ব্যাংক থেকে শিক্ষা লোন নেয়ার সহজ উপায়

ব্যাংক থেকে শিক্ষা লোন নেয়ার সহজ উপায়।  চলুন বিস্তারিত যেনে নেই শিক্ষা ডেস্ক থেকে ।।

পড়াশুনা করছেন! উন্নত দেশের ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভের চিন্তা করছেন? ডিগ্রির পাশাপাশি উন্নত ও উচ্চপর্যায়ে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে প্রচুর অর্থের প্রয়োজন৷ বেসরকারিকয়েকটি ব্যাংক সহজ শর্তে ছাত্রদের জন্য দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে।

চিন্তার দিন শেষ করে এবার বাংলাদেশের বেশী কিছু বেসরকারী ব্যাংক উন্নত দেশে উচ্চপর্যায়ে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে ব্যাংক থেকে সরাসরি লোন দিচ্ছেন। সেই লোনের টাকা দিয়ে আপনিও উচ্চতর শিক্ষা লাভ করতে পারেন। চলুন যেনে নেই দেশের কোন কোন আর্থিক ব্যাংকগুলো পড়ুশুনার জন্য লোনের সুবিধা দিচ্ছেন।

শিক্ষার্থীদের সুযোগ করে দিতে যে ঋণ দেওয়া হয় তাকে স্টুডেন্ট লোননামে পরিচিত ৷ আপনাদের সুবিধার্থে কিছু ঋণদানকারীপ্রতিষ্ঠানের ঋণদানেরশর্তসমূহ, সুদের হার, ঋণ নেয়ার জন্য যোগাযোগ করার ঠিকানা বিস্তারিত দেয়া হল ৷ প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, আপনার অন্যান্য বন্ধু-বান্ধবীদের জানার জন্য সুযোগ করে দিন।

শিক্ষার্থীদের লোন দিচ্ছেন এমন কয়েকটি ব্যাংকের নাম-ঠিকানা সহ তুলে ধরছি:

  • ইসলামী ব্যাংক লিমিটেড
  • এইচএসবিসি ব্যাংক
  • ব্র্যাক ব্যাংক
  • প্রাইম ব্যাংক
  • গ্রামীন ব্যাংক
  • উত্তরা ব্যাংক

ঋণ উঠানোর যোগ্যতা

ঋণ পরিশোধে সক্ষম বিবেচিত যে কেউ এই ব্যাংকগুলো থেকে শিক্ষা ক্ষেত্রে ঋণনিতে পারেন ৷ সাধারণত সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীকে যাদের বেতন ১২-১৮ হাজার টাকা তারাই এ লোনের সুবিধাপেয়ে থাকেন ৷ ব্যবসায়ীদের ক্ষেত্রে আয়ের প্রমাণ সাপেক্ষে মাসিক আয় অবশ্যই ৫০ হাজার টাকা হতে হবে ৷ ২৫ বছর থেকে ৬০ বছর বয়সের যে কেউ যোগ্যতাঅনুসারে ঋণ নিতে পারবেন৷

ঋণ নেওয়ার পদ্ধতি

অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য শিক্ষা নিতে আগ্রহী হন, তবে যেসবব্যাংক ঋণ দিয়ে থাকে সেগুলোর যেকোনো শাখায় গিয়ে মার্কেটিং/ক্রেডিট বিভাগে যোগাযোগ করতে হবে ৷ সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই আপনাকে বিস্তারিত জানিয়ে দেবেন ৷ তবে এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি ও ডকুমেন্ট যেমন-

১. আয়-প্রমাণপত্র: আয়ের প্রমাণপত্র, কলেজ/বিশ্ববিদ্যালয়ের ভর্তির সনদ ও ছাত্রছাত্রীর সম্মতিপত্র জমা দিতে হবে ৷ ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাগজপত্র যাচাই-বাছাই করে নূন্যতম সময়ে আপনার কাঙ্খিত ঋণ দিয়ে দেবে৷

যে সকল ব্যাংকগুলো শিক্ষার্থীদের লোনের সুবিধা দিচ্ছে,তার মধ্যে উল্লেখ যোগ্য ব্যাংকগুলোর ঠিকানা সহ নাম উল্লেখ করা হলো।

এইচএসবিসি ছাত্র ঋণ

এইচএসবিসি থেকে ছাত্রলোন নেয়ার শর্ত

>কোনো প্রকার ব্যক্তিগত গ্যারান্টি বা নগদ জামানত দিতে হয় না

> ঋণ নিতে হলে অবশ্যই পরিবারের কোন সদস্যকে আয় করতে হবে এবং তার মাসিক আয় ১৮ হাজার থেকে ২২ হাজার হতে হবে ৷

> এইচএসবিসি ৫০ হাজার টাকা থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা অথবা লোন গ্রহণকারীর মাসিক আয়ের ৪ গুণ পরিমাণ টাকা লোন দিয়ে থাকেন৷

>ঋণের সুদের হার ১৮%

> তুলনামূলক কম সুদে এই ঋণ পরিশোধ করতে হয় ১২, ২৪, ৩৬, ৪৮ ও ৬০ মাসের মধ্যে৷

লোন নেয়ার জন্য যোগাযোগ করুন : ওয়েবসাইট বা

মার্কেটিং এন্ড পাবলিক রিলেসান্স ম্যানেজার

এইচএসবিসি ঢাকা মেইন অফিস

১/১- বি, সোনারগাঁও রোড

ঢাকা- ১২০৫, বাংলাদেশ

ফোন- ০১১৮৮৫৬২৬ (লোন শাখ)

০১১৮৮৪৭২২ (এইচএসবিসি অফিস)

 

ব্র্যাক ব্যাংক শিক্ষালোন:

ব্র্যাক ব্যাংকে সরাসরি এডুকেশন লোন স্কিম না থাকলেও পার্সোনাল লোন স্কিমের মাধ্যমে লোন দেয়া হয়ে থাকে৷

ব্র্যাক ব্যাংক শিক্ষালোনের শর্তসমূহ

>বিদেশে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ৷

> ব্যাংক একাউন্ট থাকতে হবে ৷ আরো পড়ুন: মাত্র ৬ সেকেন্ডে কিভাবে Percent বের করার টেকনিকটি শিখুন

> সবোর্চ্চ লোন দেয়ার পরিমান ৩০ লাখ টাকা

> কোন জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করা যায়৷

> দেশের বাইরে পড়াশুনার জন্য লোন প্রদান করে থাকে৷

> ঋণ পরিশোধ করার জন্য সময় পাওয়া যায় ১-৪ বছর৷

> ঋণ পরিশোধের হার ১৫%

লোন নেয়ার জন্য যোগাযোগ করুন: ব্র্যাক ব্যাংক শিক্ষা লোন

আপনার নিটকস্থ ব্রাক ব্যাংক শাখায় অথবা

বাড়ি # ১,রোড # ১, গুলশান এভিনিউ

গুলশান -১, ঢাকা -১২১২, বাংলাদেশ

ঢাকা:গুলশান-৮৮২৪০৫৩, বনানী-৮৮৫৮৭ঌ৫, মতিঝিল-ঌ৫৫০৩০৭, নওয়াপাড়া -৭১২৫০০০, মগবাজার-ঌ৩৫৫৫৩৮-ঌ, কেরানীগঞ্জ-৭৭৭২৬৬১-২, ধানমন্ডি-৮১৫০১ঌ৮, সাভার-৭৭০২৫২৩-৪, সাতমসজিদ রোড-৮১২৬৬৫৬

চট্টগ্রাম :

আগ্রাবাদ- ০৩১-৮১২০৮ঌ

সিলেট :আরও পড়ুন: সমাস মনে রাখার কৌশল আবিস্কার

সিলেট- ০৮২১-৭২০১৮৮, জিন্দাবাজার-০৮২১-৮১৪৪৪১, বিয়ানীবাজার-০৮২২৩-৮৭৭৪৬

অথবা ওয়েবসাইটে

ইসলামী ব্যাংক লিমিটেড শিক্ষালোন

যেনে নেই ইসলামী ব্যাংক লিমিটেড থেকে শিক্ষাঋণের শর্তসমূহ:

ইসলামী ব্যাংক লিমিটেড বিভিন্ন শিক্ষা উপকরণ ক্রয়ের ক্ষেত্রে এইচডিএসনামের স্কিমের আওতায় পণ্যসামগ্রীর মূল্যের এক-চতুর্থাংশ ডাউন পেমেন্ট নিয়ে লোন দিয়ে থাকেন। আরো পড়ুন: ক্যালকুলেটর ছাড়া সহজ টেকনিক

এ জন্য অবশ্য প্রতি বছর ১২.৫০ শতাংশ এবং সুপারভিশন চার্জহিসেবে ২ শতাংশ হারে মুনাফা প্রদান করতে হয়৷

এখানে মাসিক কিস্তিতে সর্বোচ্চ ২ বছরের মধ্যে পণ্যের মূল্য পরিশোধ করেত হয়৷

এছাড়া বিস্তারিত ব্যাংকের ওয়েবসাইটে বা ইসলামী ব্যাংকের যে কোন শাখায় গিয়ে বিস্তারিত জানতে পারেন।

 লোন নেয়ার জন্য যোগাযোগ করুন:

ইসলামি ব্যাংক টাওয়ার

৪০, দিলকুশা C/A

ঢাকা-১০০০,বাংলাদেশ

ফোন-ঌ৫৬০০ঌঌ, ঌ৫৬৭১৬১,ঌ৫৬৭১৬২, ঌ৫৬ঌ৪১৭

টেলিক্স-642525 IBANK BJ 632403 IBANK BJ 671620 IBANK BJ

ফ্যাক্স-৮৮০-২-ঌ৫৬৪৫৩২, ৮৮০-২-ঌ৫৬৮৬৩৪

ই-মেইল-info@islamibankbd.com

প্রাইম ব্যাংক শিক্ষাঋণ

প্রাইম ব্যাংকের এডুকেশন লোন নামে একটি লোন স্কিম চালু আছে৷

প্রাইম ব্যাংক থেকে ঋণ নেয়ার শর্তসমূহ:-

> শিক্ষা ঋণ ছাত্র বা ছাত্রীর অভিভাবককে দেয়া হবে ৷ অভিভাবকের আয় অনুযায়ী ঋণের পরিমাণ নির্ধারন করা হয় ৷

> এ লোন স্কিম থেকে আগ্রহীরা ১-৩ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন৷

> এছাড়া খরচের পরিমাণের ভিত্তিতে লোন দেয়া হয়ে থাকে ৷  আরও পড়ুন: মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন

> পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ২ বছর৷

> এ জন্য প্রাইম ব্যাংকে শতকরা ১৫ শতাংশ হারে সুদ প্রদান করতে হয়৷

শিক্ষার্থীকে তার প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে ৷

ব্যাংকের যে কোন শাখায়  ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারেন

ঋণ নেয়ার জন্য যোগাযোগ করুন:

আদমজি কোর্ট,এনেক্স ভবন-২,১১ঌ-১২০

মতিঝিল সি/এ, ঢাকা -১০০০

বাংলাদেশ

ফোন – ঌ৫৬৭২৬৫,ঌ৫৬৭০৭৪৭-৮ ( পিএবিএক্স)

ফ্যাক্স ৮৮০-২-ঌ৫৬৭২৩০,ঌ৫৬০ঌ৭৭,৮৮০-২-ঌ৫৬৬২১৫

টেলেক্স – 642459 PRIME BJ,671543 PBL MJ BJ

ই-মেইল-info@prime-bank.com, primebnk@bangla.net

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ

এগুলো দেখুন

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত! এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *