নবম-দশম শ্রেণি: MCQ ফিন্যান্স ও ব্যাংকিং (PDF)

নবম-দশম শ্রেণি: MCQ ফিন্যান্স ও ব্যাংকিং (PDF)

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. প্রতিযোগিতামূলক মুক্ত বাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য বিশেষ গুরুত্বের সাথে অর্থায়ন করতে হয় (অনুধাবন)
র. সরকারি প্রতিষ্ঠানকে

রর. বেসরকারি প্রতিষ্ঠানকে
ররর. আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানকে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

২. সুচি‎হিৃত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর (উচ্চতর দক্ষতা)
র. মুনাফা বৃদ্ধি পায়

রর. শেয়ারহোল্ডার হ্রাস পায়
ররর. ঝুঁকি হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩. অনগ্রসর ব্যাংক ব্যবস্থার কারণে ব্যবসায়ীদের অর্থ সংকট হতে উদ্ভুত সমস্যা মোকাবিলায় (উচ্চতর দক্ষতা)
র. পরিকল্পনামাফিক আয়কর কমানোর ব্যবস্থা করতে হয়

রর. পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয়
ররর. সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করতে হয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪. বাংলাদেশের ক্ষুদ্র প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য (প্রয়োগ)
র. উদ্যোক্তারা স্বল্পশিক্ষিত

রর. আর্থিক অব্যবস্থাপনা
ররর. মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫. বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করলে (প্রয়োগ)
র. কোম্পানির দায় বৃদ্ধি পায়

রর. শেয়ারহোল্ডারদের অধিকার প্রতিষ্ঠা পায়
ররর. কোম্পানির স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

কারবারি অর্থায়নের নীতি ¡ পৃষ্ঠা-৮
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৬. নগদ তহবিলের সাথে কোনটির বিপরীত সম্পর্ক বিদ্যমান? (জ্ঞান)
ক মুনাফা খ ব্যবসায়িক কার্যক্রম
গ তারল্য ঘ ঝুঁকি

৭. নিচের কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
ক নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান

খ নগদ ও মুনাফার মধ্যে সহায়ক সম্পর্ক বিদ্যমান
গ নগদ অর্থ ও মুনাফার মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান
ঘ নগদ অর্থ ও মুনাফার মধ্যে কোনো সম্পর্ক নেই

৮. নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়। আবার মুনাফা বৃদ্ধি-কল্পে বেশি বিনিয়োগ করা হলে কোনটি হয়? (উচ্চতর দক্ষতা)
ক ঝুঁকি বৃদ্ধি খ তারল্য বৃদ্ধি
গ তারল্যে ঘাটতি ঘ মুনাফা হ্রাস

৯. একজন মুদি দোকানি যদি তার প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থের একটা বিরাট অংশ ব্যাংকে রেখে দেয় তাহলে কোনটি ঘটবে? (প্রয়োগ)
ক মুনাফা কমে যাবে খ নগদ অর্থ বেড়ে যাবে
গ তারল্য ঘাটতি দেখা দিবে ঘ দীর্ঘমেয়াদি মূলধন বেড়ে যাবে

১০. কারবারের তারল্য বজায় রাখতে কোনটি প্রস্তুত করা প্রয়োজন? (প্রয়োগ)
ক আমদানি বাজেট খ রপ্তানি বাজেট
গ নগদ অর্থ প্রবাহের বাজেট ঘ বিনিয়োগ বাজেট

১১. নিয়ামত উল্লাহ তার দোকানের বিক্রয়লব্ধ অর্থের সমস্তটাই কাঁচামাল ক্রয়ে ব্যয় করেন।এতে তার ব্যবসায়ে কোনটি হবে? (প্রয়োগ)
ক নগদ অর্থ হ্রাস পাবে

খ মুনাফা প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি পাবে
গ তারল্য বজায় থাকবে
ঘ তারল্য ঘাটতি দেখা দিবে

১২. শাহীন তার ছোট ভাই শামীমকে তার কারবার পরিচালনার দায়িত্ব দিলেন এবং অর্থায়নে ঝুঁকির ধারণা বুঝিয়ে দিলেন। তিনি শামীমকে সর্বদা মুনাফা বৃদ্ধির চেষ্টা করতে নিষেধ করলেন কেন? (উচ্চতর দক্ষতা)

ক অধিক মুনাফা ব্যবসায়িক শত্রু সৃষ্টি করে বলে
খ অধিক মুনাফা হলে অধিক কর দিতে হয় বলে

গ মুনাফা বৃদ্ধির সাথে সাথে ঝুঁকি বৃদ্ধি পায় বলে
ঘ মুনাফা বৃদ্ধিতে অধিক বিনিয়োগ প্রয়োজন হয় বলে

১৩. উপযুক্ততার নীতি অনুসারে কোনটি সঠিক? (অনুধাবন)
ক স্বল্পমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা

খ দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা
গ স্থায়ী মূলধন দিয়ে প্রতিষ্ঠানকে চালিয়ে রাখা
ঘ স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করা

১৪. ব্যবসায় প্রতিষ্ঠানে চলতি মূলধন কেন প্রয়োজন? (অনুধাবন)
ক প্রতিষ্ঠানের দালানকোঠা নির্মাণের জন্য

খ প্রতিষ্ঠানের মেশিন ক্রয় করার জন্য
গ প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য
ঘ প্রতিষ্ঠানের জন্য জমি ক্রয় করতে

১৫. স্থায়ী ব্যয় নির্বাহ করতে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়? (জ্ঞান)
ক মধ্যমেয়াদি খ দীর্ঘমেয়াদি
গ স্বল্পমেয়াদি ঘ অনির্দিষ্ট মেয়াদি

১৬. কারবারের জন্য মেশিন ক্রয়ে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক নগদ তহবিল খ ব্যাংকে জমাকৃত অর্থ
গ বিনিয়োগকৃত অর্থ ঘ দীর্ঘমেয়াদি ঋণ

১৭. চলতি মূলধনের উৎস কোনটি? (জ্ঞান)
ক ব্যাংক ঋণ খ বিক্রয়লব্ধ অর্থ
গ মালিকের মূলধন ঘ দীর্ঘমেয়াদি ঋণ

১৮. চলতি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের উৎস ব্যবহার করা হয়? (অনুধাবন)
ক স্বল্পমেয়াদি খ দীর্ঘমেয়াদি
গ মধ্যমেয়াদি ঘ অনিয়মিত আয়

১৯. বরকত আলী তার দর্জি দোকানের দৈনন্দিন খরচগুলো স্বল্পমেয়াদি তহবিল দিয়ে নির্বাহ করেন। তিনি অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন? (উচ্চতর দক্ষতা)

ক তারল্য নীতি খ মুনাফা নীতি
গ উপযুক্ততার নীতি ঘ বৈচিত্র্যায়ণ নীতি

২০. কারবারের ঝুঁকি হ্রাস করতে কোন কাজটি করা দরকার? (অনুধাবন)
ক মুনাফানীতির সর্বোচ্চ প্রয়োগ খ সঠিক আয় সিদ্ধান্ত গ্রহণ
গ কারবারের বৈচিত্র্যায়ণ ঘ সঠিক ব্যয় সিদ্ধান্ত প্রয়োগ

২১. কারবারের জন্য বৈচিত্র্যপূর্ণ পণ্য বা সেবা সুবিধাজনক কেন? (অনুধাবন)
ক অধিক মুনাফা লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়

খ কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়
গ স্বল্প চলতি মূলধন প্রয়োজন হয়
ঘ অর্থায়ন করা সহজ হয়

২২. কারবারের পণ্য বা সেবা বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের কী হয়? (অনুধাবন)
ক ঝুঁকি বৃদ্ধি পায় খ ঝুঁকি হ্রাস পায়
গ ঝুঁকি একই থাকে ঘ মুনাফা হ্রাস পায়

২৩. প্রতিটি প্রতিষ্ঠান কীভাবে মুনাফা অর্জনের চেষ্টা করে? (অনুধাবন)
ক অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে

খ নিশ্চিত ঝুঁকিকে কেন্দ্র করে
গ নিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে
ঘ অনিশ্চিত বিনিয়োগকে কেন্দ্র করে

২৪. কামাল তার দোকানে আগে শুধুমাত্র চাল বিক্রি করতেন। এ বছর তিনি তার কারবারি পণ্যে বৈচিত্র্যায়ণ করলেন। কামাল কোন কাজটি করেছে? (উচ্চতর দক্ষতা)

ক কারবারে নতুন মূলধন যোগ করেছে
খ কারবারের আয়তন বৃদ্ধি করেছে
গ চাল ছাড়াও অন্যান্য দ্রব্য বিক্রি শুরু করেছে
ঘ অধিক মুনাফা অর্জন করেছে

২৫. ডিপার্টমেন্টাল স্টোর থেকে পণ্য ক্রয়ের সুবিধা কোনটি? (অনুধাবন)
ক কম দামে অনেক পণ্যদ্রব্য কেনা যায়

খ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস একই সাথে পাওয়া যায়
গ উন্নতমানের পণ্যদ্রব্য পাওয়া যায়
ঘ অধিক পছন্দসই জিনিস কেনা যায়

২৬. আকবর হোসেন তার দোকানে আগে টেকস্ট বুক বিক্রি করতেন। এবার তিনি টেকস্ট বুকের পাশাপাশি গল্পের বই, ধর্মীয় বই, বিভিন্ন শিক্ষণীয় বই বিক্রি শুরু করেছেন। এর ফলে তার ব্যবসায়ে কী হয়েছে? (প্রয়োগ)

ক বৈচিত্র্যায়ণ খ ঝুঁকি বৃদ্ধি
গ মুনাফা বৃদ্ধি ঘ বিক্রয় কেন্দ্রীভূত

২৭. শীতের হাওয়া বইতে শুরু করলে বস্ত্র বিতানের মালিক দেলোয়ার হোসেন তার দোকানের পণ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। তার দোকানে নিচের কোন পণ্যটি তোলা সবচেয়ে যুক্তিযুক্ত হবে? (প্রয়োগ)

ক সুতি কাপড় খ গায়ের চাদর
গ বেড সিট ঘ রেশমি পোশাক

২৮. জনাব রায়হান কাক্সিক্ষত উৎস থেকে কারবারের প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ করেছেন। এজন্য তিনি কোন কাজটি করেছিলেন? (উচ্চতর দক্ষতা)
ক শেয়ার বিক্রয়

খ পণ্য বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ
গ আমদানি-রপ্তানি খাত বিশ্লেষণ
ঘ মানব কল্যাণের ক্ষেত্র নির্ণয়

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৯. ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা বলতে বোঝায় (অনুধাবন)

র. প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ করা
রর. স্বল্প ও দীর্ঘমেয়াদে তহবিল বিনিয়োগ করা
ররর. তহবিল বণ্টন সংক্রান্ত ব্যবস্থাপনা করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩০. ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সকল নীতিমালা পরিলক্ষিত হয় তা হলো (অনুধাবন)
র. ঝুঁকি পরিহার নীতি

রর. উপযুক্ততার নীতি
ররর. তারল্য বনাম মুনাফানীতি

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩১. কারবারি অর্থায়নের একটি অন্যতম নীতি হলো তারল্য বনাম মুনাফা নীতি। এই নীতি অনুযায়ী- (উচ্চতর দক্ষতা)
র. নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক

রর. মুনাফা বৃদ্ধিকল্পে অধিক বিনিয়োগে তারল্য ঘাটতি হয়
ররর. নগদ অর্থ বেশি রাখলে মুনাফা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩২. উপযুক্ততার নীতির মূল বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করা

রর. দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা
ররর. দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩৩. দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে (অনুধাবন)
র. বিনিয়োগ ব্যাংক

রর. বাণিজ্যিক ব্যাংক
ররর. ডিবেঞ্চার হোল্ডারা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৩৪. তহবিল বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ী পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে (অনুধাবন)
র. ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হয়

রর. ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায়
ররর. ব্যবসায়ের ঝুঁকি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি ¡ পৃষ্ঠা-৯
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৫. আর্থিক ব্যবস্থাপক কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে? (জ্ঞান)
ক ২ খ ৩
গ ৪ ঘ ৫

৩৬. আয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)
ক ব্যয় সিদ্ধান্ত খ বিনিয়োগ সিদ্ধান্ত
গ মুনাফা সিদ্ধান্ত ঘ অর্থায়ন সিদ্ধান্ত

৩৭. তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন ও এ সকল উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করাকে কী বলে? (অনুধাবন)

ক বিনিয়োগ সিদ্ধান্ত খ নীতিগত সিদ্ধান্ত
গ পরিকল্পিত সিদ্ধান্ত ঘ অর্থায়ন সিদ্ধান্ত

৩৮. সাধারণত শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে কারা? (জ্ঞান)
ক ক্ষুদ্র কোম্পানি খ মাঝারি কোম্পানি
গ বৃহৎ কোম্পানি ঘ অতি ক্ষুদ্র কোম্পানি

৩৯. মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয় কীভাবে? (উচ্চতর দক্ষতা)
ক ব্যবসায়ের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতির ওপর ভিত্তি করে

খ সংগৃহীত মূলধনের পরিমাণের ওপর ভিত্তি করে
গ শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ওপর ভিত্তি করে
ঘ অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরির ওপর ভিত্তি করে

৪০. কোনো প্রতিষ্ঠানের ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে কোনটির প্রয়োগ আবশ্যক? (প্রয়োগ)
ক সঠিক ব্যয় সিদ্ধান্ত খ সঠিক অর্থায়ন সিদ্ধান্ত
গ বিনিয়োগ সিদ্ধান্ত ঘ মূলধন সিদ্ধান্ত

৪১. একটি প্রতিষ্ঠান ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে সফল হয় কীভাবে? (উচ্চতর দক্ষতা)
ক শেয়ার বিক্রির মাধ্যমে খ নগদ অর্থের ব্যবস্থাপনার মাধ্যমে
গ নিজস্ব তহবিল সংগ্রহের মাধ্যমে ঘ সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে

৪২. ইসমাইল একজন মুদি দোকানদার। মুদি দোকানের জন্য সে নতুন আসবাবপত্র, রেফ্রিজারেটর, ফ্যান ইত্যাদি ক্রয় করে। ইসমাইলের ক্রয়কৃত সামগ্রীগুলোর জন্য অর্থ ব্যয় কোন ধরনের সিদ্ধান্ত? (প্রয়োগ)

ক আয় সিদ্ধান্ত খ বিনিয়োগ সিদ্ধান্ত
গ অর্থায়ন সিদ্ধান্ত ঘ পরিকল্পনামাফিক সিদ্ধান্ত

৪৩. বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে কিসের পরিকল্পনা করতে হয়? (অনুধাবন)
ক লাভ-ক্ষতি খ আদেশ-নির্দেশ
গ নির্দেশনা-নিয়ন্ত্রণ ঘ অর্থের আগমন-নিগর্মন

৪৪. জনাব হাসান বিভিন্ন উৎস হতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে একটি মুদি দোকান দিলেন। ফলে তার ব্যবসায়ে আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি হয়। এই প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করার জন্য কোনটি প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)

ক নগদান খ বিজ্ঞান
গ অর্থায়ন ঘ পরিকল্পনা

৪৫. জনাব আকাশ তার জেনারেল স্টোরের জন্য একটি রেফ্রিজারেটর ক্রয় করবেন বলে মনস্থির করেছেন। এটা কী ধরনের সিদ্ধান্ত? (প্রয়োগ)
ক আয় সিদ্ধান্ত খ অর্থায়ন সিদ্ধান্ত
গ বিনিয়োগ সিদ্ধান্ত ঘ উপযোগ সিদ্ধান্ত

৪৬. দর্জি দোকানের সেলাই মেশিন ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? (অনুধাবন)
ক ব্যয় সিদ্ধান্ত খ প্রকল্প সিদ্ধান্ত
গ পরিকল্পিত সিদ্ধান্ত ঘ অর্থায়ন সিদ্ধান্ত

৪৭. নগদ প্রবাহ হতে কী নির্ণয় করা হয়? (অনুধাবন)
ক পণ্য বিক্রয়ের পরিমাণ খ মুনাফার পরিমাণ
গ কাঁচামালের পরিমাণ ঘ শেয়ারের পরিমাণ

৪৮. বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে কোনটি নির্ধারণ করতে হয়? (উচ্চতর দক্ষতা)
ক নগদ প্রবাহ খ লভ্যাংশ
গ পণ্যের মূল্য ঘ আর্থিক বিবরণী

৪৯. কীভাবে নগদ প্রবাহ নির্ধারণ করা হয়? (অনুধাবন)
ক উৎপাদন খরচ থেকে বিক্রয়লব্ধ অর্থ বাদ দিয়ে

খ উৎপাদন খরচ থেকে অন্যান্য খরচ বাদ দিয়ে
গ বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে
ঘ উৎপাদন খরচের সাথে অন্যান্য খরচ যোগ করে

৫০. কাঁচামাল ক্রয়ের জন্য অর্থ সংগ্রহের সিদ্ধান্তকে কী বলে? (জ্ঞান)
ক বিনিয়োগ সিদ্ধান্ত খ স্থায়ী বিনিয়োগ সিদ্ধান্ত
গ অর্থায়ন সিদ্ধান্ত ঘ চলতি বিনিয়োগ সিদ্ধান্ত

৫১. নিচের কোনটি শেয়ারবাজারে শেয়ার মূল্য বৃদ্ধিতে সহায়তা করে না? (জ্ঞান)
ক ঋণের হার খ মুনাফার হার
গ গ্রাহক সেবা ঘ সুনাম

৫২. পরিকল্পনামাফিক তথ্য সংগ্রহ করতে হয় কেন? (অনুধাবন)
ক উৎপাদন প্রক্রিয়াকে অব্যবহৃত রাখতে
খ ক্রয় প্রক্রিয়াকে তরান্বিত করতে

গ বিক্রয় প্রক্রিয়াকে অব্যহত রাখতে
ঘ বিজ্ঞাপন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৩. উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত হবে (অনুধাবন)

র. কারখানা নির্মাণের জন্য খরচ
রর. বিদ্যুৎ বিলের জন্য খরচ
ররর. মেশিন ক্রয়ের জন্য খরচ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৪. উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচ ইত্যাদি সিদ্ধান্ত হলো (প্রয়োগ)
র. অর্থায়ন সিদ্ধান্ত

রর. ব্যয় সিদ্ধান্ত
ররর. বিনিয়োগ সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৫. মি. শুভ একজন আর্থিক ব্যবস্থাপক। তাকে পরিচালনা পর্ষদ আগামী দশ বছরের বিক্রয়লব্ধ নগদ প্রবাহ তৈরি করতে আদেশ দেন। এমতাবস্থায় মি. শুভ নগদ প্রবাহ তৈরি করতে পারবেন (প্রয়োগ)

র. পণ্যের মূল্য কী হবে তা থেকে
রর. পণ্য কী পরিমাণ বিক্রয় হবে তা থেকে
ররর. পণ্যের কী পরিমাণ অবচয় হবে তা থেকে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৫৬. আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো (অনুধাবন)
র. ব্যাংক ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল

রর. মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠাকরণ
ররর. প্রত্যাশিত হারে মুনাফা অর্জন ও লভ্যাংশ বণ্টন

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *