স্টাফ রিপোর্টার :: আন্তঃজেলা নয়, মহানগরীতে বাস চালুর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
আজ (সোমবার ৩ মে) মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে ২টি অ্যাম্বুলেন্স এবং ১টি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, আন্তঃজেলায় বাস চলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে মহানগরীতে বাস চলতে পারে।
উল্লেখ্য, গতকাল (রোববার ২ মে) লকডাউন শিথিল করে গণপরিবহন চালু করার দাবিতে দেশজুড়ে বাস টার্মিনালগুলোতে বিক্ষোভ করে সড়ক পরিবহন শ্রমিকরা।
সমাবেশে তারা বলেন, কোভিড-১৯তে সব কিছু চালু থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে ৫০ শতাংশ পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এতে তাদের জীবিকা নির্বাহ অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।