ভর্তি পরীক্ষা পেছাচ্ছে বুয়েটের

শিক্ষা প্রতিনিধি :: কোভিড পরিস্থিতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল (রোববার ৯ মে) বৈঠকে বসছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আগামীকার (রোববার ৯ মে) দুপুরে এ বৈঠক শুরু হবে। বুয়েটের এক সূত্র এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, চলমান পরিস্থিতিতে পূর্বের ঘোষণা অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন না করার পক্ষে পরীক্ষা আয়োজক কমিটি ও একাডেমিক কাউন্সিলের কয়েকজন সদস্য মতামত দিয়েছে। লকডাউনের কারণে পরীক্ষা সংক্রান্ত আনুষাঙ্গিক কাজ করতে না পারা, লকডাউন বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয়াসহ একাধিক কারণে পরীক্ষা পেছাতে চায় বুয়েট। এই অবস্থায় করণীয় ঠিক করতেই আগামীকাল বৈঠকে বসবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

আগামীকালকের বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হলেও পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একাডেমিক কাউন্সিলের বৈঠকে। আর একাডেমিক কাউন্সিলের বৈঠক হবে লকডাউন শেষ হওয়ার পর। এছাড়া ঈদের পর বিশ্ববিদ্যালয়ের পরিষদের বৈঠকে সবার সাথে আলোচনা করে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।


আরো পড়ুন: ৯ম-১০ম শ্রেণি: হিসাববিজ্ঞান ১ম অধ্যায়ের MCQ উত্তরসহ
আরো পড়ুন: ৯ম-১০ম শ্রেণি: কৃষিশিক্ষা ১ম অধ্যায়ের MCQ উত্তরসহ


এ বিষয়ে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বলেন, আমরা আগামী ৩১ মে, ১ জুন ও ১০ জুন এই ৩ দিন পরীক্ষা আয়োজনের টার্গেট নিয়েই প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল আমাদের একটি বৈঠক আছে সেখানে পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনা করা হতে পারে। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেব।

বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, কোভিড পরিস্থিতির কারণে আমাদের পূর্ব ঘোষিত তারিখে ভর্তি পরীক্ষা আয়োজন করা কঠিন। পরীক্ষা সংক্রান্ত অনেক কাজ থাকে, লকডাউন থাকায় সেগুলো করা সম্ভব হয়নি।

 

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।

এগুলো দেখুন

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত!

আসন ২৬ লাখ, পাশ করেছে ২১ লাখ! শূন্য থাকবে কত! এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *