কক্সবাজার সৈকতের পর্যটকদের জন্য ট্যুরিস্ট পুলিশের ৭ পরামর্শ

জেনে নিন কক্সবাজার সৈকতের পর্যটকদের জন্য ট্যুরিস্ট পুলিশের ৭ পরামর্শ । আসুন আজকে এ সম্পর্কে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে কক্সবাজারে লাখ লাখ পর্যটকরা ভিড় করছেন। একসাথে পাহাড়, সমুদ্র, ঝরনাসহ প্রাকৃতিক মনোরম সৌন্দর্য উপভোগ করতেই পর্যটকরা ছোটেন কক্সবাজারে।

জানা গেছে, বিজয় দিবসের ছুটিতে একদিনেই প্রায় ৩ লাখ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে যায়। এখনো সাগরপারের অধিকাংশ হোটেল- মোটেলেই সহজে রুম পাওয়া যাচ্ছে না।



এদিকে সৈকতে পর্যটকদের নিরাপত্তা বিধানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও সৈকত ব্যবস্থাপনা কমিটির নিজস্ব কর্মীর দলও। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে সৈকত ব্যবস্থাপনার দায়িত্বে সার্বক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) সমুদ্র সৈকতে কিটকটে বসা, সমুদ্রে নামা ও বিচ পরিচ্ছন্নতার বিষয়ে পর্যটকদের জন্য পরামর্শমূলক কিছু টিপস দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে ছাতা-চেয়ার সদৃশ বসার ব্যবস্থার নাম কিটকট। যেখানে বসে বিশ্রাম নেয়ার পাশাপাশি নয়ন জুড়ানো যায় সমুদ্রের বিশালতাকে সামনে রেখে।

তবে কিটকটে বসা ও সমুদ্রে নামার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। এ বিষয়ে পর্যটকদের জন্য পরামর্শমূলক কিছু টিপস দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

তাহলে আসুন জেনে নেওয়া যাক কক্সবাজার সৈকতের পর্যটকদের জন্য ট্যুরিস্ট পুলিশের ৭ পরামর্শ

১. কিটকটে বসার পূর্বে অবশ্যই প্রতি ঘণ্টার ফি সম্পর্কে জেনে নেয়া।

২. কিটকটে বসে ম্যাসেজ পার্টির মাধ্যমে শরীর ম্যাসাজ করা থেকে বিরত থাকা।

৩. গুরুত্বপূর্ণ মালামাল কিটকটে রেখে সমুদ্রের পানিতে না নামা।

৪. কিটকটের পেছনে রাখা ডাস্টবিনে, ব্যবহৃত চিপসের প্যাকেট, বাদামের খোসা, চায়ের কাপসহ অন্যান্য আবর্জনা ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখা।



৫. সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার- ভাটার সময়সূচি জেনে নেওয়া।

৬. সন্ধ্যার পর সমুদ্রে নামা থেকে বিরত থাকা।

৭. যেকোনো ধরনের হয়রানির শিকার হলে তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেয়া।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

‘নিউজিল্যান্ড পাড়ায়’ দেখবেন যেখানে

‘নিউজিল্যান্ড পাড়ায়’ দেখবেন যেখানে

জেনে নিন ‘নিউজিল্যান্ড পাড়ায়’ দেখবেন যেখানে । দেশের মধ্যেই রয়েছে নিউজিল্যান্ড পাড়া। নিশ্চয়ই অবাক হচ্ছেন! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *