এসএসসি হিসাব বিজ্ঞান ৪র্থ অধ্যায়:MCQ (PDF)

এসএসসি হিসাব বিজ্ঞান ৪র্থ অধ্যায়:MCQ (PDF)

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. মূলধন জাতীয় ব্যয় কোনটি?
ক মালিক কর্তৃক প্রদত্ত মূলধন খ মেশিন বিক্রির খরচ
গ মেশিন ক্রয় ঘ ব্যবসায় পরিচালনার দৈনন্দিন ব্যয়

২. যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে?
ক ব্যাংক ব্যালেন্স খ দেনাদার গ পাওনাদার ঘ নীট মুনাফা

৩. মুনাফা জাতীয় ব্যয় হল-
র. বিক্রয়ের জন্য গাড়ী ক্রয়

রর. ব্যবসায়ের ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয়
ররর. ডেলিভারি ভ্যানের রোড ট্যাক্স ও বীমা প্রিমিয়াম

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪. যন্ত্রপাতি ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ-
ক মূলধন জাতীয় প্রাপ্তি খ মূলধন জাতীয় আয়
গ মুনাফা জাতীয় আয় ঘ মুনাফা জাতীয় প্রাপ্তি

৫. রমজান মিয়া তাঁর ব্যবসায়ের জন্য পণ্য আমদানি করে। পণ্য আমদানির শুল্ক-
ক মূলধন জাতীয় ব্যয় খ মুনাফা জাতীয় ব্যয়
গ অব্যবসায়ী ব্যয় ঘ মুনাফা জাতীয় আয়

৬. সুকমল বড়–য়া তাঁর ব্যবসায়ের জন্য এক খণ্ড জমি ক্রয় করেন। জমির রেজিষ্ট্রেশন করতে তিনি ৫,০০০ টাকা ব্যয় করেন। এই রেজিষ্ট্রেশন খরচ-
ক মুনাফা জাতীয় ব্যয়

খ মূলধন জাতীয় ব্যয়
গ মুনাফা এবং মূলধন জাতীয় উভয় ব্যয়ই হতে পারে
ঘ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

৭. বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে-
র. মুনাফা জাতীয় ব্যয়

রর. মুনাফা জাতীয় আয়
ররর. মূলধন জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৮. আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে-
র. মূলধন জাতীয় প্রাপ্তি

রর. মুনাফা জাতীয় ব্যয়
ররর. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

৯. ব্যবসায়ে পণ্য আনয়নের জাহাজ ভাড়া কোন ধরনের লেনদেন?
ক মুনাফা জাতীয় খ মূলধন জাতীয়
গ বিলম্বিত মুনাফা জাতীয় ঘ ব্যবসায় পরিচালন

১০. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়-
র. ৩ বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ এ্যাড ফার্মকে প্রদান ১,০০,০০০ টাকা
রর. ৩ মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করা হল ১৫,০০০ টাকা
ররর. ধানমণ্ডি হতে মতিঝিলে ব্যবসায়ের অফিস স্থানান্তর বাবদ ব্যয় ২৫,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

নিচের উদ্ধৃতিটুকু পড়ে ১১, ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন ভৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। যন্ত্রটি তিনি ২০১৩ সালে ২৫,০০০ টাকায় বিক্রয় করেন; এ সময় যন্ত্রটির মূল্য অবচয় বাদ দেয়ার পর ছিল ২৪,০০০ টাকা।

১১. প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা গণ্য হবে-
ক মূলধন জাতীয় প্রাপ্তি খ মুনাফা জাতীয় ব্যয়
গ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ঘ মূলধন জাতীয় ব্যয়

১২. চার বছরে উক্ত যন্ত্রের মোট কত টাকা অবচয় হয়েছে?
ক ১৫,০০০ টাকা খ ১৬,০০০ টাকা
গ ২০,০০০ টাকা ঘ ২১,০০০ টাকা

১৩. যন্ত্রটির বিক্রয়মূল্য ও পুস্তকমূল্যের পার্থক্যকে কী বলে চিহ্নিত করা হয়?
ক মূলধন জাতীয় আয় খ মুনাফা জাতীয় আয়
গ মুনাফা জাতীয় প্রাপ্তি ঘ মূলধন জাতীয় প্রাপ্তি

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১৪. ‘ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর খরচ’ কোন ধরনের ব্যয়?
ক মূলধন জাতীয় খ বিলম্বিত মুনাফা জাতীয়
গ প্রশাসনিক ঘ প্রত্যক্ষ

১৫. মুনাফা জাতীয় আয় নয় কোনটি?
ক শিক্ষানবিস সেলামি খ কমিশন প্রাপ্তি
গ আসবাবপত্র বিক্রয় ঘ ব্যাংক জমার সুদ

১৬. অকেজো মোটর গাড়ী চালু করার খরচ কোন ধরনের লেনদেন?
ক মুনাফা জাতীয় খ মূলধন জাতীয়
গ বিলম্বিত মুনাফা জাতীয় ঘ নিয়মিত

১৭. ব্যাংক থেকে ঋণ গ্রহণ কী?
ক মূলধন জাতীয় প্রাপ্তি খ মুনাফা জাতীয় আয়
গ মোট আয় ঘ নিট আয়

১৮. লেনদেনসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?
ক ৩ ভাগে খ ২ ভাগে
গ ৪ ভাগে ঘ ৫ ভাগে

১৯. বিজ্ঞাপন বাবদ এককালীন অত্যধিক ব্যয়
ক মূলধন জাতীয় ব্যয় খ ব্যবসায়িক ব্যয়
গ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ঘ মুনাফা জাতীয় ব্যয়

২০. নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়?
ক ব্যবসায়ের প্রাথমিক ব্যয় খ মনিহারি দ্রব্য ক্রয়
গ বিজ্ঞাপন খরচ ঘ আসবাবপত্র ক্রয়

২১. মূলধন জাতীয় ব্যয় কোনটি?
ক মালিক কর্তৃক প্রদত্ত মূলধন খ মেশিন বিক্রয় খরচ
গ মেশিন ক্রয় ঘ ব্যবসায় পরিচালনার দৈনন্দিন ব্যয়

২২. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নয় কোনটি?
ক ৪ বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ ব্যয়

খ ৬ মাসের ভাড়ার অগ্রিম পরিশোধ
গ ব্যবসায়ের অফিস স্থানান্তর বাবদ ব্যয়
ঘ নতুন পণ্যের গবেষণা ব্যয়

২৩. মিসেস নাজ এক বছরে পণ্য বিক্রয় বাবদ মোট ৩,০০,০০০ টাকা পেলেন। তা থেকে তিনি মোট ২,৫০,০০০ টাকা ব্যয় করলেন যার মধ্যে একটি কম্পিউটার ক্রয় বাবদ ৫০,০০০ টাকা ছিল। মিসেস নাজের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত?

ক ৩,০০,০০০ টাকা খ ২,৫০,০০০ টাকা
গ ২,০০,০০০ টাকা ঘ ৫০,০০০ টাকা

২৪. মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে কোন বিবরণীটি প্রস্তুত করা হয়?
ক নগদ প্রবাহ খ বিশদ আয় গ উৎপাদন ব্যয় গ আর্থিক অবস্থার

২৫. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
র. অধিক বিজ্ঞাপন

রর. প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়
ররর. পণ্যের গবেষণা ব্যয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর

২৬. মূলধন জাতীয় ব্যয় হচ্ছে
র. কলকব্জা ও সংস্থাপন ব্যয়

রর. ট্রেডমার্ক
ররর. সুনামের অবলোপন

নিচের কোনটি সঠিক?
ক র খ রর খ র ও রর ঘ র, রর ও ররর

২৭. আর্থিক অবস্থান বিবরণীতে লিপিবদ্ধ হবে
র. মুনাফা জাতীয় ব্যয়

রর. মূলধন জাতীয় ব্যয়
ররর. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
ক র খ র ও ররর গ র ও ররর গ রর ও ররর

২৮. বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে
র. মুনাফা জাতীয় ব্যয়

রর. মুনাফা জাতীয় আয়
ররর. মূলধন জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর

২৯. মূলধন জাতীয় প্রাপ্তি হলো-
র. ব্যাংক থেকে গৃহীত ঋণ

রর. পণ্যের জন্য অগ্রিম গ্রহণ
ররর. সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ

নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও :
সুরভি এন্টারপ্রাইজ ৫,০০,০০০ টাকায় একটি পুরনো মাইক্রোবাস ক্রয় করে। ৫০,০০০ টাকা মূল্যের যন্ত্রাংশ সংযোজন করে মাইক্রোবাসটি মেরামত করে। পরবর্তীতে মাইক্রোবাসটি ৫,৭৫,০০০ টাকায় বিক্রয় করা হয়।

৩০. সুরভি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত টাকা?
ক ৫০,০০০ খ ৫,০০,০০০ গ ৫,৫০,০০০ ঘ ৫,৭৫,০০০

৩১. মাইক্রোবাসটির বিক্রয়জনিত মুনাফা সুরভি এন্টারপ্রাইজের
ক মূলধন জাতীয় প্রাপ্তি খ মূলধন জাতীয় আয়
গ মুনাফা জাতীয় প্রাপ্তি ঘ মুনাফা জাতীয় আয়

৩২. সুরভি এন্টারপ্রাইজের মুনাফা কত টাকা?
ক ২৫,০০০ খ ৫০,০০০ গ ৭৫,০০০ ঘ ১,২৫,০০০

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আসিফ ২০১২ সালের ১ জুলাই ৩৫,০০০ টাকা মূল্যের একটি ফ্রিজ ক্রয় করেন এবং ফ্রিজটির বৈদ্যুতিক সংযোগ বাবদ ২,০০০ টাকা ব্যয় করেন। তিনি ফ্রিজটি ২০১৪ সালে ৩০,০০০ টাকায় বিক্রি করেন। এ সময় অবচয় বাদ দেয়ার পর ফ্রিজটির মূল্য ছিল ২৭,০০০ টাকা।

৩৩. জনাব আসিফের অফিস সরঞ্জামের অবচয়ের পরিমাণ কত?
ক ৩,০০০ টাকা খ ৫,০০০ টাকা গ ৮,০০০ টাকা ঘ ১০,০০০ টাকা

৩৪. অফিস সরঞ্জামের বিক্রয়মূল্য ও পুস্তক মূল্যের পার্থক্যকে চি‎ি‎হ্নত করা যায় কোন নামে?
ক মূলধন জাতীয় আয় খ মুনাফা জাতীয় আয়
গ মুনাফা জাতীয় প্রাপ্তি ঘ মূলধন জাতীয় প্রাপ্তি

অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও :
মিঃ শামীম ব্যবসায়ে ব্যবহারের জন্য ৭,০০,০০০ টাকা ব্যয়ে একটি মোটরগাড়ী ক্রয় করেন, যার লাইসেন্স এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ ১০,০০০ টাকা। এক বৎসর পরে ব্যবসায়ের জন্য অপর একটি নতুন গাড়ী ক্রয়ের উদ্দেশ্যে উক্ত গাড়ীটি ৭,৫০,০০০ টাকায় বিক্রি করেন।

৩৫. শামীমের ব্যবসায় মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত?
ক ১০,০০০ টাকা খ ৭,০০,০০০ টাকা
গ ৭,১০,০০০ টাকা ঘ ৭,৫০,০০০ টাকা

৩৬. তাঁর মূলধন জাতীয় আয় কত?
ক ৪০,০০০ টাকা খ ৫০,০০০ টাকা
গ ৭,১০,০০০ টাকা ঘ ৭,৪০,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ইউসুফ ২০১৩ সালে ২,০০,০০০ টাকায় একখণ্ড জমি ক্রয় করেন যা ২০১৪ সালে ৩,১০,০০০ টাকায় বিক্রয় করেন।
৩৭. জনাব ইউসুফের মূলধনজাতীয় আয়ের পরিমাণ কত?

ক ৫,১০,০০০ টাকা খ ৩,১০,০০০ টাকা
গ ২,০০,০০০ টাকা ঘ ১,১০,০০০ টাকা

৩৮. উপর্যুক্ত জমির মূল্য বৃদ্ধির ফলে নিম্নের কোনটি বৃদ্ধি পাবে?
ক মূলধন জাতীয় ব্যয় খ মূলধন জাতীয় প্রাপ্তি
গ মুনাফা জাতীয় প্রাপ্তি ঘ মুনাফা জাতীয় আয়

ANSWER SHEET

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ

SSC ফ্রি PDF ব্যবসায় উদ্যোগ: MCQ উত্তরসহ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রীয় ব্যবসায় যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *