অনলাইন ডেস্ক :: কোভিড-১৯ সংক্রমণ রোধে ভারতের সাথে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকবে আগামী ১৪ জুন পর্যন্ত।
গতকাল (শনিবার ২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্যর সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আরও ১৪ দিনের জন্য বর্ডার বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে কোভিড-১৯ সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই আপাতত সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে ঐ বন্দর দিয়ে এখন পর্যন্ত মাত্র ৮৮ জন ফিরেছে। সবাই ওখানে কঠোর কোয়ারেন্টাইনে আছেন।
উল্লেখ্য, কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল প্রথম দফায় দেশটির সাথে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়। এরপর তৃতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।