স্টাফ রিপোর্টার :: আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। সে হিসেবে শনিবার (১৫) পর্যন্ত ৩ দিন ঈদের ছুটি থাকছে। এবার ঈদের ২ দিন ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার।
আজ (মঙ্গলবার ১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক সংবাদকর্মীদের ছুটির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামীকাল (বুধবার ১২ মে) অফিস শেষ হয়ে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ঈদের ছুটি শুরু হবে। ৩ দিন ছুটির পর আগামী রোববার থেকে যথারীতি অফিস চলবে।
কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ চলবে। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।