জেনে নিন অগ্রণী ব্যাংক থেকে লোন নেওয়ার উপায় সম্পর্কে। আসুন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করে বিস্তারিত জেনে নেই।
এনি পারপাস ও পার্সোনাল লোন এই ২ টি লোন কীভাবে অগ্রণী ব্যাংক থেকে সহজেই নিতে পারবেন?
কমে আসল অগ্রণী ব্যাংকের সকল ঋণের ইন্টারেস্ট রেট, পূর্বে যে সকল ইন্টারেস্ট রেট ১১ থেকে ১২ শতাংশ ছিল, সেই সকল ঋণের ইন্টারেস্ট রেট কমিয়ে এখন সিনডেন ভিজিট ৯ শতাংশ করা হয়েছে । তো আজকে আপনারা জানতে পারবেন যে,
- অগ্রণী ব্যাংক থেকে এনি পারপাস ও পার্সোনাল লোন নেওয়ার জন্য ব্যাংক কর্তৃক কি কি ডকুমেন্টস প্রদান করা হয়?
- অগ্রণী ব্যাংক থেকে এনি পারপাস ও পার্সোনাল লোনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
- অগ্রণী ব্যাংক থেকে এনি পারপাস ও পার্সোনাল লোন নেওয়ার জন্য কত টাকা চার্জ আপনার কাছ থেকে নেবে?
- অগ্রণী ব্যাংক থেকে কীভাবে এনি পারপাস ও পার্সোনাল লোনের কিস্তি খুব সহজেই নির্ণয় করা যায়?
- আরো পড়ুন: পল্লী সঞ্চয় ব্যাংক লোন
- আরো পড়ুন: ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন পাবেন
- আরো পড়ুন: ইউসিবি ব্যাংক লোন উপায়
অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন
যে সকল ভাইদের বেতন, সেলারি মাস শেষে অগ্রণী ব্যাংকের ডিপোজিট হয়, যাদের বেতন অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়, সেটা স্কুল কলেজ মাদ্রাসা বা অন্য যেকোনো প্রতিষ্ঠানের সেই সকল ভাইয়েরা এই পার্সোনাল লোন নিতে পারবে । অগ্রণী ব্যাংকের সকল কর্মকর্তা, কর্মচারী এই লোনের আওতাভুক্ত। এই লোনের সর্বোচ্চ সীমা হচ্ছে ১০ লক্ষ টাকা ৫ বছরের জন্য নিতে পারবেন ৯ শতাংশ হারে।
অগ্রণী ব্যাংক থেকে লোন নেয়ার জন্য ব্যাংক কর্তৃক যেসকল ডকুমেন্টস প্রদান করা হয় সেগুলো হলো:
- Letter of disbursement
- promosiry note
- Letter of guarantee
- Letter of Arrangement
- Letter installment
- Cheque Memorandum of deposits
- Letter of Acceptance
- এই ডকুমেন্টসগুলো ব্যাংক আপনার কাছ থেকে সরবরাহ করবে। আপনি শুধু পড়ে ডকুমেন্টসগুলোতে সাইন করে দেবেন।
অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার জন্য যে সকল ডকুমেন্টগুলো ব্যাংকে জমা দিতে হবে, সেগুলো হলো:
- আপনি যদি ঋণগ্রহীতা হন, আপনার দুই কপি ছবি লাগবে।
- আপনার ভোটার আইডি কার্ডে ফটোকপি।
- দুই জন গ্যারান্টোর লাগবে, তাদের মধ্যে একজন ফ্যামিলি গ্যারান্টোর ও আরেকজন প্রতিবেশী কিংবা আত্মীয়, অর্থাৎ যারা আপনাকে খুব ভালোভাবে চিনে সে রকম একজন গ্যারান্টোর লাগবে।
- গ্যারান্টোরের ভোটার আইডি কার্ড ফটোকপি লাগবে।
- সেই গ্যারান্টোরের দুই কপি ছবি।
- সেলারি স্টেটমেন্টের একটা ফটোকপি ব্যাংকে প্রদান করতে হবে।
- নিয়োগপত্রের একটা ফটোকপি আপনাকে ব্যাংকে প্রদান করতে হবে।
- প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে। অর্থাৎ আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার লোন প্রদান করলে কোনো সমস্যা নাই। সেই মর্মের একটা প্রত্যয়নপত্র প্রতিষ্ঠান দিবে। এবং যেখানে লিখা থাকবে যে, আপনি এখানে চাকরি করেন দীর্ঘদিন ধরে আপনি লোন করলে প্রতিষ্ঠান কোনও ক্ষতিগ্রস্ত হবে না, এইরকম একটা প্রত্যয়নপত্র আপনার কাছ থেকে ব্যাংক নিবে।
- পার্সোনাল লোন নেয়ার জন্য এখানে কোনও ইডেন চার্জ নাই, যেটা বেন্ডেটরি চার্জ সেটা আপনাকে প্রদান করতে হবে ।
অগ্রণী ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কত টাকা চার্জ করতে হবে
- ব্যাংক আপনার কাছ CIB চার্জ ৩০০ টাকা নেবে,
- নন জুডিসিয়াল স্ট্যাম্প ৩০০ টাকা ।
- ৯০০ টাকার আঠালো স্ট্যাম্প লাগবে, আঠালো স্ট্যাম্প আপনার যতগুলো গ্যারান্টোর হবে প্রত্যেকের ৩০০ টাকা করে, ৩
- জন গ্যারান্টোর হলে ৯০০ টাকা স্ট্যাম্প লাগবে ।
- Promisary note ৫০ টাকা ।
- Letter of instrument ৫০ টাকা। এটা কোনও ব্রান্ড আবার কোনও ব্রান্ড রাখে না।
CIB চার্জ মানে কি?
CIB এর মানে হলো কেডিট ইনফরমেশন ভিবো । অর্থাৎ আপনার নামে আরও কোনও লোন রয়েছে কিনা, আপনি কোনও লোনের ডিপোল্ডার কিনা, বাংলাদেশ ব্যাংক থেকে আপনার সম্পর্কে একটা ডকুমেন্ট নেবে ব্যাংক । সেই জন্য আপনার এই চার্জ বাবদ ৩০০ টাকা আপনাকে প্রদান করতে হবে ।
অগ্রণী ব্যাংক এনি পারপাস লোন
আপনার সেলারি যদি অন্য কোনও ব্যাংকে ডিপোজিট না-হয় সেইক্ষেত্রেও আপনি এনি পারপাস লোন নিতে পারবেন। অর্থাৎ যেকোনো ব্যক্তি বা যেকোনো চাকরিজীবী ব্যক্তি এনি পারপাস নিতে পারবে। এনি পারপাস সর্বোচ্চ ৩ লাখ টাকা পযর্ন্ত ২ বছরের জন্য নিতে পারবেন ৯ শতাংশ ইন্টারেস্ট রেট হারে।
একটা এনি পারপাস লোন নেওয়ার জন্য যেসকল দলিল, ডকুমেন্ট, ব্যাংক কর্তৃক সরবরাহ করবে । অর্থাৎ আপনি যেসকল দলিলে সাইন করবেন সেগুলো হলো:
- Letter of disbursement
- promosiry note
- Letter of guarantee
- Letter of Arrangement
- Letter installment
- Cheque Memorandum of deposits
- Letter of Acceptance
পার্সোনাল লোনের ক্ষেত্রে যে সকল দলিল ব্যাংক আপনাকে দেবে, এনি পারপাস লোনের ক্ষেত্রে সেই একিরকম দলিল ব্যাংক আপনাকে দেবে। আপনি ভালোভাবে পড়ে দেখেশুনে ঐ সকল দলিলগুলোতে সাইন করে দেবেন ।
অগ্রণী ব্যাংক থেকে লোন নিতে কি কি ডকুমেন্ট লাগবে?
অগ্রণী ব্যাংক লোন নেয়ার জন্য যে সকল ডকুমেন্টগুলো ব্যাংকে জমা দিতে হবে, সেগুলো হলো:
- ঋণগ্রহীতার দুই কপি ছবি, অর্থাৎ আপনি যদি ঋণগ্রহীতা হন, তাহলে আপনার দুই কপি ছবি লাগবে।
- আপনার ভোটার আইডি কার্ডে ফটোকপি ।
দুই জন গ্যারান্টোর, অর্থাৎ দুই জন গ্যারান্টোর লাগবে, তাদের মধ্যে একজন ফ্যামিলি গ্যারান্টোর ও আরেকজন প্রতিবেশী কিংবা আত্মীয়, অর্থাৎ যারা আপনাকে খুব ভালোভাবে চিনে সে রকম একজন গ্যারান্টোর লাগবে।
গ্যারান্টোরের ভোটার আইডি কার্ড ফটোকপি লাগবে ।
গ্যারান্টোরের দুই কপি ছবি ।
প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে। অর্থাৎ আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র আনতে হবে যেখানে লিখা থাকবে যে, আপনি এখানে চাকরি করেন দীর্ঘদিন ধরে আপনি এখানে লোন করলে প্রতিষ্ঠান কোনও ক্ষতিগ্রস্ত হবেনা, এবং আপনার লোন প্রদান করলে কোনো সমস্যা নাই।
সেলারি স্টেটমেন্টের একটা ফটোকপি ব্যাংকে প্রদান করতে হবে।
নিয়োগপত্রের একটা ফটোকপি আপনাকে ব্যাংকে প্রদান করতে হবে।
এনি পারপাস লোনের জন্য যে সকল দলিল লাগে পার্সোনাল লোনের জন্য সেই একিরকম দলিল লাগে। এই ডকুমেন্টসগুলো আপনাকে প্রদান কারতেই হবে।
অগ্রণী ব্যাংক থেকে লোন নিতে কত টাকা চার্জ করে
- এনি পারপাস লোন নেয়ার জন্য ব্যাংক আপনার কাছ CIB চার্জ ৩০০ টাকা নেবে,
- নন জুডিসিয়াল স্ট্যাম্প ৩০০ টাকা ।
- ৯০০ টাকার আঠালো স্ট্যাম্প লাগবে, অর্থাৎ আঠালো স্ট্যাম্প মানে আপনার যতগুলো গ্যারান্টোর হবে প্রত্যেকের ৩০০ টাকা করে, ৩ জন গ্যারান্টোর হলে ৯০০ টাকা স্ট্যাম্প লাগবে ।
- Promisary note ৫০ টাকা ।
- Letter of instrument ৫০ টাকা। এটা ব্রাঞ্চ উপর নির্ভর করে, এটা কোনও ব্রাঞ্চ রাখে আবার কোনও ব্রাঞ্চ রাখে না ।
- এই দুইটি লোন কিন্তু ইনস্টলমেন্ট বেসিসে নির্ধারণ করা হয়। অর্থাৎ আপনি প্রত্যেক মাসে কিস্তি দেবেন। কিস্তিতে এই লোনটা আপনাকে এই লোনটা প্রদান করবে। তো একটা লোন ৫ বছরের জন্য, আর একটা লোন ২ বছরের জন্য, অর্থাৎ পার্সোনাল লোনটা ৫ বছরের জন্য নিতে পারবেন আর এনি পারপাস লোনটি সর্বোচ্চ ২ বছরের জন্য নিতে পারবেন ।
- এই লোনগুলোর কত টাকা শতাংশ কিস্তি আসবে?
- কয় বছরের জন্য কত টাকা কিস্তি আসবে? তা একটা অ্যাপসের মাধ্যমে খুব সহজেই বের করা যায়। তো এই অ্যাপটা কীভাবে ইন্সটল করবেন?
- আর কীভাবে অ্যাপটা ব্যবহার করবেন?
- কীভাবে এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টলমেন্ট নির্ণয় করা যায়?
(EMI) ইএমআই ক্যালকুলেটর
এখন আপনাদের যেই অ্যাপটা ডাউনলোড করতে হবে সেটা হলো (EMI) ইএমআই ক্যালকুলেটর, ইকোয়াল মার্কিন ইনস্টলমেন্ট। এই অ্যাপটির সাহায্যে আপনি খুব সহজে আপনার ইনস্টলমেন্ট নির্ধারণ করতে পারবেন। আপনি কত টাকা ব্যাংকে ইন্টারেস্ট বাবদ প্রদান করবেন সেটি জানতে পারবেন।
অর্থাৎ আপনি টোটালি লোনের প্রিন্সিপাল এবং ইন্টারেস্টসহ ব্যাংকে কত টাকা প্রদান করবেন, সেটা খুব সহজে জানতে পারবেন। প্রথমে গুগল প্লেস্টোর থেকে লাল কালার ইন্টার পেইজের (EMI and Loan Martgage Plannar) ক্যালকুলেটর অ্যাপটি ডাউনলোড করতে হবে। কোন কোন সময় তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায় আবার অ্যাপটি কোন কোন সময় ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে।
ইএমআই ক্যালকুলেটর ইন্সটল হওয়ার পর আপনি খুব সহজে এই অ্যাপটা ওপেন করতে পারবেন। এরপর দেখতে পাবেন একদম উপরে (EMI) calcuators Monthly payment এ ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে একটা ইন্টার পেইজ দেখতে পাবেন। মনে করুন, আপনি ১ লাখ টাকা লোন নিলেন, সেই ১ লাখ টাকার এমাউন্টগুলো লিখবেন। লিখার পর ইন্টারেস্ট; এখন সকল লোনের ইন্টারেস্ট হলো ৯ শতাংশ তাই ৯ শতাংশ লিখবেন ।
ট্রেনার বা মানথ; আপনি যদি মনে করেন যে, ২ বছরের জন্য লোনটা নেবেন, যেহেতু ২ বছরে ১২টা কিস্তি হলে ২৪টা কিস্তি রয়েছে। সেখানে ২৪ লিখে দেবেন। এরপর আপনি দেখতে পাবেন যে, নিচে খুব সুন্দরভাবে চলে আসবে। সেখানে দেখা যাবে যে, EMI অর্থাৎ আপনার Monthly কত টাকা ইনস্টলমেন্ট: ৪৫৬৮ টাকা।
- আরো পড়ুন: বাতের ব্যথা, ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধে হলুদ চা
- আরো পড়ুন: জেনে নিন করোনার ক্যাপসুলের দাম কত, খেতে হবে কতটি
- আরো পড়ুন: মানবদেহে অ্যান্টি অক্সিডেন্টের কার্যকারিতা
আপনি যদি ১ লাখ টাকা ৯ শতাংশ হারে লোন নেন তাহলে আপনার থেকে প্রতি মাসে ৪৫৬৮ টাকা প্রদান করতে হবে । এরপর টোটাল ইন্টারেস্টেড, অর্থাৎ আপনি ২ বছরে ব্যাংকে প্রদান করবেন ৯৬৪৩ টাকা ২ বছরে ।
আবার আপনার টোটাল একাউন্ট ১ লাখ টাকা লোনের সাথে ৯৬৪৩ টাকা যুগ করে প্রিন্সিপাল + ইন্টারেস্ট যুগ করে ১ লাখ ৯৬৪৩ টাকা হয়েছে। আপনি যেই তারিখ থেকে লোনটা গ্রহণ করবেন সেই তারিখটা সেখানে চলে আসবে অটো আপনি দেখতে পাবেন। আরও একটি জিনিস সেখানে দেখতে পারবেন সেটা হলো EMI পেইজের নিচে যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন প্রতি মাসে ইকুয়েল ইনস্টলমেন্ট সবগুলো সমানভাবে
এ কি রকম থাকবে ৪৫৬৮ হাজার টাকা ২৪ মাস প্রিন্সিপাল আছে ৩৭৬৮ হাজার টাকা, ইন্টারেস্ট রয়েছে ৭২১ টাকা। আপনি প্রথম মাসে ব্যাংকের ইন্টারেস্ট প্রদান পাবেন ৭২১ টাকা তারপর এই টাকাটা কমতে কমতে লাস্ট গিয়ে হবে ৩৪ টাকা। কিন্তু ইকুয়েল যেটা ইনস্টলমেন্ট সেটা প্রত্যেক মাসে সমান থাকবে, কিন্তু ইন্টারেস্ট রেটটা কমতে কমতে চলে আসবে ৩৪ টাকায়।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।