বাতরোগে আক্রান্ত নারীর সন্তান ধারণ

জেনে নিন বাতরোগে আক্রান্ত নারীর সন্তান ধারণ সম্পর্কে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস ও এসএলইসহ নানা ধরনের বাতরোগে পুরুষের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হন। এর মধ্যে কিছু বাতরোগ আছে, যা অল্প বয়সী নারীদের বেশি হয়। এই রোগের কারণে গর্ভধারণ, সন্তান জন্মদানসহ নারীদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাঘাত ঘটে। কারণ, বাতরোগ সাধারণত নিরাময়যোগ্য নয়। তবে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়।



বাতরোগে আক্রান্ত নারীর সন্তান ধারণ

সন্তান ধারণ ও বাতরোগ

কিছু কিছু বাতরোগের তীব্রতা সন্তান ধারণের পর বেড়ে যেতে পারে। আবার কিছু বাতরোগের তীব্রতা কমে যায়। তাই রোগের তীব্রতা বুঝে সন্তান নিতে হবে। বাতরোগ নারীকে বন্ধ্যত্ব করে না বা সন্তান ধারণে বড় কোনও সমস্যা সৃষ্টি করে না।

তবে এতে ব্যবহৃত কিছু ওষুধ নারীর প্রজননে নেতিবাচক প্রভাব ফেলে। যাঁদের এসএলই আছে, তাঁদের গর্ভপাতের ঝুঁকি আছে। বাতরোগে আক্রান্ত নারীদের অন্তঃসত্ত্বাকালে উচ্চ রক্তচাপসহ নানা রোগের ঝুঁকি বেশি থাকে। গর্ভের সন্তানের অপরিপূর্ণ বিকাশ, অপরিপক্ব প্রসব ইত্যাদির ঝুঁকি থাকে।

সন্তান ধারণের আগে করণীয়

চিকিৎসকেরা যত দিন বাতরোগে আক্রান্ত নারীকে সন্তান ধারণের জন্য উপযুক্ত মনে করছেন না, তত দিন নিরাপদ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। সন্তান ধারণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হয়তো ওষুধ বা চিকিৎসা পদ্ধতির পরিবর্তন দরকার হতে পারে। রোগের তীব্রতা নিয়ন্ত্রণে না এনে হঠাৎ গর্ভধারণ করা বিপজ্জনক। গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিড খেতে হবে।

সন্তান ধারণের পর করণীয়

যদি অন্তঃসত্ত্বা হয়েই পড়েন, তবে নিজে থেকে কোনও ওষুধ বন্ধ করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন দ্রুত। রোগের তীব্রতা বেড়ে গেলে গর্ভাবস্থায় তা নিয়ন্ত্রণে আনা মুশকিল।

সে ক্ষেত্রে স্ত্রীরোগ বিশেষজ্ঞকে জানাতে হবে রোগের বিষয়টি। আর কি কি ওষুধ খাচ্ছেন তা-ও জানাতে হবে। গর্ভাবস্থায় স্ত্রীরোগ ও বাতরোগ বিশেষজ্ঞর কাছে ঘন ঘন ফলোআপ ও পর্যবেক্ষণ দরকার।

সন্তান প্রসবের সময় করণীয়

রাতরোগে আক্রান্ত নারীদের স্বাভাবিক প্রসব সম্ভব। সিজারিয়ান লাগবে, এমন কোনো কথা নেই। পরিবারের অন্য সদস্যদের এ ক্ষেত্রে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কিছু বাতরোগ প্রসব–পরবর্তী সময়ে বেড়ে যেতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন।


আরো পড়ুন: শিশুর শরীরে র‌্যাশ নিরাময়ের উপায়
আরো পড়ুন: শিশুদের মানসিক স্বাস্থ্যকে অবহেলা নয়
আরো পড়ুন: শিশুর স্বাস্থ্যর সেরা ৫টি প্রশ্নর উত্তর এখানে


মাতৃদুগ্ধ পান

কিছু ওষুধ মাতৃদুগ্ধের মাধ্যমে শিশুর শরীরে গিয়ে ক্ষতি করতে পারে। তাই নিরাপদ ওষুধ সেবনের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শেষ কথা হলো, বর্তমানে বাতরোগের আধুনিক ও নিরাপদ চিকিৎসা সহজলভ্য হয়েছে।

যেহেতু এ ধরনের রোগ নারীদের বেশি হয়, তাই নারীর প্রজননজীবনের ওপর এটি প্রভাব ফেলে। তাই সন্তান ধারণ, প্রসব ও মাতৃদুগ্ধ পানের সময় বিশেষ সচেতনতা জরুরি।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

পুরুষের শারীরিক দুর্বলতা ! সময় মতো শক্ত হয় না? ২ টি খাবার খান

পুরুষের শারীরিক দুর্বলতা ! সময় মতো শক্ত হয় না? ২ টি খাবার খান

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমার মনে প্রচুর ইচ্ছা আমি স্ত্রীর কাছে বারবার লজ্জা পায় প্রথমবার আ’উট হওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *