বাংলাদেশের দলীয় রাজনীতি ফ্রি পিডিএফ

বাংলাদেশের দলীয় রাজনীতি বিষয়ের গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর

মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান
বিষয়: বাংলাদেশের দলীয় রাজনীতি 
বিষয় কোড: ৩১১৯১১

বাংলাদেশের দলীয় রাজনীতি বই ও বাংলাদেশের দলীয় রাজনীতি pdf সমূহ ফ্রি ডাউনলোড করুন।

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. রাজনৈতিক দল কি ?
উত্তর : রাজনৈতিক দল বলতে একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এমন একদল নাগরিককে বুঝায়, যারা সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সাংবিধানিক উপায়ে সরকার দখল করার চেষ্টা করে।

২. “The Modern State”- গ্রন্থটি কার?
উত্তর : “The Modern State”- গ্রন্থটি – আর, এম, ম্যাকাইভার।

৩. রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপাদন কি?
উত্তর : রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপাদনÑ আইনের শাসন।

৪. বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তর : বাংলাদেশের আইনসভার নাম- জাতীয় সংসদ।

৫. আইন বিভাগ কি?
উত্তর : সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে থাকে তাকে আইন বিভাগ বলে।

৬. বাংলাদেশে বিদ্যমান দল ব্যবস্থার নাম কি?
উত্তর : বাংলাদেশে বিদ্যমান দল ব্যবস্থার নাম- বহুদলীয়।

৭. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠা করা হয়।
উত্তর : ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয় ।

৮. ‘কৃষক প্রজা পার্টি’ কার নেতৃত্বে গড়ে উঠেছিল?
উত্তর : শের-ই-বাংলা এ কে ফজলুল হক এর নেতৃত্বে ‘কৃষক প্রজা পার্টি’ গড়ে উঠেছিল ।

৯. ব্রিটিশ পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর : ব্রিটিশ পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট ।

১০. উপদল কি?
উত্তর : উপদল হলো ক্ষুদ্র স্বার্থগোষ্ঠী ।

১১. লেনিনের রাজনৈতিক দলের নাম কি ?
উত্তর : লেনিনের রাজনৈতিক দলের নাম- বলশেভিক পার্টি।

১২. কবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়?
উত্তর : ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় ।

১৩. “A Party is a Community With a Particular Structure”- উক্তিটি কার?
উত্তর : “A Party is a Community With a Particular Structure”- উক্তিটি- মেরিস দ্যুভার্জার।

১৪. নির্বাচন পরিচালন করেন কে?
উত্তর : নির্বাচন পরিচালন করেন- নির্বাচন কমিশন।

১৫. নির্বাচন কমিশনারদের মেয়াদকাল কত বছর?
উত্তর : নির্বাচন কমিশনারদের মেয়াদকাল- পাচঁ বছর।

১৬. RPO -এর পূর্ণরূপ কি?
উত্তর : RPO -এর পূর্ণরূপ হল Representation of the People Order.

১৭. বিল কি ?
উত্তর : বিল হলো আইন প্রণয়নের উদেশ্যে আনীত প্রস্তাব।

১৮. বাংলাদেশে বিদ্যমান ৩টি বামপন্থী দলের নাম লিখ।
উত্তর : বাংলাদেশে বিদ্যমান ৩টি বামপন্থী দলের নাম – বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও সাম্যবাদী দল।

১৯. ‘What is to be Done’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘What is to be Done’ গ্রন্থটির রচয়িতা- ভি. আই. লেনিন।

২০. দ্বি দলীয় ব্যবস্থার ২টি দেশের উদাহরণ দাও।
উত্তর : দলীয় ব্যবস্থার ২টি দেশ- যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।

Party politics of Bangladesh

২১. চাপ সৃষ্টিকারী গোষ্ঠির দুটি উদাহরণ দেও।

উত্তর : চাপ সৃষ্টিকারী গোষ্ঠির দুটি উদাহরণ- বণিক সমিতি ও শিক্ষক সমিতি।

২২. ‘MP’ শব্দের পূর্ণরূপ কি?
উত্তর : ‘MP’ শব্দের পূর্ণরূপ হলো- “Member of Parliament.

২৩. বাংলাদেশ আওয়ামী লীগ কোন প্রকৃতির রাজনৈতিক দল?
উত্তর : ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ- ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল।

২৪. সমগ্র বাংলাদেশে কয়টি নির্বাচনি এলাকায় বিভক্ত?
উত্তর : সমগ্র বাংলাদেশে ৩০০ টি নির্বাচনি এলাকায় বিভক্ত।

২৫. বাংলাদেশের ২টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর : বাংলাদেশের ২টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন।

২৬. মাও-সে-তুং কে?
উত্তর : প্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা- মাও-সে-তুং ।

২৭. চীনা কমিউনিস্ট পার্টি কত সালে গঠন করা হয়?
উত্তর : ১৯২১ সালের ১ জুলাই সাংহাই শহরে চীনা কমিউনিস্ট পার্টি গঠন করা হয় ।

২৮. সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি ?
উত্তর : ৩টি । যথাঃ- ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।

২৯. যুগোশ্লাভিয়ার আইনসভার নাম কি?
উত্তর : যুগোশ্লাভিয়ার আইনসভার নাম- কপচিনা।

৩০. বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল কি কি?
উত্তর : বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল- আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণসংহতি আন্দোলন ,জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম ইত্যাদি।

৩১. ‘নেজামে ইসলামী’র- প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : ‘নেজামে ইসলামী’র- প্রতিষ্ঠাতা মাওলানা আতাহার আলী।

৩২. জামায়াতে ইসলামী কোন নীতিতে বিশ্বাসী ?
উত্তর : ইসলামী জাতীয়তাবাদ।

৩৩. ‘ইস্ত্রুা’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘ইস্ত্রুা’ শব্দের অর্থ- স্ফুলিঙ্গ।

৩৪. রাশিয়াতে বলশেবিক বিপ্লব কবে হয় ?
উত্তর : রাশিয়াতে বলশেবিক বিপ্লব- ১৯১৭ সালে হয়।

৩৫. নির্বাচন কি?
উত্তর : প্রতিনিধি বাছাই করার সাংবিধানিক প্রক্রিয়া।

৩৬. EVM- এর পূর্ণরূপ কি ?
উত্তর : EVM- এর পূর্ণরূপ হল “Electronic Voting Machine”.

৩৭. স্বাধীনতার পর কতবার ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে?
উত্তর : স্বাধীনতার পর পাচঁবার ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ।

৩৮. ‘বাংলা একাডেমী’র পূর্ব নাম কি ছিল?
উত্তর : ‘বাংলা একাডেমী’র পূর্ব নাম- বর্ধমান হাউস।

৩৯. ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কতটি দফা ছিল?
উত্তর : ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে ২১ টি দফা ছিল ।

৪০. ‘BAKSAL’-এর পূর্ণরূপ কি?
উত্তর : ‘BAKSAL’-এর পূর্ণরূপ হল-  “Bangladesh Krishak Sramik Awami League’.

৪১. কবে ‘হেফাজত ইসলাম বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে?
উত্তর : ২০১০ সালের ১৯ জানুয়ারি ‘হেফাজত ইসলাম বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে ।

৪২. কত সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করা হয় ।

Party politics of Bangladesh

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো লিখ।

২. রাজনৈতিক দলের দোষাবলি কি কি?

৩. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝ?

৪. গোষ্ঠীতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ কি কি?

৫. দ্বি-দলীয় ব্যবস্থা বলতে কি বুঝ?

৬. সুশীল সমাজ বলতে কি বুঝ?

৭. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দেও।

৮. ২১ দফা কর্মসূচি বলতে কি বুঝ?

৯. লেনিনের পার্টিতত্ত্বের বৈশিষ্ট্যগুলো কি কি?

১০. যৌথ দায়বদ্ধতা বলতে কি বুঝ?

১১. সংসদীয় শাসনব্যবস্থায় আইনসভার গঠন কিরূপ হবে?

১২. দল ও সরকারের সম্পর্ক কি?

১৩. একজন সম্মোহনী নেতার কি কি গুন থাকা দরকার?

১৪. সুশীল সমাজ কিভাবে সরকারকে প্রভাবিত করতে পারে?

১৫. প্রলেতারিয়েতের একনায়কত¦ বলতে কি বুঝ?

১৬. দলীয় ব্যবস্থার শ্রেণীবিভাগ কর।

১৭. ‘মুষ্টিমেয়ের লোহবিধি’- বলতে কি বুঝ?

১৮. আইনসভা কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে ?

১৯. বাংলাদেশ আওয়ামীলীগের লক্ষ্য, নীতি ও আদর্শ লিখ।

২০.বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠন বর্ণনা কর।

২১. রাজনৈতিক জোটবদ্ধতা বলতে কি বুঝ?

২২. বাংলাদেশে বিপুল পরিমানে রাজনৈতিক দল থাকার কারণ কি?

২৩. একদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ?

২৪. ভারতের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য কি কি?

২৫. গণতন্ত্র ও সুশীল সমাজের মধ্যে সম্পর্ক কি?

২৬. যুক্তফ্রন্ট বলতে কি বুঝ?

২৭. আইনসভা বলতে কি বুঝ?

২৮. ফ্লোর ক্রসিং বলতে কি বুঝ?

২৯. সংসদীয় কমিটির কাজ কি?

৩০. বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে সংঘাতের কারণসমূহ বর্ণনা কর।

৩১. সংক্ষেপে যুক্তফ্রন্ট নির্বাচনের তাৎপর্য আলোচনা কর।

৩২. ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা ও কার্যবলি আলোচনা কর।

২.রাজনৈতিক দলের উদ্ভব সম্পর্কে তত্ত্ব বা মতাবাদ আলোচনা কর।

৩. এক দলীয় ব্যবস্থার গুনাবলি ও দোষাবলি বর্ণনা দেও।

৪. রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য কি?

৫. আইনসভার ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

৬. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।

৭. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল ও প্রভাব আলোচনা কর।

৮. দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দাও।

৯. রাজনৈতিক দল সম্পর্কে মরিস দ্যুভারজারের তত্ত্ব আলোচনা কর।

১০. বাংলাদেশের নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া কিরূপ ব্যাখ্যা কর।

১১. জোট রাজনৈতিক পক্ষে- বিপক্ষে যুক্তি দেখাও।

১২. বাংলাদেশের রাজনৈতিক দলের বৈশিষ্ট্যসমূহ লিখ।

১৩. চীনের কমিউনিস্ট পার্টির উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।

১৪. মার্কিন ও ব্রিটিশ দ্বি-দলীয় ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা কর।

১৫. বাংলাদেশের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যবলি আলোচনা কর।

১৬. ফ্রান্সের দলীয় ব্যবস্থার বৈশিষ্টগুলো আলোচনা কর।

১৭. উন্নয়নশীল দেশসমূহে গণতন্ত্রের বিকাশ সাধনে সুশীল সমাজের ভূমিকা উল্লেখ কর।

১৮. বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা আলোচনা কর।

১৯. জাতীয় পার্টির গঠন, নীতি ও কর্মসূচি আলোচনা কর।

২০. বাংলাদেশে বিপুল রাজনৈতিক দল থাকার কারণ কি?

২১. বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে সংঘাতের কারণসমূহ বর্ণনা কর।

 

বাংলাদেশের দলীয় রাজনীতি – এই বিষয় সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে কিংবা মার্স্টাস শেষ র্পব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

 

এগুলো দেখুন

সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা চূড়ান্ত সাজেশন ২০২২

সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা চূড়ান্ত সাজেশন ২০২২

সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা চূড়ান্ত সাজেশন ২০২২ – রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মাস্টার্স শেষ পর্ব বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান বিষয়: সাম্প্রতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *