গর্ভাবস্থায় হবু মা কীভাবে গোপনাঙ্গের যত্ন নেবেন?(How will you take care of your vagina during pregnancy?) নিয়মিত গোপনাঙ্গ পরিষ্কার রাখুন। এক্ষেত্রে সাবান ব্যবহার করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ইনটিমেট ওয়াশ ব্যবহার করবেন না। যাই করুন, মনে রাখবেন আপনি গর্ভবতী।
ডাক্তারের অনুমতি ছাড়া যে কোনও কেমিক্যাল বা ওষুধ প্রয়োগ করা বা খাওয়া মা ও সন্তানের দুজনের জন্যই ক্ষতিকর হতে পারে। পাবলিক টয়লেট এড়িয়ে চলুন। অতি প্রয়োজন ছাড়া টয়লেটের আশপাশে যাবেন না।
আরো পড়ুন:প্রেগন্যান্সির প্রাথমিক লক্ষণ ১০টি কি! মাসিক মিস হলে মিলিয়ে নিন
আরো পড়ুন:প্রেগন্যান্সি পরীক্ষা করুন ঘরে বসেই – জানুন এ টু জেড
নিতান্তই ব্যবহার করতে হলে সাথে রাখুন জীবাণুনাশক স্প্রে বা ইউস অ্যান্ড থ্রো টয়লেট সিট। মলত্যাগের পরে সামনে থেকে পিছনে পরিষ্কার করুন। পায়ুছিদ্র থেকে যোনির দিকে হাত আনবেন না। নয়তো ব্যাকটেরিয়া হামলা করতে পারে।
শুধু গর্ভাবস্থায় বলে নয়, সাধারণ সময়েও এর যত্ন করা এবং যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা একান্ত দরকার। গর্ভাবস্থায় যোনিস্রাবের পরিমাণ বাড়লেও তা কিন্তু দুর্গন্ধযুক্ত হয় না। যদি মনে হয়, যোনিস্রাবের রং অদ্ভুত বা গন্ধও অস্বাভাবিক; তা কিন্তু ইনফেকশনের লক্ষণ।
আরো পড়ুন:গর্ভাবস্থায় স্বাস্থ্যবান থাকার জন্য ১০টি করণীয় এবং বর্জনীয় কাজ
আরো পড়ুন:গর্ভাবস্থায় খাওয়ার জন্য যেসব সেরা ফল
দেরি না করে ডাক্তার দেখাবেন। গর্ভাবস্থায় যদি গোপনাঙ্গে অস্বস্তিকর চুলকানি, জ্বালা ভাব এবং অস্বাভাবিক ফুলে যাওয়ার লক্ষণ দেখা যায়, দ্রুত স্থানীয় ডাক্তারের পরামর্শ নিন।
আরো পড়ুন:নারীর পাঁচটি স্বাস্থ্য সমস্যা
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।