সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন

সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন ফ্রি সাজেশন ও প্রশ্নত্তোর

Social Change And Political Development

মাস্টার্স শেষ পর্ব

বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান

বিষয়: সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন

বিষয় কোড: ৩১১৯০৩

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:

সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন

১. “Principles of Sociology’’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : “Principles of Sociology’’ গ্রন্থটি হার্বার্ট স্পেন্সার লেখা ।

২. এলিট বলতে কি বুঝ?
উত্তর : এলিট বলতে উচ্চ শ্রেণির ব্যক্তিবর্গকে বুঝায় যারা সমাজের ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব- প্রতিপত্তি ও বিশেষ সম্মানের অধিকারি।

৩. মস্কার বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তর : মস্কার বিখ্যাত গ্রন্থটির নাম The Ruling Class.

৪. বেসামরিকীকরণ কী?
উত্তর : সামরিক সরকার তার শাসনব্যবস্থাকে বৈধ করার জন্য যে সকল ব্যবস্থা গ্রহন করে তাকে বেসামরিকীকরণ বলে।

৫. ডেভিড ইস্টানের মতে, রাজনৈতিক ব্যবস্থার উপাদান কয়টি?
উত্তর : ডেভিড ইস্টানের মতে, রাজনৈতিক ব্যবস্থার উপাদান ৪টি।

৬. রাজনৈতিক যোগাযোগের সবচেয়ে গ্রহনযোগ্য সংজ্ঞা কে প্রদান করেন?
উত্তর : রাজনৈতিক যোগাযোগের সবচেয়ে গ্রহনযোগ্য সংজ্ঞা জি. এ. অ্যালমন্ড প্রদান করেন।

৭. বৈদেশিক সাহায্য কাকে বলে?
উত্তর : অনুন্নত দেশসমূহ উন্নত দেশসমূহ হতে যে আর্থিক ও কারিগরি সাহায্য গ্রহন করে থাকে তাই বৈদেশিক সাহায্য বলে।

৮. OECD-এর পূর্ণরূপ কি?
উত্তর : OECD-এর পূর্ণরূপ হলো- Organization  For Economic Co-operation and Development.

৯. জাপানের পার্লামেন্টের নাম কি?
উত্তর : জাপানের পার্লামেন্টের নাম ডায়েট।

১০. “Aspects of Political  Development” গ্রহন্থটি কার লেখা?
উত্তর : “Aspects of Political  Development” গ্রহন্থটি লুসিয়ান ডব্লিউ. পাই -এর লেখা।

১১. বুদ্ধিজীবী কারা ?
উত্তর : বুদ্ধিজীবী হলো তারাই যারা পেশাগতভাবে নিজেদের বুদ্ধি-বিবেচনা ও মননের মাধ্যমে যে কোন ধরনের সম্পর্কে বিচার-বিশ্লেষণ করতে সক্ষম।

১২. নির্ভরশীলতা তত্ত্বের একজন প্রবক্তার নাম লিখ।
উত্তর : নির্ভরশীলতা তত্ত্বের একজন প্রবক্তার নাম আন্দ্রে গুন্ডের ফ্রাঙ্ক।

১৩. “The Mind and Society” গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : “The Mind and Society” গ্রন্থের রচয়িতা ভিলফ্রেডো প্যারেটো ।

১৪. কোন সমাজে একটি মাত্র রাজনৈতিক দল থাকে?
উত্তর : সমাজতান্ত্রিক সমাজে একটি মাত্র রাজনৈতিক দল থাকে।

১৫. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।

১৬. Red Tapism কথাটির অর্থ কি?
উত্তর : Red Tapism কথাটির অর্থ লাল ফিতার দৌরাত্ম্য বা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা।

১৭. ‘Ombudsman’-এর অর্থ কী?
উত্তর : ‘Ombudsman’-এর অর্থ ন্যায়পাল।

১৮. কোন সমাজে সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে?
উত্তর : শিল্প সমাজে সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে।

১৯. চীনের সমাজতান্ত্রিক বিপ্লব কত সালে হয়?
উত্তর : চীনের সমাজতান্ত্রিক বিপ্লব ১৯৪৯ সালে সংঘটিত হয়।

২০. ছায়া সরকার কারা?

উত্তর : ছায়া সরকার বিরোধী দল।

২১. ইংরেজী শব্দ Elite’-এর উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর : ইংরেজী শব্দ Elite’-এর উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ থেকে।

২২. ‘Political Man’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘Political Man’ গ্রন্থের লেখক ‘এস এম লিপসেট’।

২৩. “আধুনিকতাই ঔপানিবেশিকতার কারণ”-এটি কার মত?
উত্তর “আধুনিকতাই ঔপানিবেশিকতার কারণ”-এটি মিশেল ফুকোর মত।

২৪. “যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা” উক্তিটি কার?
উত্তর : “যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা” উক্তিটি এরিস্টটলের ।

২৫. ম্যাক্স ওয়েবায়ের প্রসিদ্ধ গ্রন্থের নাম কি?
উত্তর : ম্যাক্স ওয়েবায়ের প্রসিদ্ধ গ্রন্থের নাম- Essays in Sociology.

২৬. “একটি দেশ দারিদ্র্য, কারণ সে দরিদ্র”- কে বলেছেন?
উত্তর : “একটি দেশ দারিদ্র্য, কারণ সে দরিদ্র” বলেছেন অধ্যাপক রাগনার নার্সক ।

২৭. বিশ^ব্যাংক গঠিত হয় কখন?
উত্তর : ১৯৪৪ সালে বিশ^ব্যাংক গঠিত হয়।

২৮. জাতিসংঘ প্রথম কোন দশককে ‘জাতিসংঘ উন্নয়ন দর্শক হিসাবে’ ঘোষনা করা হয়।
উত্তর : ১৯৬০-এর দশককে জাতিসংঘ প্রথম ‘জাতিসংঘ উন্নয়ন দর্শক হিসাবে’ ঘোষনা করা হয়।

২৯. “Configure’’ শব্দের অর্থ কী?
উত্তর : Strike together (একত্রে সংঘর্ষে লিপ্ত হওয়া)

৩০. “National integration is a phenomena as much as national disintegration” কার উক্তি?
উত্তর : “National integration is a phenomena as much as national disintegration”- স্যামুয়েল পি. হান্টিংটন এর উক্তি।

৩১. ‘DAC-এর পূর্ণ নাম কী?
উত্তর : . ‘DAC-এর পূর্ণ নাম – Development Assistant Committee.

৩২. “Wealth of Nation” গ্রন্থের লেখক কে?
উত্তর : “Wealth of Nation” গ্রন্থের লেখক – এডাম স্মিথ।

৩৩. অর্থনীতির জনক কে ?.
উত্তর : অর্থনীতির জনক এডাম স্মিথ।

৩৪. “Eurocentrism” গ্রন্থটি কার রচিত?
উত্তর : সামির আমিন- এর লেখা- “Eurocentrism” গ্রন্থটি ।

৩৫. ফ্রাঙ্কেও মতে, ‘স্যাটেলাইট’ দেশ কোনগুলো?
উত্তর : অনুন্নত দেশগুলো- ফ্রাঙ্কেও মতে, ‘স্যাটেলাইট’ দেশ।

৩৬. ‘ECLA’ –এর পূর্ণরূপ কী?
উত্তর : ‘ECLA’ –এর পূর্ণরূপ- Economic Commission for Latin America.

৩৭. “কোনো প্রতিষ্ঠানের বা ব্যবস্থার দুর্বল ব্যবস্থাপনাই সংকট” উক্তিটি কে দিয়েছেন?
উত্তর : “কোনো প্রতিষ্ঠানের বা ব্যবস্থার দুর্বল ব্যবস্থাপনাই সংকট” উক্তিটি ‘Seeger-এর ।

৩৮. “Identity Crisis” -এর বাংলা প্রতিশব্দ কি?
উত্তর : “Identity Crisis” -এর বাংলা প্রতিশব্দ একাত্মতার সংকট।

৩৯. নির্ভরশীলতা তত্ত্ব কী?
উত্তর : সাধারণত পুঁজিবাদ প্রথম বিশ্ব তাদের আর্থিক মুনাফা লাভ ও মুনাফা লাভের প্রক্রিয়াকে চলমান রাখার জন্য তৃতীয় বিশ্বের উন্নত দেশগুলোকে বিভিন্ন কৌশলে তাদের মুখপেক্ষি ও নির্ভরশীলতা করে রাখাই নির্ভরশীলতা তত্ত্ব ।

৪০. গণমাধ্যম কী?
উত্তর : জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সকল স্তরের জনগণের মধ্যে সকল পর্যায়ের যোগাযোগ, ভাব ও অনুভূতি এবং তথ্য-উপাত্ত ও সংবাদাদির আদান-প্রদান প্রভৃতি যে মাধ্যমের দ্বারা সম্পাদিত হয় তাই গণমাধ্যম।

৪১. রাউল প্রেবিশ কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর : রাউল প্রেবিশ ১৯০১ সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন।

৪২.এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সদও দপ্তর কোথায়?
উত্তর : এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সদও দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় ।

 

৪৩. নব্য উপনিবেশ কি?
উত্তর : বিশ্বের উপনিবেশিক শক্তি তাদের পুরাতন উপনিবেশগুলো অর্থাৎ এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর উপর আধিপত্য স্থাপনের যে কৌশল গড়ে তোলে তাকে নব্য উপনিবেশ বলে।

৪৪. “Laissez fair theory” অর্থ কী?
উত্তর : অবাধ স্বাধীনতা তত্ত্ব।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন:

সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন

১. পরিবর্তনশীল সমাজ বলতে কি বুঝ ?

২. রাজনৈতিক সামাজিকীকরণের সংজ্ঞা দাও ?

৩. আমলাতন্ত্র বলতে কি বুঝ?

৪. গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের ভূমিকা লিখ।

৫. রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বুঝ?

৬. দাতাগোষ্ঠী বলতে কি বুঝ?

৭. এক দেশ দুই ব্যবস্থায় এই ধারণা ব্যাখ্যা করো।

৮. নির্ভরশীলতা তত্ত্ব বলতে কি বুঝ?

৯. উন্নয়ন মডেল বলতে কি বুঝ ?

১০. বৈধতার সঙ্কট কি?

১১. রাজনৈতিক যোগাযোগ কি ?

১২. তৃতীয় বিশ্বের নির্ভরশীলতা তত্ত্বের বৈশিষ্ট্য লিখ।

১৩. রাজনৈতিক উন্নয়নের মানদন্ড সমূহ কি কি ?

১৪. রাজনৈতিক দলের সংজ্ঞা দাও ।

১৫. এলিট ও আমলাদের মধ্যে পার্থক্য লিখ ।

১৬. সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও ।

১৭. আধুনিকরণের সংজ্ঞা দাও।

১৮. আমলাতন্ত্রের সংজ্ঞা দাও ।

১৯. নির্ভরশীলতা তত্ত্ব বলতে কি বুঝ ?

২০. রাজনৈতিক উন্নযনের সংজ্ঞা দাও ।

২১. বৈদেশিক সাহায্যের অসুবিধা লিখ ।

২২. বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো।

২৩. রাজনৈতিক সন্ত্রাসের কারণ আলোচনা করো।

২৪. গণমাধ্যম কি?

২৫. রাজনৈতিক উন্নয়ন বলতে কি বুঝ?

২৬. রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝ ।

২৭. বৈধতার সংকট বলতে কি বুঝ ?

২৮. বিশ্বব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ ।

২৯. নির্বাচন বলতে কি বুঝ?

৩০. এ.জি. ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্বের বৈশিষ্ট্য তুলে ধরো।

৩১. ডেভিট রিফোর্ডো উন্নয়ন মডেল বর্ণনা করো।

৩২. রাজনৈতিক সামাজিকরণ কি?

৩৩. নব্য উপনিবেশবাদ বলতে কি বুঝ।

৩৪. এ ডি বি কি?

৩৫. অর্থনৈতিক উন্নয়ন কি?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন:

সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন

১. সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো ।

২. উন্নয়নশীল দেশের রাজনৈতিক উন্নয়নের এলিটের এর ভূমিকা আলোচনা করো।

৩. উন্নয়নশীল দেশগুলোতে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো।

৪. রাজনৈতিক অস্থিতিশীলতা বলতে কি বুঝ।

৫. উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ আলোচনা করো ।

৬. সংকট বলতে কী বোঝো?

৭. রাজনৈতিক উন্নয়নের সঙ্কটগুলো তুলে ধরো ।

৮. এ জি ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্ব আলোচনা করো।

৯. জাপানের উন্নয়ন মডেল আলোচনা করো।

১০. সামাজিক পরিবর্তন বলতে কি বুঝ? সামাজিক পরিবর্তনের বাহকসমূহ আলোচনা করো।

১১. রাজনৈতিক আধুনিকরণের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো ।

১২. বৈদেশিক সাহায্য কত প্রকার ও কি কি ? এর প্রভাব আলোচনা করো ।

১৩. সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো ।

১৪. রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বুঝ ? রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ আলোচনা করো।

১৫. ’উন্নয়ন শীল দেশসমূহে সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র বিরোধ ‘ আলোচনা করো।

১৬. রাজনৈতিক উন্নয়নের সংকট বা সমস্যা সমূহ আলোচনা করোঅ

১৭. উন্নয়নশীল রাষ্ট্র সমূহ রাজনৈতিক অংশগ্রহণ এর প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো।

১৮. উন্নয়নশীল সমাজে সামরিক অভ্যুত্থান কেন ঘটে ? ব্যাখ্যা করো ।

১৯. তুমি কি মনে করো যে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ সমস্যাসমূহ কে জটিল করে তোলে? ব্যাখ্যা করো ।

২০. উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের কার্যাবলী আলোচনা করো।

২১. আধুনিকীকরণে বাহক হিসেবে গণমাধ্যম সমূহের ভূমিকা আলোচনা করো।

২২. এলিটের সংজ্ঞা দাও । উন্নয়নশীল দেশগুলোতে এলিটদের ভূমিকা আলোচনা করো।

২৩. রাজনৈতিক অস্থিতিশীলতা বলতে কি বুঝ? উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ সমূহ চিহ্নিত কর।

২৪. রাজনীতি সংস্কৃতি বলতে কি বোঝো ? এ প্রসঙ্গে রাজনৈতিক সংস্কৃতির সাথে রাজৈনৈতিক উন্নয়নের সম্পর্ক আলোচনা কর।

২৫. গণতন্ত্র বাস্তবায়নে পূর্বশর্ত হিসেবে বিকেন্দ্রীকরণ কর্মসূচি আলোচনা কর।

২৬. সমাজ বলতে কি বুঝ? সমাজের প্রকারভেদ আলোচনা করো।

২৭. সনাতন ও আধুনিক সমাজের পার্থক্য আলোচনা করো।

২৮. আধুনিকীকরণের স্তরসমূহ বর্ণনা করো।

২৯. সামাজিক পরিবর্তন, রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণের এলিটদের ভূমিকা আলোচনা কর।

৩০. সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক আধুনিকরণের বুদ্ধিজীবীদের ভূমিকা আলোচনা কর।

৩১. ডেভিড রিকার্ডোর উন্নয়ন মডেল বর্ণনা দাও।

সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন এর সাজেশন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কিংবা মাস্টার্স শেষ পর্ব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্পর্কে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা চূড়ান্ত সাজেশন ২০২২

সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা চূড়ান্ত সাজেশন ২০২২

সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা চূড়ান্ত সাজেশন ২০২২ – রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মাস্টার্স শেষ পর্ব বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান বিষয়: সাম্প্রতিক …

One comment

  1. Thank’s for sharing this suggestion 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *