বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার :: চলমান বিধিনিষেধ আগামী ৫ মে (বুধবার) মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (বুধবার ২৮ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

গত সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘ভারতের সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এটা আমাদের দেশেও ছড়িয়ে যেতে পারে। সেজন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হলো, সার্বিক কোভিড পরিস্থিতি বিবেচনা করে যে অবস্থাটা আছে সেটি আরও এক সপ্তাহ কন্টিনিউ করা। না হলে এটা আরও ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে। সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেজন্য বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

তিনি আরো বলেন, রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে। মানুষকে অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে শপিংমলে যেতে হবে। তবে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

কোভিড-১৯ প্রতিরোধে প্রথমবার ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয়া হয়। এরপর গত ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এটি বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। সবশেষ সেটা বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত করা হয়েছে।

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

শুধু টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়: জাহিদ মালেক

শুধু টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়: জাহিদ মালেক

স্টাফ রিপোর্টার :: শুধু টিকা দিয়েই কোভিড-১৯ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *