্রভাব আছে। যারা বছরে ৮০ হাজার ডলার (প্রায় ৬৮ লাখ টাকা) আয় করেন তারাই এভাবে বসার পক্ষে মত দিয়েছেন। তবে যারা বছরে ৪০ হাজার ডলার আয় করেন তারা এভাবে কম বসেন।
জুতা খুলে পা তুলে বসা কি ঠিক?
এই প্রশ্নের উত্তরে ৫৫ শতাংশ মার্কিনি জানান, বিমানে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্কদের জুতা খুলে সিটের উপর পা তুলে বসা একেবারেই উচিত নয়। তবে শিশুদের বেলায় এটা স্বাভাবিক ব্যাপার। বিমানে জুতা খুলে পা তুলে বসা দৃষ্টিকটু একটা ব্যাপার।
বাইরের খাবার প্লেনে ওঠা যাবে?
এই প্রশ্নের উত্তরে যাত্রীরা জানান, বিমানের ভেতর প্রায় ৬৯ শতাংশ যাত্রী বাইরের খাবারের গন্ধে অনেক সময় বিরক্ত হন। আর যেহেতু প্লেনেই খাবারের ব্যবস্থা থাকে, তাহলে বাইরে থেকে খাবার নেওয়ার দরকারই বা কী!
- আরো পড়ুন: পৃথিবীর সবচেয়ে সুখী যে দেশের শিশুরা
- আরো পড়ুন: (দামসহ)ছেলেদের সেক্সর বাড়ানোর টেবলেটের নাম
- আরো পড়ুন: মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম ও সমাধান (দাম সহ)
পোষাপ্রাণী নিয়ে বিমানে ভ্রমণ করা উচিত?
যুক্তরাষ্ট্রে পোষাপ্রাণীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কুকুর। ৬৬ শতাংশ যাত্রী মনে করেন, বিমানে কুকুর নিয়ে ভ্রমণ করা দোষের কিছু না। আর ৫২ শতাংশ যাত্রী মনে করেন, ইঁদুর ও বিড়াল নিয়ে বিমানে ভ্রমণ করা যেতে পারেন। অন্যদিকে ৬৬ শতাংশ মানুষ মনে করেন বিমানে সাপ ও ৬৪ শতাংশ মানুষ ময়ূর নিয়ে ভ্রমণের পক্ষে মত দিয়েছেন।
প্লেনে যৌন সম্পর্ক কি ঠিক?
ইউগোভের গবেষণায় ব্যতিক্রম এ বিষয়টিও উঠে আসে। গবেষণার একটি প্রশ্ন ছিল, বিমানে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর ব্যাপারে তাদের মতামত কী? এই উত্তরে মাত্র ৬ শতাংশ বিমানের যাত্রী মনে করেন, এটা হতেই পারে। তবে বিমানে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো উচিত নয় বলে মত দিয়েছেন ৯৪ শতাংশ মানুষ।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।